পাবনায় পৌরসভার টিকাদানকারী খুন
পাবনার সুজানগরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলামিন হোসেন (২৫) নামে পৌরসভার এক টিকাদানকারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিনের বাড়ি সুজানগর পৌর এলাকার রাধানগর গ্রামে। তিনি পৌরসভার টিকাদানকারী পদে ছিলেন। এ ঘটনায় তার ভাই রজব আলী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (১৪ মার্চ) দুপুরে পাবনা আদালত থেকে দুইভাই আলামিন ও রজব বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আতাইকুলা থানার সাদুল্লাপুর নামক এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত রজব আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। হত্যার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জালাল উদ্দিন আরও জানান, আলামিন ও রজবের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা ও তার ভাই পৌর যুবলীগের সম্পাদক জুয়েল রানার। এর জেরে দুইপক্ষের মধ্যে মারামারিও হয়। এমন ঘটনায় তোফা ও জুয়েলের নামে মামলা করেন আল আমিন ও রজব। সেটি এখন বিচারাধীন।
এমএসপি