মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও রাজনৈতিক জীবনের প্রসঙ্গ এলেই কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কথা উচ্চারিত হবেই, কারণ এখান থেকেই বঙ্গবন্ধু তার রাজনৈতিক ধ্যান-ধারণা ও আদর্শবাদী রাজনীতি চর্চার মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার যে কলেজে পড়াশোনা করেছিলেন সেই কলেজের নাম ইসলামিয়া কলেজ। কলেজটির বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ।

কলেজটিতে ১৯৪২ সালে ইন্টারমিডিয়েটে ভর্তি হন বঙ্গবন্ধু। কলেজের স্মিথ স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন শেখ মুজিব। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৮ সালে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষকে একত্রিত করে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’ তৈরি করে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি এ কক্ষের সম্মুখে তার আবক্ষ মূর্তির ফলক উম্মোচন করেন বাংলাদেশ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ২০১৯ সালের ৩ আগস্ট বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি প্রতিস্থাপন করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

বেকার হোস্টেলে যাওয়ার স্বপ্ন দীর্ঘদিনের, দেশে পত্র-পত্রিকায় জেনেছি বেকার হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ স্থাপিত হয়েছে। বেশ কয়েকবার ভারত যাত্রা করলেও বেকার হোস্টেলে যাওয়া হয়নি। এবার দেশ থেকে ভারতে রওনা হবার আগেই মনস্থির করেছিলাম যে, বেকার হোস্টেলে যাবই এবং বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ দেখবো। কলকাতায় এলে সাধারণত পার্কস্ট্রিট এলাকায় বেশি থাকা হয়। এবারও সেই এলাকাতেই হোটেলে উঠি।

গত ৩ জুন ২০২২ সকালেই সহকর্মী ড. রফিকুল ইসলামকে নিয়ে বেড়িয়ে পড়ি বেকার হোস্টেলের উদ্দেশে। লোকজনকে ইসলামিয়া কলেজের কথা জিজ্ঞেস করলে প্রথমে খুব একটা বুঝতে পারে না, পরে একজন বলল ইসলামিয়া কলেজের বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ যা পার্কস্ট্রিট এলাকাতেই অবস্থিত। বুঝলাম এখন মানুষ ইসলামিয়া কলেজের কথা অনেকটা ভুলে গেছে, নাম পরিবর্তনের কারণে তা এখন মৌলানা আজাদ কলেজ নামেই বেশি পরিচিত। যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে মৌলানা আজাদ কলেজ পায়ে হেঁটে যাওয়া যাবে। প্রায় দেড় কিলোমিটার হেঁটে প্রথমে মৌলানা আজাদ কলেজ গেলাম। সেখানে শুনলাম পার্কস্ট্রিট এলাকায় স্মিথ স্ট্রিটে বেকার হোস্টেল অবস্থিত। লোকজনকে জিজ্ঞেস করতেই দেখা গেল, সকলেই বেকার হোস্টেল চেনেন এবং সেখানে যে বঙ্গবন্ধু থাকতেন তা অনেকেই জানেন।

প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে যখন বেকার হোস্টেলে পৌঁছালাম তখন বেলা বারোটা। কলেজের একজন কর্মচারী বললেন বাংলাদেশ-কলকাতা দূতাবাসের অনুমতি ছাড়া বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ খোলা যাবে না। হোস্টেলের ওয়ার্ডে তাকেও পাওয়া গেল না, ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া গেল না। অনকেটা হতাশ হয়েইে শুধু বেকার হোস্টেল দেখে হোটেলে ফিরে আসতে হলো। হোটেলে ফিরে আবার ওয়ার্ডেন মহোদয়কে ফোন দিলে তিনি ফোন ধরেন এবং তার কাছে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ দেখার অনুমতি চাইলে প্রথমে বাংলাদেশ-কলকাতা দূতাবাসের অনুমতির কথা বলেন। পরে আমার পরিচয় দিয়ে সময় স্বল্পতার কথা বুঝিয়ে বললে তিনি অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর বিকাল ৪টায় আবার বেকার হোস্টেলে সহকর্মী ড. রফিকুল ইসলামকে নিয়ে পৌঁছালাম। সেই প্রাচীন সিঁড়ি বেয়ে হোস্টেলের তিন তলায় অবশেষে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ পৌঁছালাম, একজন কর্মচারী খুলে দিলেন স্মৃতিকক্ষের তালা। তালা যখন খোলা হলো আবেগে থরথর করে কাঁপছিলাম, স্মৃতিকক্ষে ঢোকা যেন এক দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অনাবিল আনন্দ।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’তে গিয়ে অনেকটা আবেগ তাড়িত হয়ে পড়ি, মনে পড়ে যায় বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর কথা, মনে পড়ে যায় এই হোস্টেল থেকেই কতো কষ্ট ও ত্যাগ স্বীকার করে তিনি সততার সঙ্গে কলকাতায় ছাত্র রাজনীতি করেছেন, বাঙালি জাতির অধিকার আদায়ের কথা ভেবেছেন। ইতিহাসের পাতা উল্টালেই উপলব্ধি করা যায় নানা আন্দোলন-কর্মসূচির মধ্য দিয়ে হোস্টেলে বঙ্গবন্ধুর এই কক্ষটি কীভাবে বাঙালি ছাত্র-ছাত্রীদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে তিনি যে চৌকিতে ঘুমাতেন, যে চেয়ারে বসে, যে টেবিলে পড়তেন তা অবিকল সেভাবে সংরক্ষিত রয়েছে। এগুলো স্পর্শ করলে বঙ্গবন্ধুর ঘ্রাণ পাওয়া যায়, এখানে দাঁড়িয়ে থেকে হৃদয়ের চোখ দিয়ে বঙ্গবন্ধুকে দেখা যায়, যতক্ষণ বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে ছিলাম যেন প্রতিটি মুহূর্ত বঙ্গবন্ধুর হৃদ স্পন্দন অনুভব করেছি। বঙ্গবন্ধু যে চৌকিতে শুয়ে খোলা জানালা দিয়ে নীল শুভ্র আকাশ দেখতে দেখতে হৃদয়ের মণিকোঠায় নীল শুভ্রতায় শান্তির পতাকা এঁকেছেন, আকাশের মত হৃদয়টাকে প্রসারিত করেছেন, এখনো সেই বন্ধ জানালা দিয়ে মনের চোখ দিয়ে দেখা যায় নীল শুভ্র আকাশ আর মেঘের ছুটোছুটি। মনে হয় সেই নীল শুভ্র আকাশ থেকে শেখ মুজিব দেখছেন অবলীলায় তার প্রিয় বেকার হোস্টেলকে।

কলকাতার ইসলামিয়া কলেজের (বর্তমানে মওলানা আজাদ কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে দীর্ঘ সময় কাটিয়েছেন বঙ্গবন্ধু। নেতা বঙ্গবন্ধুর উত্থান ওই কলেজ এবং হোস্টেল থেকেই। তাই বেকার হোস্টেল নামটির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ আর অনুভূতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও রাজনৈতিক জীবন আলোচিত হলে অনায়াসেই বেকার হোস্টেলের নামটিও বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ বেকার হোস্টেলে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ বাংলাদেশ থেকে আগত নাগরিকসহ ভারত ও অন্যান্য দেশের নাগরিকরা যেন সহজেই দেখতে পারেন তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করা।

মো. হাসিবুল আলম প্রধান: সভাপতি ও অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরএ/

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি