গ্যাসের মূল্যবৃদ্ধিতে এনডিপির প্রতিবাদ
দেশের শিল্পখাতে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির সরকারি ঘোষণায় এক বিবৃতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২ দিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে মানুষ যখন জীবন যাপনের ব্যয় বৃদ্ধির শঙ্কায় আছে তখন দেশের মানুষের জীবন যাত্রায় স্টিম রোলারের ন্যায় সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তই প্রমাণ করতে যথেষ্ট যে, এই অবৈধ স্বৈরাচারী সরকার কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। এই সরকারের প্রতিটা কর্মকাণ্ডই দেশের মানুষের বিরুদ্ধে ও দেশের অর্থনীতি ধ্বংসকারী।
বর্তমান সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় যে, গত ১৪ বৎসরে তাদের প্রতিটি কর্মকাণ্ডের পেছনে দেশ ধ্বংসকারী ও হঠকারী পরিকল্পনা রয়েছে।
বাধাহীন দুর্নীতির জন্যই আজ দেশের অর্থনীতির এই পরিণতি। দুর্নীতি বন্ধের কোনো জোরালো পদক্ষেপ না নিয়ে সরকারের অর্থনৈতিক সংকট মোকাবিলায় শুধু সরকারিভাবে সরবরাহকৃত তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে, যা স্পষ্টতই গণবিরোধী সিদ্ধান্ত।
স্বৈরাচারী অবৈধ সরকার পতনের যে আন্দোলন চলছে সরকারের গণবিরোধী এইসব সিদ্ধান্ত আন্দোলনকে অপরিহার্য্য করে দিচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। শিল্পখাতে ১৬ টাকার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, ক্যাপটিভ পাওয়ার (শিল্প কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে) খাতে গ্যাস প্রতি ঘনমিটারে দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে যা দেশের শিল্প-কারখানা ধ্বংস করার ঠাণ্ডা মাথার পরিকল্পনা।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মনে করে যে, সরকার দেশ পরিচালনার সকল যোগ্যতা হারিয়েছে তাই দেশ ও জনগণের স্বার্থে এখনই এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত, না হয় জনগণের উচিত দেশ ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এই সরকারকে এই মুহূর্তে পদত্যাগে বাধ্য করা।
এমএমএ/