ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন শুরু
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রলীগকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে। চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম জানায়, আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কঠোর আন্দোলনে নামবে তারা। আন্দোলনের জন্য সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ রোববার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমকে জানান, ছাত্রলীগ গত ১৬ জুলাই চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়ে রক্তপাতের সূচনা করে। এরপর ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনই চট্টগ্রাম, ফেনী, ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালিয়েছে, যেখানে ২০ জনের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা শিক্ষার্থীদের প্রাণের দাবি হয়ে উঠেছে।
তিনি আরও জানান, ছাত্রলীগ শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের কোটা আন্দোলনের সময়ও ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করে আন্দোলনকারীদের উপর নির্যাতন চালিয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ আধুনিক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছে, যেখানে অনেকেই আহত এবং শহীদ হয়েছেন। এমনকি, আবরার ফাহাদের মতো মেধাবীদের প্রাণও দিতে হয়েছে ছাত্রলীগের নিপীড়নে।
ছাত্রলীগের দখলদারিত্বের প্রসঙ্গে রাসেল আহমেদ বলেন, ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে নিজেদের ক্যান্টনমেন্টে পরিণত করেছে। যারা দূর-দূরান্ত থেকে এসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইতো, তাদের জোর করে এই সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত করা হতো। ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে।
সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার থেকে চট্টগ্রামে কঠোর আন্দোলন শুরু করবে এবং ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্যও দাবির প্রতি আন্দোলনকারীরা জোরালো অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাসেল আহমেদ।