তালাবদ্ধ প্রাথমিক বিদ্যালয়, বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা!
নেত্রকোনার সীমান্তে কলমাকান্দা উপজেলার ৭০ নং বিশাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে যায়। বিদ্যালয়টি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে অবস্থিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় ও সহকারী শিক্ষক মো. টিটন মিয়া। দীর্ঘদিন পর স্কুল খুললেও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শিক্ষার্থীরা স্কুলে এসে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে প্রায়ই বাড়ি ফিরে যায়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান। তাই শিক্ষকরা কাউকে তোয়াক্কা না করে উদাসীনভাবে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। এমনকি বিদ্যালয়টি একাডেমিক কার্যক্রম সমূহে মন্ত্রণালয়ের কোনো দিক নির্দেশনা মানছেন না বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি সারা দিন তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা যায়, শিক্ষক স্বল্পতা থাকলেও যারা রয়েছেন তারা খুবই উদাসীন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান জানান, একটি বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেননি। তিনি সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করবেন বলে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল বন্ধের বিষয়টি স্বীকার করেন। বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি জানান। তিনি তিন বছর পূর্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর শিক্ষক স্বল্পতার ঘাটতি পূরণের জন্য লিখিত আবেদন করেন বলেও দাবি করেন।
তবে শিক্ষক স্বল্পতার ঘাটতি পূরণের আবেদনের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা অস্বীকার করেছেন।
রংছাতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান জানান, প্রধান শিক্ষক এ ধরনের কর্মকাণ্ড ইতোপূর্বে আরও অনেক করেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ও উপরস্থ কর্মকর্তাদের অনুরোধ করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগমকে অবহিত করলে তিনি জানান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। এর সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করবেন।
টিটি/