রাজশাহীতে শ্রমিক মৃত্যুর ঘটনায় ভবন মালিক গ্রেপ্তার
রাজশাহীতে নির্মাণ কাজের পাইলিংয়ের সময় পাশের প্রাচীর ধসে শ্রমিক মৃত্যুর ঘটনায় ভবন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ মার্চ) গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ভবন মালিক এন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় পাশের প্রাচীর ধসে নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলাম মারা যান। সাড়ে তিন ঘণ্টার উদ্ধার অভিযানে আরও ছয় শ্রমিককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে শ্রমিকদের কাজে নিয়োজিত করায় ওইদিন রাতেই নিহত শ্রমিকের পিতা মাহাতাব উদ্দিন বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ভবন মালিক এন্তাজ আলী পালাতক ছিলেন। সে ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলী বলেন, এ ঘটনায় নিহতের বাবার করা মামলার প্রেক্ষিতে ভবন মালিক এন্তাজকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে রবিবার (১৩ মার্চ) বিকাল নাগাদ পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
টিটি/