বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রেলে যারা আগুন দিয়েছে, তাদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রেলে যারা আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, তাদের ক্ষমা নেই। ইসরায়েল-ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম।’

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের আয়োজিত বিজয় শোভাযাত্রা সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া। তাদের নেতা নেই নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন!’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না ‘

বিএনপির কারাগারে থাকা নেতাকর্মীদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।’

এ সময় ঢাকা জেলা ও মহানগরের ১৯টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।’

গতকাল সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিজয় শোভাযাত্রা করছে।

Header Ad
Header Ad

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

পূর্বাচল আবাসন প্রকল্পে ১০ কাঠার একটি প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেন আদালত।

শেখ হাসিনা-পুতুল ছাড়াও পরোয়ানা জারি হওয়া অন্য ১৬ আসামি হলেন- জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ আরও দুই আসামিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে।

চার্জশিটে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন।

প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। বরাদ্দ প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ ভোগদখলে রেখেছেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্রকল্পের বরাদ্দবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অপর ১৬ আসামি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে আইনবহির্ভূত প্লট বরাদ্দ দেন।

Header Ad
Header Ad

যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু উত্তোলন কাঝে ব্যহৃত জব্দকৃত ভেকু। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু একটি মহল। এমন অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

এসময় বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কারাদন্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ভ্রাম্যামাণ আদালত। আটককৃতদের মধ্যে ৫ জনকে এক মাস করে এবং ২ জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ভেকু (মাটিকাটার যন্ত্র) ও নগদ ২৮ হাজার ৮৫০টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কারাদন্ডপ্রাপ্তদের টাঙ্গাইল কারাগারে প্রেরণ করে ভূঞাপুর থানা পুলিশ। দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং একই ইউনিয়নের পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।

জানা গেছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন সিরাজকান্দী এলাকায় যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলণ করে ট্রাকযোগে বিক্রি করছিল একটি মহল। এ খবর পেয়ে গত বুধবার বিকালে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এতে বালু উত্তোলনে জড়িত ৭ জনকে আটক করা হয়। এসময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু জব্দ করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, উপজেলার সিরাজকান্দী এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বুধবার অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে বৃহস্পতিবার সকালে কারাদন্ডপ্রাপ্তদের টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু উত্তোলন কাঝে ব্যহৃত জব্দকৃত ভেকু। ছবি: ঢাকাপ্রকাশ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, গত বুধবার সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সিরাজকান্দী এলাকায় যমুনা নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে এবং নগদ ২৮ হাজার ৮৫০ টাকাসহ ৪টি ভেকু (মাটিকাটার যন্ত্র) জব্দ করা হয়। এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।

Header Ad
Header Ad

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত

ছবি : ঢাকাপ্রকাশ

ভারত হঠাৎ করে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের চারটি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ না করে ফেরত গেছে। ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের মালিকানাধীন।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে পেট্রাপোল কাস্টমস কোনো ধরনের কার্পাস (Customs Authorization for Third Country Shipment) ইস্যু না করায় ট্রাকগুলোকে ফেরত পাঠানো হয়।

ভারত ২০২০ সালের ২৯ জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে একটি চুক্তি করে। এর আওতায় বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর ব্যবহার করা যেত। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) মঙ্গলবার (৮ এপ্রিল) আকস্মিকভাবে এই সুবিধা বাতিল করে।

পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অর্থ মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে কাস্টমস এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ট্রানজিট সুবিধা বাতিল করায় বেনাপোল বন্দর থেকে আইজিএম (Import General Manifest) ইস্যু করা সম্ভব হয়নি, ফলে ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা পণ্যবাহী ট্রাকগুলো ট্রানজিট অনুমতি না থাকায় পেট্রাপোল কাস্টমস কার্পাস ইস্যু করেনি। তাই ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে রপ্তানিকারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বহির্বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান