শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা এবং জঙ্গিবাদের উত্থানের যোগসূত্রতা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) বেশ কিছু কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনাটি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার মুখ দেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে সাত জনই বাংলাদেশের।

স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের মনে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা যে কোনো স্বাভাবিক সিদ্ধান্ত নয়—সেটি পরিষ্কার উপলব্ধি করা যায়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে একটি শক্তিশালী গোষ্ঠী সব সময়েই ষড়যন্ত্রে লিপ্ত থাকে—সে কথা নতুন করে বলার প্রয়োজন নেই। আর সেই শক্তি এখন নতুন আঙ্গিকে নতুন কৌশলে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতিকে কীভাবে অস্থিতিশীল করে রাজনৈতিক উত্তেজনাপূর্ণ ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে কীভাবে বহিঃর্বিশ্বে তুলে ধরা যায় সে বিষয়ে ক্রমাগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্ব পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের মোড়লের ভূমিকায় রয়েছে। নিকট অতীতেও দেশটির বিরুদ্ধে অনেক গণতান্ত্রিক সরকারকে উৎখাতে সহযোগিতা কিংবা ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও মার্কিন ভূমিকা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। এমতাবস্থায় দেশের অন্যতম এলিট ফোর্স র‌্যাবের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন সিদ্ধান্ত যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল তা বলার অপেক্ষা রাখে না। দেশের বর্তমান পরিস্থিতি এ বিষয়ে বিশ্লেষণের তাগিদ অনুভব করেই লেখাটি শুরু করলাম।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বাংলাদেশ এখন জঙ্গি দমনে রোল মডেল। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব চরমপন্থি, জঙ্গিবাদ, জলদস্যু ও সন্ত্রাস দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আসামি গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় ঈর্ষণীয় ভূমিকা রাখছে র‌্যাব। সরকারের চরম সাহসিকতা এবং দূরদর্শিতায় জঙ্গিবাদের মূলোৎপাটনের ক্ষেত্রে র‌্যাবের ভূমিকা অনন্য। বলা যেতে পারে, র‌্যাব জল, স্থল ও আকাশে অভিযান পরিচালনার সক্ষমতা সম্পন্ন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

একটা সময় ছিল যখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রক্তাক্ত করেছিল চরমপন্থিরা। র‌্যাব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চরম দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করেছে। দেশে একটি গোষ্ঠীর ছত্রছায়ায় জঙ্গিবাদের বীজ বপন করা হয়েছিল। তারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট ওই একই গোষ্ঠীর মদদে বঙ্গবন্ধুর আদর্শকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। সে সব পরিস্থিতি এখন দেশে আর নেই। এক্ষেত্রে আমরা বর্তমান সরকারের নেতৃত্বে র‌্যাবের সাহসী ভূমিকার প্রশংসা করতে পারি নিঃসন্দেহে।

বিভিন্ন সময়ে বোমা হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবি তাদের শক্তি জানান দেওয়ার পরপরই তাদের দমনের লক্ষ্যে মাঠে নামেন র‌্যাব সদস্যরা। এরপর গ্রেপ্তার করা হয় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ শতশত জঙ্গিকে। এ ছাড়া গুলশানের হলিআর্টিসানে জঙ্গি হামলার পর র‌্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করলে আইনের আওতায় আনা সক্ষম হয়। সন্ত্রাসী, জঙ্গি ও মাদকসহ বিভিন্ন অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত র‌্যাবের প্রায় ৩০ জনের বেশি নিজের জীবন উৎসর্গ করেছেন।

র‌্যাবের এমন হাজারো সাহসিকতার উদাহরণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এই প্রতিষ্ঠানের কতিপয় কর্তাব্যক্তির উপর একটি দেশের নিষেধাজ্ঞার বিষয়টিকে গভীরভাবে মূল্যায়নের তাগিদ অনুভব করছি। আমরা জানি, অতি সম্প্রতি ইরানে একটি জঙ্গি সংগঠন মসজিদে হামলা চালিয়ে প্রায় ৩০ জনের বেশি মুসল্লিকে হত্যা করেছে। সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে এমন নানাবিধ জঙ্গি হামলার ঘটনা প্রায়ই গণমাধ্যম সূত্রে আমাদের চোখে পড়ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশে জঙ্গি উত্থানের বিষয়টি সাধারণ মানুষের মাথা থেকে প্রায় চলেই গেছে। কিন্তু আগামী নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক উত্তেজনা, বিএনপির অগণতান্ত্রিক হুঁশিয়ারি, নির্বাচন কমিশনে জামায়াত নেতাদের দ্বারা গঠিত বিডিপি নামে নতুন একটি রাজনৈতিক দলের আবেদন, আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সরকার উৎখাতের আলটিমেটাম প্রভৃতি মিলিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটতে যাচ্ছে। আর এ সব পরিস্থিতির সুযোগ নিয়ে যেকোনো সময় জঙ্গিগোষ্ঠীসমূহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আগামী নির্বাচনে সহিংস পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের গভীর ষড়যন্ত্র আমাদের সামনে অনকেটা দৃশ্যমান।

তাত্ত্বিকভাবে আমরা জানি, জঙ্গি সংগঠনগুলো সহিংস তৎপরতার জন্য নির্দিষ্ট সময় ও পরিস্থিতি বেছে নেয়, যা নির্ভর করে কোনো দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গিবাদের বৈশ্বিক প্রবণতার উপর। ইতোমধ্যেই জঙ্গিবাদের যে বৈশ্বিক প্রবণতা আমরা লক্ষ্য করছি, তা সত্যিই আমাদের শঙ্কিত করে তুলছে।

স্বাভাবিক পরিস্থিতিতে জঙ্গিরা সাধারণত প্রচারণা ও কর্মী সংগ্রহের মাধ্যমে সংগঠনের সামর্থ্য বৃদ্ধিতে ব্যস্ত থাকে। এই পর্যায়ে নিবেদিত কিছু কর্মী বাছাই করে তাদের মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে কথিত ‘জিহাদের’ জন্য প্রস্তুত করা হয়। অতীতের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনৈতিক অস্থিরতার সময় মূলত এই অপশক্তি তাদের কার্যক্রমের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে।

কাজেই এই পরিস্থিতির মূল্যায়ন করা যায় যে, জঙ্গি নির্মূলে র‌্যাবের কার্যক্রম মানবাধিকার ইস্যুতে প্রশ্নবিদ্ধ করা কিংবা কোনো রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি সাধারণ জনগণের নিরাপত্তার সঙ্গে যেমন সম্পৃক্ত তেমনি দেশে নতুন করে জঙ্গি কার্যক্রমের উত্থানের প্রশ্নটিও সামনে চলে আসে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর কোনো বড় কর্মকাণ্ড দেখা যায়নি। আগামীতে বাংলাদেশসহ বিশ্ব একটি কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। আর সেই পরিস্থিতির সুযোগে জঙ্গি গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী তাদের কার্যক্রমে সক্রিয় হয়ে উঠতে পারে। বিশেষত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক টানাপোড়েন, দোষারোপ, নিষেধাজ্ঞা কোনোটিই স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষণ নয়। কাজেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীর উপর আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞা এবং নতুনভাবে তেমন কোনো পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র কিংবা সম্ভাবনা তৈরির সব অপশক্তিতে যথাযথভাবে মোকাবিলা করার ক্ষেত্রে দূরদর্শী অবস্থানে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে সবাইকেই।

লেখক: অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরএ/

 

Header Ad

আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

আর মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা তারপর আগামীকাল রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। তবে সেই নিলামের আগেই বড় দুঃসংবাদ পেলেন ভারতীয় দুই ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণ। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন তারা।এছাড়াও সন্দেহজনকের তালিকায় রাখা হয়েছে আরও তিনজন ক্রিকেটার।

নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন- মনীশ পান্ডে এবং সৃজিত কৃষ্ণ। দুজনই অভিজ্ঞ ক্রিকেটার এবং আইপিএলে পরিচিত মুখ। যদিও তারা ব্যাটার হিসেবে খেলতে পারবেন, তবু এই নিষেধাজ্ঞা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে।

এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় থাকা অন্যরা হলেন- দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। যদিও এই ৫ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে।

আইপিএলের মতো বড় টুর্নামেন্টে এমন বিষয়গুলো খেলোয়াড়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সন্দেহজনক বোলিং অ্যাকশন সংশোধন করা হলে তারা আবার ফিরে আসতে পারবেন। তবে দলগুলোর দৃষ্টিকোণ থেকে, এই নিষেধাজ্ঞা এবং সন্দেহ তাদের নিলামে প্রাধান্য হারানোর কারণ হতে পারে।

এদিকে, গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় বোর্ড জানিয়েছে, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। জানিয়ে দেয়া হয়েছে ফাইনালের দিনও। আসন্ন আইপিএলের ফাইনাল হবে ২৫ মে। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বিসিসিআই।

Header Ad

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পরিকল্পনা করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাওয়ার সময় উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা জরুরি বিভাগে যাচ্ছি।

Header Ad

কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া

ছবি: সংগৃহীত

মিল্ক বিউটিখ্যাত দক্ষিনি অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন বছরে তার জীবনের একটি বিশেষ অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। খলচরিত্র করে আলোড়ন তোলা অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। তবে এ নিয়ে কেউই মুখ খোলেননি। এবার তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তামান্না। এমনকি ২০২৫ সালে সাতপাকে বাঁধা পড়ার সম্ভাবনা আছে বলেও ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রোমোশনাল ইন্টারভিউতে তামান্না তার ব্যক্তিগত জীবন নিয়ে জানান, প্রেমের সম্পর্কের জন্য জীবনে দুবার হৃদয় ভেঙেছে তার। সেই সময়টা তামান্নার জন্য খুবই ভয়াবহ ছিল।

তিনি আরও জানান, তিনি খুব কম বয়সে একজন ছেলের সঙ্গে প্রথম ভালোবাসায় জড়িয়েছিলেন এবং তার দ্বিতীয় সম্পর্কটি ছিল তার অভিনয় ক্যারিয়ারের শিখরে থাকা অবস্থায়। তবে সে সময় তিনি অনুভব করেন যে, সেই ছেলে তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সঠিক ব্যক্তি নয়।

তবে এত কিছুর পরও বাহুবলিখ্যাত তামান্না প্রেমিকের নাম প্রকাশ করেননি। এর আগে গুঞ্জন ছিল যে, তিনি ভারতীয় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বহুবার ফ্রেমবন্দি হয়েছেন তারা। যদিও নিজেদের এ সম্পর্ক আড়ালে রাখতে বদ্ধপরিকর দুজনই। এখন দেখার অপেক্ষা তামান্না জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেন।

সবশেষ তামান্না ভাটিয়াকে আইটেম গার্ল হিসেবে দেখা যায় অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায়। এ সিনেমায় আরও অভিনয় করেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্ক ত্রিপাঠিসহ আরও অনেকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি