বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন প্রবাসীরা’

বাংলা‌দেশ সরকা‌রের পক্ষ প্রপ্রবাসীদের সবসময় আহ্বান জানা‌নো হয় দে‌শে বি‌নি‌য়োগ করার জন্য। সরকার প্রধান ও মন্ত্রীদের আহ্বা‌নে সাড়া দি‌য়ে‌ প্রবাসীরা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেছেন ছেন শত শত কো‌টি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রবাসী বি‌নি‌য়োগকারী‌দের অর্থ আত্নসাতের পাশাপা‌শি মামলা, গ্রেপ্তার ক‌রে হয়রা‌নির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এ কার‌ণে দে‌শে বি‌নি‌যো‌গে আগ্রহ হা‌রি‌য়ে ফেলার পাশাপাশি ও ক্ষোভও প্রকাশ ক‌রে‌ছেন প্রবাসীরা।

গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত পরিচালককে গ্রেপ্তার করা হয় গত ২১সেপ্টেম্ভর।

রাজধানী ঢাকার মতিঝিলের ‘হোমল্যান্ড লাইফ’র প্রধান কার্যালয় থেকে তা‌দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই ব্রিটিশ নাগরিক এবং দেশ‌টির প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হোমল্যান্ড লাইফ ই‌ন্স্যু‌রেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক যথাক্রমে আব্দুর রব, কামাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল আহাদ, জামাল উদ্দিন মখদ্দুস ও আব্দুল হাই।

এই ব্যবসায়ীরা হোমল্যান্ড লাইফ ইন্স্যু‌রেন্স কোম্পািন ছাড়াও দে‌শে নানা ব্যবসায় কো‌টি কো‌টি টাকা বি‌নি‌য়োগ ক‌রে‌ছেন।

সংশ্লিষ্টরা জানান, এই সাত পরিচালক প্রবাসে থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে গড়ে তোলেন হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

প্রতিষ্ঠানটি পরিচালনা করেন চেয়ারম্যান ও সিইও। তারাই সবকিছু দেখভাল করেন। ‌বি‌ভিন্ন সম‌য়ে প্রবাসী প‌রিচালকরা কোম্পানির অ‌নিয়ম, দুর্নী‌তির বিষ‌য়ে সোচ্চার ছি‌লেন। এ কার‌ণে চেয়ারম্যান ও সিইও তা‌দের উপর ক্ষুব্ধ ছি‌লেন।

পরিচালক‌দের স্বজনরা বল‌ছেন, গ্রাহক‌দের টাকা আত্মসাৎ হ‌লে মামলা হওয়ার কথা চেয়ারম্যান, সিইও বা ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চ‌লিক ব্যবস্থাপ‌কের বিরু‌দ্ধে। ‌কিন্তু ক‌থিত গ্রাহ‌কের মামলায় আসা‌মি করা হ‌য়ে‌ছে প্রবা‌সে থাকা সাত উ‌দ্যোক্তা প‌রিচাল‌কের বিরু‌দ্ধে।

অন্য প‌রিচালক‌দেরও মামলার আসা‌মি করা হয়‌নি। প্রবাসী‌দের বি‌নি‌য়োগকৃত টাকা আত্নসাৎ ও প‌রিচালক পদ থে‌কে বাদ দেয়া কৌশল হি‌সে‌বে চেয়ারম্যান এবং এম‌ডি মামলা ও গ্রেপ্তার ক‌রি‌য়ে তা‌দের ক‌রে হয়রা‌নি কর‌ছেন।

এ‌দি‌কে গতকাল বুধবার (২৮ সে‌প্টেম্ভর) সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর থে‌কে গ্রেপ্তার করা হয় মাহবুবুল হক শে‌রিন না‌মের স্থানীয় এক ইউ‌পি চেয়ারম্যান‌কে। প্রবাসী‌দের বি‌নি‌য়ো‌গের কো‌টি কো‌টি টাকা আত্নসাতের অ‌ভি‌যো‌গে সিআই‌ডি তা‌কে গ্রেপ্তার ক‌রে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, মাহবুবুল হক শেরিন সিলেট মহানগ‌রে ‘আম্বরখানা আবাসন অ্যাসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’র উ‌দ্যেক্তা করার প্র‌লোভন দে‌খি‌য়ে বহু প্রবাসীর কো‌টি কো‌টি টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছেন।

অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে তিন‌টি মামলা ক‌রে‌ছেন প্রতা‌রিতরা। এ ছাড়া, গ্রেপ্তারের পর আরও ২২ জন তার বিরু‌দ্ধে অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। যা‌দের অ‌ধিকাংশই প্রবাসী। মাহবুবুল হক শে‌রিন জগন্নাথপুর উপ‌জেলার মি‌রপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান।

যুক্তরা‌জ্যের সাংবা‌দিক আ স ম মাসুম ব‌লেন, প্রবাসী‌ বি‌নি‌য়োগকারী‌দের য‌দি নানাভা‌বে প্রতারণার ফাঁ‌দে ফে‌লে হয়রা‌নি, তা‌দের অর্থ আত্মসাৎ করা হয় তাহ‌লে কেউ যা‌বে না দে‌শে বি‌নি‌য়োগ কর‌তে। 

যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী স‌মি‌তির সভাপ‌তি ইমানুজ্জামান ম‌হি ব‌লেন, সরকারিভাবে বিভিন্ন সময়ে প্রবাসীদেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হয়, প্রবাসীরা শ্রম ঘামে উপা‌র্জিত টাকা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেন। বি‌নি‌য়ো‌গের পর য‌দি তারা হয়রা‌নি‌তে প‌ড়েন, তাহ‌লে ভ‌বিষ্য‌তে কেউ আর বি‌নি‌য়ো‌গে আগ্রহী হ‌বে না। এ ব্যাপা‌রে সরকা‌রের সুদৃ‌ষ্টি থাকা উ‌চিত। 

ব্রি‌টিশ বাংলা‌দেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রি'র পরিচালক শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘যা‌দের বিরু‌দ্ধে ক‌মিউ‌নি‌টি‌তে কোনোদিন কোনো অ‌ভি‌যোগ উচ্চা‌রিত হয়নি, দুঃজনকভা‌বে তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রে জে‌লে রাখা হ‌য়ে‌ছে। এটা গভীর ষড়যন্ত্র, কারণ হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স দীর্ঘ দিন ধ‌রে নানা অ‌নিয়ম আ‌ছে। এর জন্য চেয়ারম্যান, এম‌ডি ও কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে মামলা না ক‌রে শুধু মাত্র লন্ডন প্রবাসী সাত প‌রিচাল‌ক‌কে আসা‌মি ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে। আমাদের দা‌বি, প্রবাসী‌দের যেন বি‌নি‌য়োগের সুরক্ষা দেওয়া হয়।’

 

এমএমএ/

 

Header Ad
Header Ad

চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দিলে কারও চোখ থাকবে না: ব্যারিস্টার ফুয়াদ  

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

একজন ব্যক্তি বিমানবন্দর থেকে বাড়ি যেতে টানেল করেছে, আরেকজন বিমানবন্দরে থেকে যেন বাসায় যেতে পারে সেজন্য এক্সপ্রেসওয়ে করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘চট্টগ্রামের উন্নয়নে এবি পার্টির পাঁচ প্রস্তাব’ শীর্ষক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের যে বিশাল ফ্লাইওভার (এলিভেটডের এক্সপ্রেসওয়ে)। এটার ওপর দিয়ে আসার সময় একটা এক্সিট দেখলাম না। এত বড় ফ্লাইওভারে মিনিমাম ১০টা এক্সিট দেওয়ার কথা ছিল। চট্টগ্রামের লোকেরা বলে একজন ব্যক্তির জন্য টানেল করা হয়েছে যেন সে বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে পারে। আরেকজন ব্যক্তির জন্য ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন এয়ারপোর্টে যেত পারে। একটা রাষ্ট্র তার উন্নয়নের মডেল তৈরি করেছে একটা লুটপাটের মডেল দিয়ে। তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে যায়? কারণ কথা ছিল রিপাবলিক করার। রাষ্ট্রের প্রত্যেকটা টাকা-পয়সা যে আপনি খরচ করবেন এটা মানুষের জন্য হতে হবে।’

সিডিএ’র প্ল্যান কোথায়, প্রশ্ন রেখে এবি পার্টির এ নেতা বলেন, ‘সিডিএ নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে দেখি। চট্টগ্রামে বন্যা তো দেখিনি। সেই চট্টগ্রামে এখন প্রতিবছর অসম্ভব রকমের ঘাপলা মারা বন্যা হয়। এমনকি আপনাদের সাবেক মেয়রের বাসার নিচতলা নাকি ডুবে গেছে। তাহলে আপনি কি প্ল্যান করলেন? বন্যা হচ্ছে কেন? আপনাদের এখানে ২৫টি উন্নয়ন প্রকল্প থেকে শুধুমাত্র দিন-তারিখ কারেকশন করতে গিয়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এসব প্রকল্পের মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে এই টাকাগুলো খেয়ে ফেলেছে। তাহলে সিডিএ’র প্ল্যান কোথায়? এখানে তো উন্নয়ন নয়, শুধু ভোগান্তি দেখতে পাচ্ছি। কারণ আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে যায় না। যে উন্নয়ন প্রকল্প করলে মাসের পর মাস মানুষ পানিবন্দি হয়ে থাকে সেই প্রকল্পে কোনো ইনসাফ নাই।’

চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সীমান্ত থেকে এসে যারা চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। জুলাই-আগস্টের পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যাওয়া, চিকেন নেকের গল্প মনে করিয়ে দেওয়া, ফেনী নদীর ওপারে কেটে চট্টগ্রাম আলাদা করে নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে…। আমাদের বক্তব্য পরিষ্কার চট্টগ্রাম বাংলাদেশের অংশ যেকোনো মূল্যে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। সেজন্য দেশের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা করবো।’

দেশে নতুন জেনারেশনের রাজনীতির প্রয়োজনীয়তা উল্লেখ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ধর্ম এবং মুক্তিযুদ্ধ আমাদের সম্মান এবং মর্যাদার বিষয়। এটাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখবো। আমাদের রাজনীতির ভিত্তি হবে নাগরিক অধিকার। আমরা রাষ্ট্রটিকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম নগরীর আহ্বায়ক অ্যাডোভোকেট গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ হাসান চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, অ্যাডভোকেট ইব্রাহিম প্রমুখ।

Header Ad
Header Ad

সেন্টমার্টিন থেকে ফেরার পথে নষ্ট জাহাজ, মাঝপথে আটকা ৭১ যাত্রী

ছবি: সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে এমভি গ্রীন লাইন জাহাজ। মাঝপথে আটকে আছে জাহাজের ক্রুসহ ৭১ জন যাত্রী। যেখানে বিজিবি-কোস্ট গার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন। তিনি বলেন, আটকা পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্ট গার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।

Header Ad
Header Ad

তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গত চারমাসে শিল্প, বাণিজ্যিক ও আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস৷

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২৮টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪৮,৬৪,১১৯ লাখ টাকা। এছাড়া, অভিযানগুলোতে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং নভেম্বর মাসে ১ (এক) জনকে কারাদণ্ডও দেওয়াও হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দিলে কারও চোখ থাকবে না: ব্যারিস্টার ফুয়াদ  
সেন্টমার্টিন থেকে ফেরার পথে নষ্ট জাহাজ, মাঝপথে আটকা ৭১ যাত্রী
তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ আটক
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  
নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার
সচিবালয় কিভাবে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা জানে: হাসনাত আব্দুল্লাহ
অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর
সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের নতুন কমিটি
টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার  
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম