সরকার নির্ধারিত দামের অধিক মূল্যে তেল বিক্রিতে জরিমানা
পঞ্চগড়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রিতে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় ইসলাম ফ্লাওয়ারস অ্যান্ড অয়েল মিল নামে ওই তেল বোতলজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র রায়।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার রাজনগর এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ইসলাম ফ্লাওয়ারস অ্যান্ড অয়েল মিলসকে তেলের বোতলের গায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে তেল বিক্রি করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ওই প্রতিষ্ঠানক পরবর্তীকালে এ ধরনের কাজ যাতে না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।
এসময় জেলা মার্কেটিং অফিসার আব্দুল গফুর ও পঞ্চগড় জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
টিটি/