শাটল ট্রেনের দরজায় বসে ফেরার সময় পড়ে আহত এক বহিরাগত যুবক
জুনাইদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের একটি দরজার বাইরে পা ঝুলিয়ে বসে শহরে ফেরার সময় সাগর নামের ২২ বছরের একজন তরুণ আহত হয়েছেন। ছাত্র, ছাত্রীরা জানিয়েছেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। এখানে নানা দ্রব্যাদি বিক্রি করতে এসেছিলেন চট্টগ্রাম শহর থেকে।
আজ দুপুরে ছাত্র, ছাত্রীদের ক্লাস শেষে ফিরে আসার সময়ের শাটলে উঠেছিলেন কারো ভাষ্যমতে এই টোকাই তরুণটি। তিনি আহত হয়েছেন দুপুর ১টা ৩০ মিনিটে।
কিভাবে সাগর আহত হয়েছেন-এই তথ্যটি জানার জন্য ছাত্র, ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তারা বলেছেন, দুপুরের এই শাটলে নি:শ্বাস নেবার মতোও জায়গা থাকে না। তাকে ছাত্র নন বলে অন্যরা সবাই নেমে যেতে বলেছেন। তবে তিনি নামতে রাজি হননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেনে পা ঝুলিয়ে বা শরীর বাইরে রেখে চলাফেরা সম্পূণভাবে ‘নিষিদ্ধ’ করে দিয়েছেন অনেক আগে। এভাবে কাউকে চলাফেলা করতে দেওয়া হয় না। এভাবে চলাফেরায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক আগে থেকে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।’
তবে তরুণটি কারো কথা না শুনে দরজার পাশে ফ্লোরে বসে পড়েন। তার দুটি পা ট্রেনের বাইরে থাকে। পরে মানুষের ধাক্কাধাক্কিতে তিনি ট্রেন থেকে পড়ে গিয়েছেন।
কারা তাকে আহত করেছেন সেটি জানা সম্ভব হয়নি।
ওএস।