হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় রবিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র স্বাস্থবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা আব্বাস ৩২ দিনের মাথায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমএইচ/এমএমএ/
