কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু
করোনাভাইরাসের কারণে দুই বছর পর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন ফকিরের আখড়াবাড়িতে এবার আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের৷
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৭টায় লালন একাডেমির উন্মুক্ত মঞ্চে এই লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিউদ্দিন (বিপিএম বার), কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার কুষ্টিয়ার উপপরিচালক মৃণাল কান্তি দে, কুষ্টিয়া আদালতের জিপি অ্যাড. আখতারুজ্জামান মাসুম, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, বিএমএ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন, দিশা’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ৷
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. মো. শাহিনুর রহমান৷ আলোচক ছিলেন এ্যাড. লালিম হক৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম৷ স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও লালন একাডেমির এডহক কমিটির সদস্য-সচিব মো. সবুজ হাসান৷
আলোচনা পর্ব শেষে বয়োজ্যেষ্ঠ লালন অনুসারী সাধু-গুরুদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়৷ এরপর একে একে লালন সংগীত পরিবেশন করেন লালন একাডেমি, কুষ্টিয়া শিল্পকলা একাডেমিসহ প্রবীণ ও নবীন শিল্পীবৃন্দ৷
উল্লেখ্য, ১৫ থেকে ১৭ মার্চ আয়োজিত তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের প্রতিদিন সন্ধ্যায় আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে লালন সঙ্গীত৷ এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর স্থানীয় শিল্পীরা৷ এ ছাড়াও এই উৎসবকে ঘিরে পুরো একাডেমি চত্বরে শুরু হয়েছে খণ্ড-খণ্ড স্থানে গানের আসর৷
এসআইএইচ