বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আমরা বার বার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, “আমরা বার বার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।”

রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকার শেরে-বাংলানগর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ন তিনি বলেন, “এই মুহূর্তে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।”

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির সর্বোচ্চ ফোরাম রয়েছে, সেখানে এ নিয়ে আলোচনা হবে। তারপর আমাদের অবস্থান পরিষ্কার করবো।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা আগেও বলেছিলাম গণ-অভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে সংহত করতে হলে জাতীয় ঐক্য করতে হবে। কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। তা সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তারজন্য বেশি প্রয়োজন অতিদ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা।”

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Header Ad
Header Ad

এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একাধিক নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র অনুযায়ী যথাসময়ে পরীক্ষা শুরু হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে, যার মাঝে কোনো বিরতি থাকবে না।

প্রবেশপত্র পরীক্ষার তিন দিন আগেই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডে অনলাইনে পাঠাতে হবে।

পরীক্ষার্থীরা তাদের OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে এবং উত্তরপত্র কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না। প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে এবং শুধু নিবন্ধিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে। নিজ বিদ্যালয়ে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে না; স্থানান্তরের মাধ্যমে আসন নির্ধারণ হবে।

সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন SMS ও অনলাইনের মাধ্যমে করা যাবে।

পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

Header Ad
Header Ad

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসনে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সরব হন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এ ঘটনার পর তাদের বরখাস্ত করেছে মাইক্রোসফট।

গত ৪ মার্চ ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চে উঠে যান। তিনি ফিলিস্তিনে গণহত্যায় মাইক্রোসফটের প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ তুলে সরব হন এবং প্রতীকীভাবে ফিলিস্তিনের কিফায়া ছুড়ে মঞ্চে প্রতিবাদ জানান।

অনুষ্ঠানের অন্য পর্বে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা মঞ্চে অবস্থান করছিলেন। সে সময় বানিয়া আগারওয়াল নামের অপর কর্মী তাদের ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং পরে চাকরি ছাড়ার ঘোষণা দেন।

ঘটনার পর মাইক্রোসফট বাক্‌স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানালেও কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন জানিয়েছে, ওই দুই কর্মীকেই বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিতে একজনকে অনুষ্ঠান ব্যাহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অন্যজনকে নির্ধারিত সময়ের আগেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে এপির এক অনুসন্ধানে প্রকাশ পায়, গাজা ও লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে ইসরায়েলি সেনাবাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহ করছে মাইক্রোসফট।

Header Ad
Header Ad

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ বুধবার (৯ এপ্রিল)।

সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করবেন। একই সঙ্গে আয়োজিত ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলায় তিনি তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আরলি স্টেজ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

সম্মেলনের দ্বিতীয় ধাপে নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি) বিষয়ক আলোচনায় অংশ নেবেন উপদেষ্টা। পাশাপাশি বেশ কিছু কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। বিনিয়োগের প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিগুলো সম্পাদিত হবে।

বিজনেস সামিটের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি