ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব: কুয়াকাটায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আচড়ে পড়ছে। এরইমধ্যে ঢেউয়ের তাণ্ডবে শরিফ নামের এক যুবক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) পটুয়াখালীর কুয়াকাটায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, কুয়াকাটার বেড়িবাঁধের বাইরের একটি বাড়ি থেকে আশ্রয় কেন্দ্র যাওয়ার চেষ্টা করে শরিফ নামের এক যুবক। পথে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে তার মৃত্যু হয়।
ভয়ংকর রূপ ধারণ করা ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল এরইমধ্যে প্লাবিত হতে শুরু করেছে।
এদিকে বিডব্লিউওটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিকের তুলনায় ৮-১০ ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। যা জোয়ারের সময় আঘাত হানলে উচ্চতা আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের দ্বীপ, বাগেরহাটের শরনখোলা, পিরোজপুরের বলেশ্বর নদী মোহনা, বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালি, বরিশালের নিচু এলাকা ও দ্বীপ, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের অদূরবর্তী দ্বীপগুলো এই জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতে পারে। সাধারণত ঘূর্ণিঝড় যেখানে আঘাত করে তার ডান পাশে তীব্রতা বেশি থাকে বলেও জানান তারা।