শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গরীব বলে ভালোবাসা সম্পর্ক মানেনা


জানো প্রিয়তমা আজ তোমার কথা ভীষণ মনে পড়ছে, প্রতিটা মুহূর্তে তোমার কথা স্মরন হচ্ছে কেনো জানাতো তুমি, সারাদিন তোমার সঙ্গে কথা বলা, তোমার সঙ্গে সারাদিন কাটানো, তোমার সঙ্গে সকাল বেলা নাস্তা করা, দুপুর বেলা লাঞ্চ করা, রাতের বেলা ডিনার করা সবকিছু যেনো হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেলো। তুমি ছাড়া কে বাহ্ বুঝবে এইসব কিছু, হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেলো প্রতিটা মুহূর্ত কেনো জানি তোমাকে ছাড়া বড় একেলা লাগে নিজেকে,লাগে নিজেকে বড় অসহায়। আজ তুমি কোথায় প্রিয়তমা কেমন আছো তুমি? আমি জানি তুমি ভালো নেই আমিও ভালো নেই, শুধু দুজন কষ্টে আছি,আছি এক জীবন যুদ্ধে,সময় যেনো স্বার্থপর হয়ে গেছে আমাদের সবকিছু জেনেও অবুঝ এই সময়,সময়ে সুখ সময়ে দুঃখ সময়ে কষ্ট কেনো জানি মনে হচ্ছে একটা খেলা হচ্ছে তোমার আমার মাঝে।কিন্তু সে খেলা খেলছে কে? না জানি তুমি না জানি আমি খেলা খেলছে কে আমাদের সঙ্গে? তোমাকে আমাকে কেনো দূরত্ব করার চেষ্টা করছে, কেনো জানি আমার কাছ থেকে দূরে সরানো চেষ্টা চালাচ্ছে কেনো জানি তোমার আমার মাঝে বড় দেয়াল দিচ্ছে কিন্তু যতকিছু করুন না কোনো লাভ নাই শুধু তুমি আমি ঠিক থাকলে সবকিছু ঠিক প্রিয়তমা।

আজ কিছুদিন থেকে হঠাৎ করে যেনো তোমার আমার মধ্যে এক বড় যুদ্ধ শুরু হয়েছে যে যুদ্ধ শুধু তোমার পরিবারের লোকজন আমার সঙ্গে লড়াই করছে কিন্তু আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি শুধু মাত্র তোমার জন্য প্রিয়তমা কারণ তোমাকে আমি ভালোবাসি এবং তোমার আমার সম্পর্ক মানবেনা কেনো? আচ্ছা একটা সরকারি চাকুরি জন্য কি একটা ভালোবাসা সমান হবে? কখনো একটা চাকুরীর কাছে ভালোবাসা সমান হবেনা ? সরকারি চাকুরি দিয়ে কি ভালোবাসা বিক্রি হয় সুখ শান্তি কি কিনে পাওয়া যায়? সবকিছু দিয়ে ভালোবাসা কিনে পাওয়া যায়না, ভালোবাসতে গেলে শুধু মন লাগে বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা দিয়ে ভালোবাসা সমান হবেনা এটা তোমার পরিবার কেনো বুঝেনা প্রিয়তমা? আচ্ছা আমি অযোগ্য কি আমার সবকিছু জানে বলেই কি আমি তোমার পরিবারের কাছে একটা অযোগ্য ব্যক্তি নাকি পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই বলে আমি তোমার পরিবারের কাছে অযোগ্য? প্রিয়তমা তুমি সবকিছু জানো এবং আমাকে ভালোবাসো বলেই তুমি আজও তোমার পরিবার কে বুঝিয়ে চলছো এবং যেভাবে তোমাকে টর্চার করছে কিন্তু এটা কি বাবা মা বুঝেনা যে তার মেয়ে একজনকে ভালোবাসে তার সাথে বিয়ে হলে তাকে সুখে রাখবে নাকি কষ্টে রাখবে এটা কি তারা বুঝেনা নাকি? শুধু কি ভালো বাড়ি আর টাকা পয়সা সম্পত্তি থাকলেই কি মেয়ে সুখে থাকে কে বলেছে? একটা গরীব ঘরে কি মানুষ সুখে শান্তিতে বসবাস করছে না এইসব কে বুঝাবে তার পরিবার কে? একটা ভালোবাসা মানুষকে যখন বাবা মা সম্পর্ক মানেনা পরিবার অনেক কিছু আশা করে ভালো ছেলে নিবো ভালো পরিবার নিবো ছেলে চাকুরিজিবী নিবো টাকা পয়সা সম্পত্তি ছেলের সঙ্গে বিয়ে দিবো এই সব বাবা মা আশা করে কিন্তু এটা কেনো আশা করেনা যে তার মেয়ে কাওকে ভালোবাসে তার সাথে বিয়ে দিলে তারা সুখ শান্তিতে বসবাস করবে কখনো তার ভালোবাসা মানুষটিকে কষ্টে রাখবেনা এটা কেনো বুঝেনা বাবা মা?

