মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যুতে মামলা, প্রেমিক গ্রেপ্তার

বরগুনার তালতলী উপজেলায় মারুফা আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কথিত প্রেমিক হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে পলাতক রয়েছে অন্য আসামিরা। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে মারুফার বড় ভাই সবুজ হাওলাদার মারুফার কথিত প্রেমিক হৃদয়, তার চাচা সোনা মিয়া ও ভাই সোলেমানসহ অজ্ঞাত আসামি করে তালতলী থানায় হত্যা মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় জাকির তবক মাদ্রাসায় আসা-যাওয়ার সুবাদে পার্শ্ববর্তী ঠংপাড়া এলাকার সুলতান পহলানের ছেলে হৃদয় পহলানের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তালতলীর ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে মারুফার (১৫)। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঠংপাড়ায় হৃদয় ও মারুফা দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মুখে মারুফাকে হৃদয়ের সঙ্গে সকালে বিয়ে দিবে-এ মর্মে হৃদয়ের চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমান উভয়কে নিজেদের জিম্মায় রাখেন।
এদিকে মারুফার ছোট বোন মারিয়া পরদিন সকালে বাড়ির পুকুর পাড়ে ফুল গাছে পানি দেওয়ার জন্য যায়। এ সময় বড় বোনকে পুকুর পাড়ে মৃত পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদুল ইসলাম জানান, নিহত মারুফার ভাই সবুজ বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআইএইচ
