রাজশাহীতে স্বল্পমূল্যে পণ্য কিনতে কার্ড পাচ্ছে ২ লাখ পরিবার
আসন্ন রমজানকে সামনে রেখে রাজশাহীতে স্বল্পমূল্যে পণ্য কিনতে ২ লাখ পরিবারকে বিশেষ পারিবারিক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় তিনি জানান, এই কার্ড দেখিয়ে নির্দিষ্ট জায়গা থেকে স্বল্পমূল্যে তেল, ডাল, চিনি ও ছোলা এই চারটি নিত্যপণ্য গ্রাহকরা ক্রয় করতে পারবেন। তাদের ট্রাকের পেছনে লাইন দিতে হবে না। নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে তারা কিনতে পারবেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, মজুতদারি, কালোবাজারির ব্যাপারে ৫০ বছর আগে বঙ্গবন্ধু যে কথা বলেছেন, আজকে প্রধানমন্ত্রীও সে কথাই বলছেন। অপরাধ শুধু বিক্রেতারই আছে এমনটা নয়, ক্রেতারও সমস্যা আছে। আমাদের মূল্যবোধ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, কাকে দোষারোপ করব। অনেক সময় বিক্রেতারা নীতি-নৈতিকতা বিসর্জন দেয় আর ক্রেতারাও মনে করে নীতি-নৈতিকতা শুধু বিক্রেতার বিষয়।
সাধারণ মানুষের যেন কোনো কষ্টকর পরিস্থিতিতে পড়তে না হয় তাই আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য দুই ধাপে সারাদেশে ১ কোটি পরিবারকে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান বিভাগীয় কমিশনার।
এ সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু আলাম সিদ্দিক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, কেন্দ্রীয় ক্যাবের উপদেষ্টা খাদেমুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমএসপি