রাণীনগরে বিএনপির নতুন কমিটি থেকে ২১ জনের পদত্যাগ
নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন বিএনপির দুইটি আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। এরই মধ্যে নতুন অনুমোদন দেওয়া আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ২১ সদস্য।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর রাণীনগর থানা বিএনপির ৫ নম্বর বড়গাছা ইউনিয়নের মহরম আলীকে আহ্বায়ক করে ৩২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন নেতারা। শুধু থানা বিএনপির আহ্বায়কের সইয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়। থানা বিএনপির নেতাদের মতবিরোধের কারণে বেশি দিন সেই কমিটি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। দলীয় গঠনতন্ত্র না মেনেই হঠাৎ করেই চলতি বছরের ৫ মার্চ আগের আহ্বায়ক কমিটি বহাল রেখেই বিকাশ চন্দ্র প্রামাণিককে আহ্বায়ক করে নতুন করে ২৮ সদস্যর কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে এ কমিটিতে স্থানীয় নেতাদের পছন্দের লোকদের রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া ইউনিয়ন বিএনপির একটি পকেট আহ্বায়ক কমিটিকে অনুমাদন দেয় থানা বিএনপি। এ কারণে ওই ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভের। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি গঠনের লক্ষ্যে নতুন কমিটির ২১ সদস্য ১০ মার্চ পদত্যাগপত্র দিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক কমিটি বরাবর।
বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাবুল হক বলেন, 'উপরের নেতারা তৃণমূল নেতা-কর্মীদের মতামত যাচাই-বাছাই না করেই আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের ইচ্ছে মাফিক বিতর্কিত ব্যক্তিদের যুক্ত করে যখন-তখন কমিটি গঠন করবেন তা মেনে নেওয়া যায় না। এসব ঘটনা কখনোই দলীয় কর্মকাণ্ডকে চাঙা করতে পারবে না। বর্তমান বিএনপি দল কঠিন ক্রান্তিকাল পার করছে। এ সময় অবশ্যই তৃণমূল পর্যায়ের মানুষদের মতামতকে প্রাধান্য দিয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সবাই বিএনপি নামক দল থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাই আমি আশা করব যে নেতারা এমন খামখেয়ালীপনা কমিটি তৈরি করে দলের মধ্য বিতর্কের সৃষ্টি করছেন, তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে দ্রুত নতুন একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি উপহার দেবেন।'
৩২ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহরম আলী বলেন, 'আমার কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করছিল। থানা বিএনপির কিছু অসাধু নেতারা সেই কমিটি ঘোষণা করতে দেয়নি। আর আমার কমিটিকে বিলুপ্ত ঘোষণা না করেই আবার একটি নতুন কমিটি অনুমোদন দিয়েছে। এটি কেমন করে সম্ভব। আমি আর এ ধরনের কর্মকাণ্ডে কখনোই নিজেকে জড়াব না।'
এ বিষয়ে থানা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু বলেন, 'আগের কমিটি ছিল অকার্যকর। তাই ওই ইউনিয়নে দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নিয়ম মেনে নতুন করে একটি আহ্বায়ক কমিটি অনুমাদন দেওয়া হয়েছে। আর পদত্যাগ করা অনেক সদস্যকেই প্রভাবিত করে সই নেওয়া হয়েছে মর্মে তারা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। থানা বিএনপি দলের গঠনতন্ত্র মেনেই সব কাজ করে আসছে বলে জানান তিনি।'
এসএন