শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

ছবি: সংগৃহীত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

হিন্দুধর্মাবলম্বীরা জানান, ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি, পূজারি-ভক্তদের পূজা অর্চনা কেবলই আজ দেবী দুর্গার বিদায়ের কথা বলছে। অশ্রুসজল চোখে দেবীকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর।

তারা আরও জানান, শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ। তবে প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হবে আজ।

জানা গেছে, বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

এদিকে, বিজয়া শোভাযাত্রা উৎসবমুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রস্তুত রয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইমসিন ও সোয়াত টিম।

রাজধানীতে বিসর্জন শোভাযাত্রার সম্ভাব্য রুট


ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়ে পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান-নবাবপুর লেভেল ক্রসিং-নবাবপুর রোড-মানসী হল ক্রসিং-রথখোলার মোড়-রায়সাহেব বাজার মোড়-শাঁখারিবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এ ছাড়া সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Header Ad
Header Ad

অবশেষে নতুন চুক্তি সালাহর, লিভারপুলে থাকছেন ২০২৭ পর্যন্ত

মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই দেখা যাবে তাকে।

৩২ বছর বয়সী এই তারকার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি গ্রীষ্মে। তিনি নিজেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন যে, এটি হতে পারে তার লিভারপুল ক্যারিয়ারের শেষ মৌসুম। তবে শেষ পর্যন্ত ক্লাবের নতুন কোচ আর্নে স্লটের অধীনে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সালাহর নতুন চুক্তির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস এই আলোচনার নেতৃত্ব দেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন সালাহর এজেন্ট রামি আব্বাস ইসার সঙ্গে। বিভিন্ন সূত্রে শোনা গেলেও, ইএসপিএন জানিয়েছে—বেতন কমানোর কোনো শর্ত ছিল না আলোচনায়।

নতুন চুক্তি সইয়ের পর সালাহ বলেন, “অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের এখন দারুণ একটা দল আছে। আমি বিশ্বাস করি, আমরা আরও ট্রফি জিততে পারব এবং আমি আমার ফুটবল উপভোগ করতে পারব।” তিনি আরও বলেন, “এখানে আমার সেরা সময় কেটেছে। আমি আট বছর খেলেছি, আশা করছি সেটা দশ বছরে পৌঁছাবে। এখানে জীবন ভালো কাটছে, ফুটবলও উপভোগ করছি।”

২০১৭ সালে ইতালির রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। প্রায় ৪০০ ম্যাচে অংশ নিয়ে জিতেছেন সাতটি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে তার গোল সংখ্যা ৩২টি, যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।

লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ের লড়াইয়ে এ মৌসুমে সবচেয়ে বড় ভরসা ছিলেন সালাহ। মার্চে সাউদাম্পটনের বিপক্ষে তার জোড়া গোল তাকে লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

চলতি গ্রীষ্মে চুক্তি শেষ হতে যাওয়া তিনজন খেলোয়াড়ের মধ্যে সালাহই প্রথম, যিনি নতুন করে চুক্তি করলেন। বাকি দুই তারকা ভার্জিল ভ্যান ডাইক এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে ভ্যান ডাইক জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলছে।

Header Ad
Header Ad

পহেলা বৈশাখের শোভাযাত্রায় হাসিনার মুখাবয়ব

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণকে ঘিরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শোভাযাত্রা। তবে এবার এই শোভাযাত্রায় থাকছে নতুন মাত্রা—শুধু নাম পরিবর্তনই নয়, প্রতীকের দিক থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

দীর্ঘদিন ধরে “মঙ্গল শোভাযাত্রা” নামে পরিচিত এই আয়োজনের নাম নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, “মঙ্গল” শব্দটির মধ্যে সর্বজনীনতা নেই এবং এতে বাংলার আপামর মানুষের সংস্কৃতির পরিপূর্ণ প্রতিফলন ঘটে না। সেই সঙ্গে শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীককেও সাংস্কৃতিক আগ্রাসনের নিদর্শন হিসেবে আখ্যা দেওয়া হয়।

বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে এই আয়োজন হবে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” নামে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে আয়োজিত বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

এবারের শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত একটি মুখাবয়ব, যেটি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছে। মুখাবয়বটির দুপাশে থাকবে শিংয়ের মতো অংশ। এছাড়া “জুলাই বিপ্লব”-এর প্রতীক হিসেবে একটি ১৫ ফুট উচ্চতার পানির বোতলের আদলও থাকবে, যার মধ্যে থাকবে আরও অনেক ছোট পানির বোতল শহিদদের স্মরণে।

জুলাই বিপ্লবের পর এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে শোভাযাত্রার প্রতীক ও বার্তায় এসেছে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ছাপ।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এখন শুধুমাত্র সাংস্কৃতিক উৎসব নয়, বরং এটি হয়ে উঠছে সময়ের প্রতিচ্ছবি এবং জনগণের অনুভূতির প্রতিফলন।

Header Ad
Header Ad

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল ওপেনএআই

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, মাস্ক অসৎ ও দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করে নিজের স্বার্থে ওপেনএআই-এর ব্যবসায় হস্তক্ষেপ করছেন এবং এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এমনটাই জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, ২০১৫ সালে ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। তবে ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে যান। এর আগে গত বছর মাস্ক একটি মামলার মাধ্যমে অভিযোগ করেছিলেন, স্যাম অল্টম্যান ও তাঁর দল করপোরেট কাঠামো পরিবর্তনের মাধ্যমে ওপেনএআই-এর মূল উদ্দেশ্য থেকে সরে আসছে।

বুধবার এক বিবৃতিতে ওপেনএআই জানায়, “ইলন মাস্ক তাঁর ব্যক্তিগত সুবিধার্থে ওপেনএআইকে ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুর্নীতিমূলক কৌশল চালাচ্ছেন। তাকে থামাতেই আমাদের এই পাল্টা মামলা।”

এদিকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে দায়ের হওয়া মামলাটির বিচার শুরু হবে ২০২৬ সালের মার্চে—এমন নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স। তিনি এর আগে মাস্কের করা একটি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন, যেখানে মাস্ক চেয়েছিলেন ওপেনএআই-এর অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর স্থগিত রাখতে।

এই মামলাকে সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান দ্বন্দ্বের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবশেষে নতুন চুক্তি সালাহর, লিভারপুলে থাকছেন ২০২৭ পর্যন্ত
পহেলা বৈশাখের শোভাযাত্রায় হাসিনার মুখাবয়ব
ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল ওপেনএআই
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক
বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বড় পতন, রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৭ দেশ, বাড়ছে বিশ্বজনমত
মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীনের পাল্টা জবাব
নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো
পুলিশের চাকরি পেতে সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন: সারজিস
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণশুনানির প্রস্তুতি শুরু
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
মঙ্গল শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ‘চোর’ বললেন সিদ্দিকী নাজমুল
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র‌্যালি
মিঠাপুকুরে দিনদুপুরে অটো ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে ধরা ৩ জন
দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের চার অঞ্চলে