প্রেমিকার টানে বরিশালে এসে ভারতীয় তরুণের মৃত্যু

বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে জাবেদ খান (২৯) নামে এক ভারতীয় তরুণের মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় অ্যাম্বুলেন্সেই ওই তরুণের মৃত্যু হয়। তিনি ভারতের উত্তর প্রদেশের হাসানপুরের বাসিন্দা বলে জানা গেছে।
জাবেদের প্রেমিকা জানান, হঠাৎ করে বুকে ব্যথা দেখা দিলে ১০ অক্টোবর বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় জাবেদকে। এরপর বুধবার ভোরে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে উঠানোর মুহূর্তে জাবেদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, ফেসবুকের মাধ্যমে তিন বছর আগে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। জাবেদ এর আগেও বরিশালে এসেছিলেন এবং সর্বশেষ আমার সঙ্গে দেখা করতে ৯ অক্টোবর বরিশালে আসেন। তবে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর পর সুরতহাল রিপোর্টে হাতে পায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে যে তার কিডনিতে সমস্যার পাশাপাশি লিভারেও অনেক সমস্যা ছিল। জাবেদ খান ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসেন এবং ৯ অক্টোবর লঞ্চযোগে বরিশালে আসেন ও নগরের একটি আবাসিক হোটেলে উঠেন। বর্তমানে তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের বরিশালে আসার কথা রয়েছে। তারা আসলে ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআইএইচ
