বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু
সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের মসজিদে কুবা কমপ্লেক্সের আয়োজনে দুই দিনব্যাপী (১৭-১৮ ডিসেম্বর) এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় মসজিদে কুবার সভাপতি জি এম নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, মসজিদে কুবা কমিটির উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ আরও অনেকে।
সর্ববৃহৎ এই কোরআন শরীফটির লেখক সাতক্ষীরার হাবিবুর রহমান জানান, ১১ ফুট দৈর্ঘের ও ১৭ ফুট ৪ ইঞ্চি প্রস্থের বিশ্বের বর্সবৃহৎ হাতে খেলা এই কোরআন শরীফটি লিখতে তার সময় লেগেছে দীর্ঘ ৬ বছর ৮ মাস ২৩ দিন। অক্লান্ত পরিশ্রম করে তিনি ১৪২ পাতার লিখেছেন ৬ হাজার ৬৬৬টি আয়াত। আর বৃহৎ এই কোরআন শরীফটির ওজন হয়েছে ৪০৫ কেজি।
এব্যাপারে আয়োজক কমিটি জানান, বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা এই কোরআন শরীফটির প্রদর্শনী উদ্বোধনের খবর চারিদাকে ছড়িয়ে পড়ার সাথে সাথে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ পুরষ ও মহিলারা এটি দেখতে আসছেন। এখানে আগত মহিলাদের জন্য পর্দাসহ দেখার ব্যবস্থা রয়েছে।
এএজেড