চট্টগ্রামে ট্রলির ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রলির ধাক্কায় মোহাম্মদ কাইয়ুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আনোয়ারা হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের মোহাম্মদ কাইছারের ছেলে। সে হাসপাতালের পার্শ্ববর্তী দারুল আমান মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই নিহতের পিতা কাইছারসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এরপর হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় আসলে বাবার কোলে মৃত্যুবরণ করেন।
নিহতের পিতা কাইছার বলেন, আমি আমার পরিবার নিয়ে দারুল আমান মাদ্রাসার ভাড়া বাসায় থাকতাম। আমি রাজ মিস্ত্রির কাজ করতাম, আর তার মা সু ফ্যাক্টরীতে কাজ করত। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার (১৫ মার্চ) কাইয়ুম ও ছোট ছেলেকে নিয়ে শোলকাটা গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। এরপর রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির লোহা ও সিমেন্ট বোঝাই একটি ট্রলি আমার ছেলেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুদীক্ষা চৌধুরী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ৮ বছরের এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) প্রেরণ করি। একটু পর শুনতে পায় ছেলেটি মারা গেছে।
এসআইএইচ