তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আটক
শমসের মবিন চৌধুরী। ছবি: সংগৃহীত
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপির নেতৃত্বে এসে চমক তৈরি করেন শমসের মবিন। সেই নির্বাচনে বিএনপি না এলেও তৃণমূল বিএনপি অংশ নিয়েছিল। নির্বাচনে ২৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। তবে তেমন একটি সুবিধা করতে পারেনি।
শমসের মবিন চৌধুরী বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। ছিলেন আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূতও। অবসরের পর ২০০৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পরের বছরই দলটির ভাইস চেয়ারম্যান মনোনীত হন।
২০১৫ সালের অক্টোবরে তিনি হঠাৎ করেই বিএনপির রাজনীতি থেকে সরে আসেন। ২০১৮ সালের নির্বাচনের আগে যুক্ত হন বিকল্প ধারা বাংলাদেশের সাথে।