বাবা মা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটা ভালোবাসা সম্পর্ক একটা সরকারি চাকুরি বাহ্ টাকা পয়সা সম্পত্তি থাকলেই এই ভালোবাসার কাছে সমান নয়, বাড়ি গাড়ি সম্পত্তি থাকলেই যে মানুষ সুখ পাই কে বলেছে? একটা গরীব ঘরে যেয়ে কি মানুষ সুখে থাকেনা বলুন? একটা ভালোবাসার মানুষ যখন আপনার মেয়েকে বিয়ে করে তার জীবন সঙ্গী করবে তারা দুজন কেমন থাকতে পারে একটু ভেবে দেখুন ? যে ভালোবাসার জন্য প্রতিটা মুহূর্ত জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে এবং আপনার পরিবারে শুধু আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে একটু ভেবে দেখুন কেনো আমাকে নিয়ে ঝামেলা করছে আপনার মেয়ে? মা বাবা কেনো করছেন জানেন? শুধু মাত্র আমাকে ভালোবাসে এবং আমাকে নিয়ে তার হাজারো স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে বাঁচতে শিখেছে একটু ভেবে দেখুন শুধু? একটা ভালোবাসা মানুষকে দূরে না সরিয়ে অন্যের হাতে না তুলে ভালোবাসার মানুষের হাতে তুলে দেন দেখুন আপনার সেই লক্ষী মেয়েটি কেমন সুখে থাকে আপনি যেমন ছেলে চাইছেন তাকে একটু সুযোগ দেন আপনি যেমনটা আশা করছেন সেই ছেলে এমন কিছু করে দেখাবে যাহ আপনি কল্পনা করতে পারবেন না, হয়তো আজ আমার কুড়ে ঘর আছে এই কুড়ে ঘরটি কি কখনো পরিবর্তন হবেনা ভাবছেন? আজ আমি বেকার আছি বলে কি আমি কখনো চাকুরি করবনা ভাবছেন? এইসব এখন ভাববেন এটাও ভাবতে পারেন যে আপনার লক্ষী মেয়েটিকে বিয়ে করে কি খাওয়াবো তবে হ্যা আপনার মেয়েকে চালাবার মতো আমার সামর্থ্য আছে আপনার মেয়েকে সুখ শান্তিতে রাখার মতো আমার সামর্থ্য আছে একটা ভালোবাসা মানুষকে কখনো ভালোবাসা মানুষটি কষ্টে রাখেনা একটু ভেবে দেখুন আমার কথাগুলো? আপনি যদি আমার সঙ্গে বিয়ে না দিয়ে অন্যের সঙ্গে বিয়ে দেন আপনি কি ভাবছেন আপনার মেয়ে সুখে থাকবে? আপনি কি ভাবছেন আপনার মেয়ের বিয়ে দিলে তার ভালোবাসা মানুষকে ভুলে যাবে? আপনি কি ভাবছেন আপনার মেয়ের বিয়ে দিলে আপনাদের মাথা থেকে বোঝা কমে যাবে? আপনি কি ভাবছেন একটা সরকারি চাকুরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে?আপনি কি ভাবছেন আপনার মেয়েকে জোর করে অন্যের সাথে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সুখ শান্তিতে আপনারা থাকবেন ভাবছেন? আপনি যতই কিছু করেন না কেনো সে কখনো সুখে থাকবেনা শুধু কষ্টে থাকবে এবং কি আপনার মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হবে আপনি বিয়ে দিয়ে আপনাদের মাথা থেকে বোঝা কমে যাবে কিন্তু সারাজীবন কষ্ট চোখের পানি বয়ে যাবে আপনার মেয়ের জন্য একটু ভেবে দেখুন কথাগুলো? যে মানুষটিকে নিয়ে আপনার মেয়ে স্বপ্ন দেখেছে যে মানুষটিকে নিয়ে আপনার মেয়ে সুখ শান্তি দেখেছে সে ভালোবাসার মানুষটিকে ছাড়া অন্যের সাথে কিভাবে সংসার করবে বলুন?।যখন বাবা মা আপনারা বেশি চাপ দেন তখন কিন্তু অনেক কিছু করতে বাধ্য করেন যেমন নিজের শরীরে আঘাত করা বিষ খাওয়া ছেলের সঙ্গে পালিয়ে যাওয়া এবং কি দুনিয়া থেকে বিদায় নেয়া মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করেন, একটা ভালোবাসা সম্পর্ক যখন আপনারা মেনে নিতে চাননা তখন কিন্তু প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করতে বাধ্য করে তখন না থাকে পরিবারের ঝামেলা না থাকে কোনো পথের কাটা তখন বুঝেন আপনারা মেয়ে হারা ছেলে হারা যন্ত্রণা কি? বেঁচে থাকতে মানুষকে বুঝেন না? যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায় তখন বুঝেন কেনো এই ভালোবাসা সম্পর্ক মেনে নেননা, ভালোবাসা সম্পর্ক কখনো টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি দিয়ে সমান হবেনা একটু ভেবে দেখুন কথাগুলো?

আজ আপনার হয়তো বাড়ি আছে গাড়ি আছে আছেন সুখ শান্তিতে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এইসব করতে কত দীর্ঘ সময় লেগেছে ? কিন্তু আপনি যদি একটি প্রেমিককে কোনকিছু করার সুযোগ না দেন তাহলে সে প্রেমিক কিভাবে আপনাকে প্রমাণ দিবে সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে? প্রত্যেক প্রেমিক চাই তার প্রিয় মানুষটিকে সুখে রাখতে কেউ দুঃখে রাখতে চাইনা কিন্তু বাবা মা আপনারা কেনো বুঝেন না এই ভালোবাসা সম্পর্কের কথাগুলো? সবাই সুখ শান্তিতে বসবাস করতে চাই কেউ দুঃখে বসবাস করতে চাইনা। আপনি এইটুকু ভাবেন যাকে ভালোবাসে তাকে কি কখনো কষ্টে রাখতে পারে আপনার কি মনে হয় বলুন? আপনি আপনার মেয়েকে মানুষ করেছেন কখনো তো বিন্দু মাত্র কষ্টে রাখেন নাই ঠিক তেমনি আপনার মেয়েকে যে ভালোবাসে সে কি বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারে নাকি সুখ শান্তিতে রাখতে পারে আপনার কাছে কোনটা মনে হয়? একটা ভালোবাসা সম্পর্ক অন্যের হাতে তুলে ভালোবাসাকে হত্যা করিয়েন না বাহ্ আপনার মেয়েকে পৃথিবী থেকে হারাবেন না কেননা ভালোবাসা মানুষটিকে না পেলে ভালোবাসার জন্য আপনার মেয়ে জীবনকে উৎসর্গ করতে তার একটুও ভয় নাই সে যেকোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে ভালোবাসার জন্য একটু ভেবে দেখুন কথাগুলো?। প্রত্যেক পরিবার এক না কেউ মেনে নিবে আবার কেউ মেনে নিবেনা এটাই স্বাভাবিক কিন্তু যখন ভালোবাসা সম্পর্ক পরিবার মানবেনা তখন পালিয়ে যেতে বাধ্য করে এবং পালিয়ে যেয়ে তার ভালোবাসা মানুষটিকে বিয়ে করে এবং তাকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করে তবে ভালোবাসা সম্পর্ক যদি আপনি হত্যা করেন তাহলে আপনি দুটি লাশ পেতে পারেন এক আপনার মেয়ের এক আপনার মেয়ের ভালোবাসা মানুষটির কেননা এই মৃত্যুর জন্য দায়ী আপনারা থাকবেন।

ভালোবাসা কোনো অপরাধ নয় তবুও কেনো অপরাধী করে? টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি সরকারি চাকুরি ভালোবাসার কাছে সমান কি? যেকিনা ভালোবাসা সম্পর্কের কাছে তুলনা করে পরিবার? একটা কুড়ে ঘরে কি সুখ নাই নাকি একটা কুড়ে ঘরে শান্তি নাই কোনটা মনে করে? যার ফলে ভালোবাসা সম্পর্ক সবকিছু দিয়ে তুলনা করে এইটুকু কি ভাবেনা যে মানুষটির জন্য পাগলের মত চিৎকার করে ভালোবাসা মানুষটিকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই তাকে না পেলে মরে যাবো হাজারো চিৎকার করে বলে তবুও কেনো পরিবার ভালোবাসা সম্পর্ক মানেনা? যখন সম্পর্ক মানেনা ঠিক তখনি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নায় যা আর কখনো ফিরে আসবেনা একটু ভাবুন সবাই ভালোবাসা কাকে বলে শুধু টাকা পয়সার বাড়ি গাড়ি সম্পত্তি থাকলেই সুখ শান্তিতে থাকেনা একটু ভাবুন মানুষ ছোট থেকে ধীরে ধীরে বড় হয় একবারে মানুষ বড় হয়না।

আমার প্রিয়তমা আমার কথা বলায় আপনারা তাকে অনেক টর্চার করেছেন অনেক মারধর করেছেন অনেক কিছুই করছেন কিন্তু তার মন থেকে তার ভালোবাসা মানুষটিকে কখনো মুছে দিতে পারবেন না তার ভালোবাসা কে কখনো দূরত্ব করতে পারবেন না হ্যাঁ আপনি অন্যের হাতে তুলে দিতে পারেন কিন্তু কতদিন রাখবেন আপনার মেয়েকে ঠিক সময় হলে সে ভালোবাসা মানুষটির কাছে ছুটে চলে আসবে এবং তখন সে তার পরিবার কে চিনবেনা না থাকবে বাবা মা না থাকবে কেউ শুধু থাকবে তার ভালোবাসা মানুষ আর ভালোবাসা মানুষের পরিবার তখন আপনাদের মান সন্মান কোথায় থাকবে কোথায় দেখবেন সেইটাই দেখা যাবে সময় হলে শুধু সময়ের অপেক্ষা করুন একটা ভালোবাসা সম্পর্ক কখনো ছিন্ন করতে পারবেন না সেই যতই যা করেন না কেনো আপনার মেয়ে আর আমি ঠিক থাকলে সবকিছু ঠিক এবং আল্লাহ্ তাআলা সহায় থাকলে হাজারো বাঁধা আসুক সে সব বাধা অতিক্রম করে ঠিক ভালোবাসা মানুষকে নিয়ে আসবো শুধু সময়ের অপেক্ষা একটা ভালোবাসা সম্পর্ক মাঝে হাজারো বাঁধা আসে সেসব বাঁধা অতিক্রম করে তার ভালোবাসা মানুষটিকে জীবন সঙ্গী করে নিবে সেই হবে সাফল্য ব্যক্তি যেটা আমি মনে করি।

