বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন প্রবাসীরা’

বাংলা‌দেশ সরকা‌রের পক্ষ প্রপ্রবাসীদের সবসময় আহ্বান জানা‌নো হয় দে‌শে বি‌নি‌য়োগ করার জন্য। সরকার প্রধান ও মন্ত্রীদের আহ্বা‌নে সাড়া দি‌য়ে‌ প্রবাসীরা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেছেন ছেন শত শত কো‌টি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রবাসী বি‌নি‌য়োগকারী‌দের অর্থ আত্নসাতের পাশাপা‌শি মামলা, গ্রেপ্তার ক‌রে হয়রা‌নির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এ কার‌ণে দে‌শে বি‌নি‌যো‌গে আগ্রহ হা‌রি‌য়ে ফেলার পাশাপাশি ও ক্ষোভও প্রকাশ ক‌রে‌ছেন প্রবাসীরা।

গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত পরিচালককে গ্রেপ্তার করা হয় গত ২১সেপ্টেম্ভর।

রাজধানী ঢাকার মতিঝিলের ‘হোমল্যান্ড লাইফ’র প্রধান কার্যালয় থেকে তা‌দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই ব্রিটিশ নাগরিক এবং দেশ‌টির প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হোমল্যান্ড লাইফ ই‌ন্স্যু‌রেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক যথাক্রমে আব্দুর রব, কামাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল আহাদ, জামাল উদ্দিন মখদ্দুস ও আব্দুল হাই।

এই ব্যবসায়ীরা হোমল্যান্ড লাইফ ইন্স্যু‌রেন্স কোম্পািন ছাড়াও দে‌শে নানা ব্যবসায় কো‌টি কো‌টি টাকা বি‌নি‌য়োগ ক‌রে‌ছেন।

সংশ্লিষ্টরা জানান, এই সাত পরিচালক প্রবাসে থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে গড়ে তোলেন হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

প্রতিষ্ঠানটি পরিচালনা করেন চেয়ারম্যান ও সিইও। তারাই সবকিছু দেখভাল করেন। ‌বি‌ভিন্ন সম‌য়ে প্রবাসী প‌রিচালকরা কোম্পানির অ‌নিয়ম, দুর্নী‌তির বিষ‌য়ে সোচ্চার ছি‌লেন। এ কার‌ণে চেয়ারম্যান ও সিইও তা‌দের উপর ক্ষুব্ধ ছি‌লেন।

পরিচালক‌দের স্বজনরা বল‌ছেন, গ্রাহক‌দের টাকা আত্মসাৎ হ‌লে মামলা হওয়ার কথা চেয়ারম্যান, সিইও বা ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চ‌লিক ব্যবস্থাপ‌কের বিরু‌দ্ধে। ‌কিন্তু ক‌থিত গ্রাহ‌কের মামলায় আসা‌মি করা হ‌য়ে‌ছে প্রবা‌সে থাকা সাত উ‌দ্যোক্তা প‌রিচাল‌কের বিরু‌দ্ধে।

অন্য প‌রিচালক‌দেরও মামলার আসা‌মি করা হয়‌নি। প্রবাসী‌দের বি‌নি‌য়োগকৃত টাকা আত্নসাৎ ও প‌রিচালক পদ থে‌কে বাদ দেয়া কৌশল হি‌সে‌বে চেয়ারম্যান এবং এম‌ডি মামলা ও গ্রেপ্তার ক‌রি‌য়ে তা‌দের ক‌রে হয়রা‌নি কর‌ছেন।

এ‌দি‌কে গতকাল বুধবার (২৮ সে‌প্টেম্ভর) সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর থে‌কে গ্রেপ্তার করা হয় মাহবুবুল হক শে‌রিন না‌মের স্থানীয় এক ইউ‌পি চেয়ারম্যান‌কে। প্রবাসী‌দের বি‌নি‌য়ো‌গের কো‌টি কো‌টি টাকা আত্নসাতের অ‌ভি‌যো‌গে সিআই‌ডি তা‌কে গ্রেপ্তার ক‌রে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, মাহবুবুল হক শেরিন সিলেট মহানগ‌রে ‘আম্বরখানা আবাসন অ্যাসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’র উ‌দ্যেক্তা করার প্র‌লোভন দে‌খি‌য়ে বহু প্রবাসীর কো‌টি কো‌টি টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছেন।

অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে তিন‌টি মামলা ক‌রে‌ছেন প্রতা‌রিতরা। এ ছাড়া, গ্রেপ্তারের পর আরও ২২ জন তার বিরু‌দ্ধে অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। যা‌দের অ‌ধিকাংশই প্রবাসী। মাহবুবুল হক শে‌রিন জগন্নাথপুর উপ‌জেলার মি‌রপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান।

যুক্তরা‌জ্যের সাংবা‌দিক আ স ম মাসুম ব‌লেন, প্রবাসী‌ বি‌নি‌য়োগকারী‌দের য‌দি নানাভা‌বে প্রতারণার ফাঁ‌দে ফে‌লে হয়রা‌নি, তা‌দের অর্থ আত্মসাৎ করা হয় তাহ‌লে কেউ যা‌বে না দে‌শে বি‌নি‌য়োগ কর‌তে। 

যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী স‌মি‌তির সভাপ‌তি ইমানুজ্জামান ম‌হি ব‌লেন, সরকারিভাবে বিভিন্ন সময়ে প্রবাসীদেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হয়, প্রবাসীরা শ্রম ঘামে উপা‌র্জিত টাকা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেন। বি‌নি‌য়ো‌গের পর য‌দি তারা হয়রা‌নি‌তে প‌ড়েন, তাহ‌লে ভ‌বিষ্য‌তে কেউ আর বি‌নি‌য়ো‌গে আগ্রহী হ‌বে না। এ ব্যাপা‌রে সরকা‌রের সুদৃ‌ষ্টি থাকা উ‌চিত। 

ব্রি‌টিশ বাংলা‌দেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রি'র পরিচালক শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘যা‌দের বিরু‌দ্ধে ক‌মিউ‌নি‌টি‌তে কোনোদিন কোনো অ‌ভি‌যোগ উচ্চা‌রিত হয়নি, দুঃজনকভা‌বে তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রে জে‌লে রাখা হ‌য়ে‌ছে। এটা গভীর ষড়যন্ত্র, কারণ হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স দীর্ঘ দিন ধ‌রে নানা অ‌নিয়ম আ‌ছে। এর জন্য চেয়ারম্যান, এম‌ডি ও কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে মামলা না ক‌রে শুধু মাত্র লন্ডন প্রবাসী সাত প‌রিচাল‌ক‌কে আসা‌মি ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে। আমাদের দা‌বি, প্রবাসী‌দের যেন বি‌নি‌য়োগের সুরক্ষা দেওয়া হয়।’

 

এমএমএ/

 

Header Ad
Header Ad

ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও ছয় দফা দাবি আদায়ে এবার রেলপথ অবরোধের ডাক দিয়েছে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশব্যাপী রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, “আমরা আজ সড়ক ছেড়ে দিলাম, কিন্তু আন্দোলন থেমে যাচ্ছে না। কাল থেকে সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।”

তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও লিখিত আশ্বাস পাননি তারা। ফলে, দাবি আদায়ে আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরেক আন্দোলনকারী মাশফি রহমান বলেন, “জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করা হলো। তবে কাল থেকে শুরু হবে আরও জোরালো কর্মসূচি—রেলপথ অবরোধ।” তিনি জানান, অবরোধ কখন থেকে শুরু হবে, তা কারিগরি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীদের ৬ দফা মূল দাবি-

১. ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও ইংরেজি মাধ্যমে কারিকুলাম চালু।
৩. ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে চাকরির নিশ্চয়তা ও নিচু পদে নিয়োগ বন্ধ।
৪. কারিগরি সেক্টরে অপ্রশিক্ষিত নিয়োগ বন্ধ ও নিজস্ব জনবল নিয়োগ নিশ্চিত করা।
৫. স্বতন্ত্র ‘কারিগরি শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং সংস্কার কমিশন প্রতিষ্ঠা।
৬. উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজে আসন সংরক্ষণ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে এই ছয় দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচির পর এবার রেল অবরোধে নামছেন তারা

Header Ad
Header Ad

তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, অনেক আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। সেখানে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি গুরত্বপূর্ণ বিষয়ই তুলে ধরা হয়েছে। তারপরও কেউ কেউ নির্বাচনের আগে সংস্কার দাবি করছে। আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মনোনয়নের জন্য অনেকেই দৌঁড়ঝাপ শুরু করেছেন। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আছে, তাদের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাই শুরু করেছেন। যাদের জন সমর্থন আছে, সেই সমস্ত ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি জহুর আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এসএম ফাইজুর রহমান, বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, বার সমিতির সাবেক সভাপতি সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদার, মাইদুল ইসলাম শিশির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

Header Ad
Header Ad

পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি

আরশাদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আরশাদ খান। প্রাথমিকভাবে পাঁচ মাসের জন্য চুক্তি হলেও ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আরশাদ খান বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন। বর্তমানে এইচপি দলের প্রধান কোচ হিসেবে আছেন ডেভিড হেম্প এবং পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কলি মুর। আরশাদের যুক্ত হওয়ায় পূর্ণতা পেল দলের বোলিং বিভাগ। পাশাপাশি, ফিল্ডিং কোচ নিয়োগের জন্যও কাজ করছে বোর্ড।

আরশাদ খান পাকিস্তানের হয়ে খেলেছেন ৯টি টেস্ট এবং ৫৮টি ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৫৬ এবং টেস্টে ৩২। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন তিনি। খেলা ছাড়ার পর জীবিকার প্রয়োজনে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ট্যাক্সি চালান। এরপর ২০২০ সালে আবার ক্রিকেট জগতে ফিরে এসে শুরু করেন কোচিং ক্যারিয়ার।

সর্বশেষ তিনি পাকিস্তান নারী দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশের তরুণ স্পিনারদের দক্ষতা বাড়ানোর দায়িত্ব পড়েছে তার কাঁধে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু
পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