বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: বিএনপি নেতা লালু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশের জনগণ যদি আস্থা রাখে এবং সৃষ্টিকর্তা চাইলে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি দৃঢ় কণ্ঠে আশাবাদ ব্যক্ত করে বলেন, "ইনশাআল্লাহ, আমরা সেই দিন দেখব।"

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় হেলালুজ্জামান তালুকদার লালু আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের প্রিয় নেতা যে বক্তব্যগুলো প্রতিদিন দিচ্ছেন, সেগুলো আমাদের গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই নির্দেশনা অনুসরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারব।"

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। জনসভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভ্রমণের সময় স্বামী, স্ত্রী বা সন্তানকে সফরসঙ্গী হিসেবে নেওয়া যাবে না। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো বিদেশ সফরও করা যাবে না।

গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।

পরিপত্র অনুযায়ী, বিদেশ সফরের ক্ষেত্রে উপদেষ্টা, সিনিয়র সচিব বা সচিবদের ব্যক্তিগত সহকারী (পিএস) বা সহকারী একান্ত সচিব (এপিএস) কেবলমাত্র অত্যন্ত জরুরি প্রয়োজনেই সফরসঙ্গী হতে পারবেন। এতে আরও বলা হয়, সরকারিভাবে অনুমোদিত সফরের ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে স্বামী/স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে নেওয়া যাবে না।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।

এ নির্দেশনার পেছনে মূল উদ্দেশ্য হিসেবে সরকারি সফরকে আরও স্বচ্ছ, অর্থবোধক ও দুর্নীতিমুক্ত রাখা এবং সরকারি ব্যয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, অতীতের মতোই এবারও পরিপত্রে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরপর থেকেই জনমনে প্রশ্নের দানা বাধে ঠিক কি কারণে এমন আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।

জানা গেছে, নিহত সেই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আড়ানি রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বৃদ্ধ রুহুল আমিন ঋণ করে সেই টাকা শোধ করতে না পেরে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত সোমবার সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। ওইদিন বিকেলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা দেন স্টেশন মাস্টার। ট্রেন আসছে শুনে বৃদ্ধ পূর্বপ্রান্তে অবস্থান নেন। পরে ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

ওসি জিয়াউর রহমান আরও জানান, পারিবারিকভাবে জানতে পেরেছি তিনি স্থানীয় একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ করে এবার পেঁয়াজ চাষ করেন। খারাপ বীজের কারণে সেই পেঁয়াজের ফলন হয়নি। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিষণ্ন ছিলেন। গত এক মাস তিনি কারও সঙ্গে কথাও বলতেন না। এছাড়াও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে- ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেল পুলিশ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর তাকে মঙ্গলবার দাফন করা হয়।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে (১৫) ধর্ষণের দায়ে বাবা আলতাপ হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত আলতাপ (৪৫) সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামের বাসিন্দা। বিয়ের পর ২০০৮ সাল থেকে ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসবাস করে আসছিলেন।

২০২৪ সালের ৭ মার্চ ওই কিশোরীর মা আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে অব¯’ানকালে পেটে ব্যথা ও বমি বমি ভাব অনুভূত হলে প্রেগনেন্সি পরীক্ষার মাধ্যমে ২-৩ মাসের অন্তসত্তার বিষয়টি জানাজানি হয়। এরপর ওই কিশোরী জানায় যে, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়ি গেলে ওইদিন রাতে বাবা ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেরে ফেলার ভয় দেখিয়ে ২-৩ মাসে ৭-৮ বার ধর্ষণ করে।

মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর বাবা আলতাপ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসূলি (¯েপশাল পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, ধর্ষণ মামলায় বাবা আলতাপকে সর্বো”চ শাস্তি মৃত্যুদন্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার আদেশ দন্ডিত ব্যক্তির জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হয়েছে। আদালত এটা রায়ে উল্লেখ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