আমি ঠিক সময় মতো আমার প্রিয়তমা কে আমার জীবন সঙ্গী করে নিয়ে আসবো তবে যত বাধা আসুক না কেনো সব বাধা মোকাবেলা করতে আমি সক্ষম কিন্তু কখনো ভালোবাসা মানুষটি হারাবো না এবং আমার প্রিয়তমা আমাকে হারাবে না দুজন দুজনকে না পেলে দুজন দুনিয়া থেকে একবারে চিরবিদায় নিয়ে নিবো তখন বুঝবে সবাই, ভালোবাসা মানুষটিকে কে ছাড়া অন্য কাওকে বিয়ে করা দুজনের পক্ষে সম্ভব না কখনই সম্ভব না সে যদি ভালোবাসার জন্য জীবন দিতে হয় তবে দুজন প্রস্তুত কিন্তু ভালোবাসা মানুষটিকে কে জীবন সঙ্গী হিসেবে না পেলে অন্যের জীবন সঙ্গী হবার আগে আত্মহত্যা করতে বাধ্য এবং আমাদের আত্মহত্যা জন্য দায়ী থাকবে সেসব মানুষ যেসব মানুষ আমাদের ভালোবাসা সম্পর্ক মানেনি নিজ হাতে লিখিত দিয়ে সব জায়গাতে ভাইরাল করে তার পরে আত্মহত্যা করে চলে যাবো দুনিয়া ছেড়ে না থাকবে কোনো ঝামেলা না থাকবে কারো চিন্তা?।

প্রিয়তমা দুজন দুজনকে জানি কতটা ভালোবাসি দুজন দুজনকে চিনি কে কেমন আমাদের মধ্যে এক বড় জীবন যুদ্ধ চলছে যতই যা কিছু করুক না কেন তুমি আমি ঠিক থাকলে সবকিছু ঠিক না পারবে তোমার থেকে আমাকে আলাদা করতে না পারবে আমার থেকে দূরে সরে দিতে পাবেনা প্রিয়তমা তুমি আমি ঠিক থাকলে হাজারো আঘাত আসুক আঘাত সহ্য করার মতো আমাদের ধৈর্য আছে তবুও আমরা ভেঙে পড়বো না যতই আঘাত করুক এই বড় যুদ্ধে আমরা জয় লাভ করবো ইনশাল্লাহ এবং যতই বাঁধা আসুক না কেনো সব বাঁধা অতিক্রম করে তোমাকে নিয়ে আসবো প্রিয়তমা এবং তোমাকে বিয়ে করে আমরা নতুন জীবন শুরু করবো ইনশাআল্লাহ।



ডিএসএস/ 

Header Ad
Header Ad

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হন দুইজন, অন্যদিকে বৃহস্পতিবার রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন।

নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

Header Ad
Header Ad

মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়ে আলোচনা না করতে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগ উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের আল্টিমেটাম দেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এমন আল্টিমেটাম দেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‌‌‘যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি, কোনো ছাত্রসংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, কবরস্থান, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের আমরা ১৭ জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলব, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জোবায়ের বলেন, ‘ঢাবি শিক্ষার্থীরা হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং নতুন করে যদি দানব তৈরি হয় শিক্ষার্থীরা তাদের পালাতে বাধ্য করবে। ঢাবি শিক্ষার্থীরা আর কোনো দানবকে দেখতে চায় না। ছাত্রদল যখন দেখেছে তারা ডাকসুতে জিততে পারবে না, তখন তারা ভিসি স্যারের সঙ্গে উচ্চবাচ্য করার সাহস দেখিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই প্রশাসনের সঙ্গেই আছি। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বক্তব্যের শুরুতেই ছাত্রদল কর্তৃক হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, উপাচার্যকে অপমান করার মাধ্যমে ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়কেই অপমান করেছে। উপাচার্যকে ৭২ ঘণ্টার মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না।

Header Ad
Header Ad

বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে, সাবেক সরকারের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দুদকের কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএফআইইউ-এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে তার বিরুদ্ধেও মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্রের বিরুদ্ধে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। এছাড়া বিদেশে পালানোর আশঙ্কায় সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি, সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা