শাহজালালে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার ও বিশ্রাম ব্যবস্থা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নত করতে প্রতিনিয়ত কাজ করছে। বিশেষ করে প্রবাসী যাত্রীদের জন্য নতুন সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া।
মঙ্গলবার বেবিচকের সদর দপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, "শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রীর চাপ সামলাতে হচ্ছে। তবে বেবিচক যাত্রী সেবা উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বেবিচক চেয়ারম্যান আরও জানান, প্রবাসী যাত্রীদের জন্য আগামী এক মাসের মধ্যে বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জ চালু করা হবে। সেখানে দূরবর্তী অঞ্চল থেকে আসা প্রবাসী যাত্রীরা বিশ্রাম নিতে পারবেন এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দরে আরও আরামদায়ক সেবা পাবেন।
সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সহ-সভাপতি রাজীব ঘোষ, এবং সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যরা।
এই উদ্যোগের ফলে প্রবাসী যাত্রীরা বিমানবন্দরে যাত্রার আগে ও পরে আরও সুবিধাজনক পরিবেশে তাদের সময় কাটাতে পারবেন।