নওগাঁয় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২
নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাইহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) ও একই গ্ৰামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলা ১২ টার দিকে কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার সাবাই হাট এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রিবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরদার রাস্তায় ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা গুরুতর আহত খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তার মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ঘটনা পর বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএফ/