বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: মাদ্রাসাসুপারের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার মামলাটি বুধবার আদালতে আদেশের জন্য রাখেন।
আদালতে এ মামলা দায়ের করেন পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী বয়াতী। বাদী পক্ষে মামলাটি উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. মান্নান শরীফ ২০০১ সালের ৩ অক্টোবর মাদ্রাসার অফিস কক্ষে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে অশ্রাব্য ভাষায় গালাগালসহ এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন।
ইতোপূর্বে বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রশাসনের বিভিন্ন স্তরে জানানোর পরও আসামির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা দায়েরে বিলম্ব হয়।
এ বিষয়ে মামলার অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা আ. মান্নান শরীফ সাংবাদিকদের বলেন, আমি একজন আওয়ামী লীগ কর্মী। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি ওয়াকফা স্টেট ও মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ইউসুফ আলী বয়াতী সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ করার পর এবার আদালতে মামলা দায়ের করেছেন।
এমএসপি