জন্মলগ্নের শুভ কামনা প্রিয় ঢাকাপ্রকাশ
মানুষ সত্যের ভিত বলে থাকে গণমাধ্যমকে। কারণ আমরা বিভিন্ন জায়গার সংবাদ প্রথমেই গণমাধ্যমে পেয়ে থাকি। অজানা খবরের প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয় গণমাধ্যম থেকে। গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সব ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রচার মাধ্যম যা ইলেক্ট্রনিক মিডিয়া নামে পরিচিত, বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলী প্রেরণ করে। মুদ্রিত মাধ্যম হিসেবে সংবাদপত্র, সাময়িকী, নিউজলেটার, বই, লিফলিটে বিষয়বস্তু তুলে ধরা হয়। গণমাধ্যম হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ।
তথ্য সূত্রে জানা যায়, ঢাকাপ্রকাশ নামক একটি পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা যেটা ১৮৬৫ সালে এপ্রিলে স্বনামধন্য কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয়। কোনো কারণে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। একই নামে ঢাকাপ্রকাশ (dhakaprokash24.com) নামক মাল্টিমিডিয়া নিউজপোর্টাল ২০২১ সালে ১লা ডিসেম্বর মোস্তফা কামাল এর সম্পাদনায় নতুন আঙ্গিকে প্রচারে আসে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে 'সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি' স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং খাঁটি সংবাদ পরিবেশন শুরু করে ঢাকাপ্রকাশ।
‘ঢাকাপ্রকাশ’ বর্তমানে একটি আলোচিত মাল্টিমিডিয়া নিউজপোর্টাল। ৭ লক্ষের অধিক পাঠকের পছন্দের তালিকায় ঢাকাপ্রকাশ।
ঢাকাপ্রকাশের জনপ্রিয়তার কারণ হলো মাল্টিমিডিয়া নিউজপোর্টালের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করা, যা আমরা 'ঢাকাপ্রকাশ' পোর্টালের মধ্যে পেয়ে থাকি। গণতান্ত্রিক নিয়মগুলোকে কার্যকরভাবে টিকিয়ে রাখতে ও জনগণের মতামতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে ঢাকাপ্রকাশ।
ঢাকাপ্রকাশ জনগণের সেবায়। তাই, নিউজগুলো জনসাধারণের কাছে সমাদৃত হয়।
মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের লক্ষ্য হল আইনের শাসন, মানবাধিকার, লিঙ্গ সমস্যা, জাতীয় স্বার্থ, সংবাদপত্রের স্বাধীনতা, স্বচ্ছতা ও প্রশাসন এবং বাণিজ্য ও শিল্পের জগতের লোকেদের জবাবদিহিতা, যা সংবাদপত্র আপোস করেনি, সেটাও ঢাকাপ্রকাশের মধ্যে প্রকাশ পায়।
সংবাদ প্রতিবেদনের পাশাপাশি, নিউজপোর্টালটি দেশ ও বিদেশের কর্মীদের, অন্যান্য পেশাদার এবং প্রতিভাধরদের দ্বারা বিশেষ প্রতিবেদন, মানব-আগ্রহের গল্প, বৈশিষ্ট্য, নিবন্ধ, প্রবন্ধ এবং সাহিত্য প্রকাশ করে। এক কথায় ‘ঢাকাপ্রকাশ’ নিউজপোর্টালটির এ সব প্রকাশে কোনো কমতি নেই।
ঢাকাপ্রকাশের আমি একজন নিয়মিত পাঠক। ঢাকাপ্রকাশ মাল্টিমিডিয়া নিউজপোর্টালের প্রচারণায় আমরা সহজেই যতটুকু পেয়েছি—
১ বছরে তাদের অগ্রগতি দেখে প্রকাশ পায় যে নিঃসন্দেহে ভালো মানের একটি নিউজপোর্টাল। সংবাদ জগতে সেই প্রতিষ্ঠান এগিয়ে, যে প্রতিষ্ঠান আগে সংবাদ প্রকাশ করে থাকে, সেই দিক থেকে ঢাকাপ্রকাশ অন্যতম।
ঢাকাপ্রকাশে সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাই। অনেক পোর্টালের আগে সংবাদ আমাদের কাছে চলে আসে।
ঢাকাপ্রকাশের লেখার ভাষা অনেক মার্জিত। নিউজপোর্টালটি জাতীয় এবং আন্তর্জাতিকসহ বিভিন্ন আইটেমের অডিও এবং ভিজ্যুয়াল প্রকাশ করে। নিউজপোর্টালটি তার ই-পেপারের মাধ্যমেও সংবাদ প্রকাশ করে।
ঢাকা প্রকাশের অগ্রগতিকে সাধুবাদ জানাই। হয়ত এমন কিছু করতে পারলে ঢাকাপ্রকাশের পরিচিতি আরও বেশি হতে পারে। মতামত হলো—
*মাল্টিমিডিয়ার যে সকল প্রতিনিধি রয়েছেন তাদের সহযোগিতায় নিউজপোর্টাল কর্তৃপক্ষের পাশে থাকা।
*প্রতিটি জেলা, থানা/উপজেলা, বিশ্ববিদ্যালয়, বন্দরসহ প্রয়োজনীয় স্থানে প্রতিনিধি নিয়োগ করা।
*সত্য তথ্যের সন্ধানে প্রতিনিধিদের উদ্বুদ্ধ করা।
*পোস্টার, লিফলেট, স্টিকারের মাধ্যমে প্রচারণা বাড়ানো।
*বছরে অন্তত একটি সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা।
*ফটো কনটেস্টের আয়োজন করা।
*প্রতিনিধিদের সঙ্গে প্রতি মাসে সম্পাদক/অফিস কর্তৃপক্ষের যোগাযোগ রাখা, এতে প্রতিনিধিদের মনোবল বাড়ে।
*বর্ষসেরা প্রতিনিধিদের পুরস্কৃত করা।
*বিশেষভাবে সঠিক তথ্য সংগ্রহের লক্ষে ঘটনা স্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করা এবং পাশাপাশি কপি সংবাদ সংগ্রহ না করার অনুরোধ।
*সম্মানীর ব্যবস্থা করা।
*ন্যূনতম এইচএসসি পাশ ব্যক্তিদের প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করা।
লেখক:শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলোজি খুলনা।
আরএ/