ভালোবাসা দিবসের গল্প লেখা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আজহার মাহমুদের ‘আমি তোমার অপেক্ষায় আছি’, গল্পটি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আনিকা রাইশা হৃদির ‘আমার সীমান্ত’ এবং তৃতীয় হাসান টুটুলের ‘গবেষণা ক্ষেত্র’ গল্পটি।
ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার জন্য গল্প আহ্বান করা হয়। এরপর থেকে শতাধিক গল্প আসে ঢাকাপ্রকাশ-র কাছে। সেসব গল্প থেকে ১৮টি গল্প বাছাই করে প্রতিযোগিতার মনোনয়ন কমিটি। এর মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গল্প নির্বাচন করা হয়।
মনোনয়ন কমিটির প্রধান ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল বলেন, ‘অনেক গল্প পেয়েছি। অধিকাংশ গল্পই ভালো লেগেছে। অনেক সমৃদ্ধ লেখা পেয়েছি আমরা। এর মধ্য থেকে ১৮টি গল্প বাছাই করা হয়। পরে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার নির্বাচন করা হয়।’
নির্বাচিত গল্পগুলোর মধ্যে প্রথম তিনটি মঙ্গলবার ভালোবাসা দিবসে ঢাকাপ্রকাশ-এর বিশেষ আয়োজনে প্রকাশ করা হয়।
মনোনীত গল্পগুলো হলো-
* নাইম হাসান রিদয়-ভালোবাসার পরিবর্তন
* ইমরান হোসাইন আদিব-এই সিনিয়র
* মাঈন উদ্দীন-তুলিতে আঁকা ভালোবাসা
* মোহাম্মদ রায়হান-অতসী
* রাশেদুজ্জামান রাশেদ-স্টেশনের প্রেম
* মুজাহিদ বিল্লাহ-শেষ ট্রেন
* জিএম জাকির হুসাইন-তুমি আমার জীবন গল্পের অভিশপ্ত এক বেইমান
* মোকাদ্দেস-এ-রাব্বী-তর্জনী ধরি অনামিকার লোভে
* মো. আহমাদুল্লাহ আহমাদ-নাম না জানা মেয়েটি
* প্রকাশ চন্দ্র রায়-আই লাভ ইউ
* আখতারুল ইসলাম খোন্দকার-হঠাৎ এলো বৃষ্টি
* আফছানা খানম অথৈ-ভালোবাসার টান
* মো. হামিদুর রহমান-স্কুলের প্রেম
* কামরুল হাছান মাসুফ-ফুলের বাগান
* তাহমিনা আক্তার-পাওয়ার আকাঙ্ক্ষা
সবাইকে ঢাকাপ্রকাশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশেষ দ্রষ্টব্য: ঢাকাপ্রকাশ-এর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই গল্প পাঠিয়েছিলেন। চমৎকার গল্পও লিখেছেন। কিন্তু কর্তৃপক্ষ নিজস্ব দপ্তরের কাউকে পুরস্কৃত করতে না পারায় দুঃখ প্রকাশ করছে।
এসজি/এমএমএ/