সিরাজগঞ্জের ১৫ কিলোমিটারজুড়ে যান চলাচলে ধীরগতি
সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাশে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে যানবাহন চলছ ধীর গতিতে। মহাসড়ক সংস্কার কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকায় নতুন সেতুর কাজের জন্য মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) মহাসড়কের কড্ডার মোড় এলাকা হতে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকাতে ৪ থেকে ৫ কিলোমিটার যানজট রয়ে যাচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪ থেকে ৫ কিলোমিটার যানজট রয়েছে। এ ছাড়াও মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকেই মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
কেএফ/