সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট, বিপাকে যাত্রীরা
সিরাজগঞ্জের মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় নির্মাণ ও সংস্কার কাজ চলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে এক লেনে চলছে যানবাহন। ফলে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। অনেক স্থানে তৈরি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২৪ জেলার যাত্রী ও যানবাহনগুলো।
এদিকে এমন অবস্থার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলেও হচ্ছে খুব সমস্যা। মহাসড়কে দীর্ঘ সারির যানজট থাকায় বেশ কিছু যানবাহন বিকল্প পথ সিরাজগঞ্জ শহর হয়ে মুলিবাড়ি দিয়ে চলাচল করছে। যার কারণে আঞ্চলিক সড়কেও দেখা দিয়েছে ভোগান্তি।
এ ব্যাপারে সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান সালেক বলেন, উত্তরাঞ্চলের চারটি মহাসড়কের যানবাহন সলঙ্গার হাটিকুমরুলে এসে বঙ্গবন্ধু সংযোগ মহাসড়কে যুক্ত হওয়ায় এ সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেশি থাকে। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর দুই পাশের মহাসড়কে নতুন রাস্তা নির্মাণ ও একই সঙ্গে পুরাতন মহাসড়কে সংস্কার কাজ চলছে। ফলে মহাসড়কে চলাচল করা হাজার হাজার যানবাহনকে এক লেনে চলাচল করতে হচ্ছে। যার কারণে মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪ থেকে ৫ কিলোমিটার যানজট রয়েছে। এ ছাড়াও মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকে মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এসআইএইচ