কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না: মির্জা আব্বাস
বিএনপির কোনো নেতাকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের একজন বিএনপির নেতাদের কটাক্ষ করেছে, আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনো নেতা ছোট নয়। বিএনপির এই নেতা-কর্মীরাই সরকারকে পদত্যাগে বাধ্য করবে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ-অবস্থান কর্মসূচিতে এ সব কথা বলেন তিনি।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি করছে বিএনপি।
আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন, সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই। বিএনপি কোনো বিশৃঙ্খলা বিশ্বাস করে না।
সাবেক এই মন্ত্রী বলেন, উসকানি দেবেন না। উসকানি দিলে তার ফল ভালো হবে না। সাবধান হয়ে যান। ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না।
মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বর আমাদের সমাবেশে আগের রাতে ৯ ডিসেম্বর আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। আমাদের ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর তারা এতোটাই ভীত-সন্ত্রস্ত ছিল যে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার আপনার কি সমাবেশ থেকে বসে পড়বেন?
এমএইচ/আরএ/