সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রোল মডেল: শিক্ষামন্ত্রী
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ (সাবেক সরকারি কারিগরি মহাবিদ্যালয়) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রোল মডেল। কারণ এটির ধারাবাহিক ঈর্ষনীয় ফলাফল রীতিমত গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, 'প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে চাই। এর শিক্ষা পদ্ধতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। তাদের অভিজ্ঞতার আলোকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিচালনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হবে। কিন্তু এই স্বল্প সময়ের ঝটিকা সফরে তা সম্ভব হলো না। আগামীতে শুধু এই কলেজের উদ্দেশ্যেই সফর করব।'
ডা. দীপু মনি সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান (আদেল), সংরক্ষিত মহিলা আসনের (২৩) এমপি রাবেয়া আলীম।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের (মাউশি) রেজিস্ট্রার ড. আমীর আলী আজাদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমেনীনসহ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতারা, সৈয়দপুর উপজেলা প্রশাসন, সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সোনার মানুষ হবে। তোমরা বিশ্ব নাগরিক হবে। মানবিকতা দিয়ে খুবই উচ্চ মানের মানুষ হবে। কারণ শুধু জ্ঞান বিজ্ঞানে উন্নত হলেই হবে না, হতে হবে নৈতিক গুণে গুণান্বিত পরিশুদ্ধ মানুষ। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।'
'তোমাদের এই প্রতিষ্ঠানকে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকারের আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। প্রয়োজনে আরও বিনিয়োগ করা হবে। গত মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় যেভাবে এই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে চান্স পেয়েছে। সেভাবে আগামীতেও আরও ভালো ফলাফল উপহার দিতে হবে।'
সোমবার (১৪) মার্চ রাত ৮টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্যেশে রওয়ানা দেয়ার মধ্য দিয়ে উত্তরবঙ্গে দুইদিনের সরকারি সফর শেষ করেন। এর আগে তিনি রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছলে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর আওয়ামী লীগ নেতারা।
পরে তিনি লালমনিরহাট, দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করেন। সবশেষে ফেরার পথে তিনি সৈয়দপুর বিজ্ঞান কলেজে আসেন। তাকে পেয়ে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হয়েছেন বলে জানান অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।
টিটি/