নৌকার পক্ষেই থাকছেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষেই থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সাম্প্রতিক ইস্যু নিয়ে শহরের একটি কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
শামীম ওসমান বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা ’৭৫ এর পরে রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমরা কখনো নৌকার বিরুদ্ধে ছিলাম না, নৌকা প্রতীক আমাদের রক্তের ভেতর নিহিত। নৌকার হয়ে মাঠে ছিলাম ও আছি।’
তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচন এলেই আমাকে নিয়ে টানাটানি শুরু হয়। কিন্তু আমি তো আইন প্রণেতা। আইন প্রণেতা হয়ে কীভাবে আইন ভাঙব? নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব? আমার অবস্থা এখন ‘গরীবের বউ সবার ভাবী’ ও বলে আমি তার, সে বলে আমি তার।’
গডফাদার প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘কারও ইচ্ছা হলে গডফাদার বলে, বলতে পারে। কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন। আবার ফাদার বলতে পারেন, তবে গডমাদার বইলেন না। তবে কে কী বললো আমি কেয়ার করি না। কেউ কিছু বলে শান্তি পেলে বলুক, বলতে দেন। আমি নীলকন্ঠী। বিষ খেয়ে হজমের চেষ্টা করি।’
কারও চাপে সংবাদ সম্মেলন করছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের সামনে কঠিন সময় আসছে, আরও পরীক্ষা দিতে হবে আমাদের। সেদিন আমরাই সব সামলাব। এই ছাত্রলীগের ছেলেরাই মাঠে থাকবে। আর যোদ্ধা হিসেবে আমিই ঝড়। সুতরাং ঝড়কে আমরা ভয় করি না। আমাদের ভয় বা চাপ দেবে এমন সাহস কারও নেই।’
এসএএইচ/এমএমএ/