ঝালকাঠিতে ৪৭৭ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের অর্থায়নে ৬টি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের (আশ্রয়ন-২) ৪৭৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রত্যেকটি আশ্রয়ন কেন্দ্রে গিয়ে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদারসহ সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ ও আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪৭৭ পরিবার।
ঈদ উপহার সামগ্রী হিসেবে আশ্রয়ন প্রকল্পের ৪৭৭টি পরিবারের প্রত্যেককে সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ ও তরল দুধ বিতরণ করা হয়।
এসআইএইচ