বিশ্বের ফুসফুস আমাজন
আমাজন একটি রহস্যময় জঙ্গল, সেখানকার জীববৈচিত্র্য ব্যাপক ও বৈচিত্র্যময়। জঙ্গলে রয়েছে ১২৯৪ প্রজাতির পাখি, ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৮ প্রজাতির উভচর প্রাণী, ২.৫ মিলিয়ন প্রজাতির পোকামাকড় ও ২ হাজার ২০০ প্রজাতির মাছ। এ ছাড়াও প্রায় ৪০ হাজার প্রজাতির গাছপালা রয়েছে। হরেক জীববৈচিত্র্য এবং হাজার-হাজার প্রজাতির প্রায় ৩৯০ বিলিয়ন গাছপালার সমাহারের কারণে আমাজানকে বলা হয় ‘মহাবন’। আবার ‘বিশ্বের ফুসফুস’ নামেও আখ্যায়িত করা হয়েছে আমাজনকে। অথচ সেই আমাজন আমাদের চোখের সামনেই নানা দুর্যোগের কবলে পড়ছে।
আমাজনে দফায় দফায় আগুন লাগানো হচ্ছে, দাবানলেও পুড়ছে। ফলে বছরে ২২৮ মেগা টন কার্বন-ডাই-অক্সাইড বায়ুমন্ডল নির্গত হচ্ছে। অর্থাৎ একদিকে বিষাক্ত গ্যাস শোষণ করে ওজোনস্তর রক্ষা করছে আমাজন, অন্যদিকে কার্বন নিঃসরণ হচ্ছে আগুন লাগানোর কারণে। যার জন্য প্রকৃতি দায়ী নয়, অধিকাংশই দায়ী হচ্ছে স্থানীয় লোকজন। বিশেষ করে আমাজনে আগুন লাগানোর জন্য বেশির ভাগই দায়ী হচ্ছে ব্রাজিল। আমাজন জঙ্গলের ৫৫ লাখ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে ৬০ শতাংশ পড়েছে ব্রাজিল সীমানায়, যা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে দেশটি। সংবাদ মাধ্যমে জানা গেছে, ব্রাজিলের এনজিও সংস্থার লোকেরা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যেখানে দেশটির সরকারের স্বার্থও জড়িত রয়েছে বলে জানা যায়। ব্রাজিল সরকার তাই সবসময় বিষয়টির ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দাবানলের কারণেই জঙ্গল পুড়ছে। আবার বলা হচ্ছে, কৃষকরা আগুন লাগিয়েছে চাষাবাদ করার জন্য। তারা এনজিওদের বিষয়টি সম্পূর্ণ চেপে যাচ্ছে। তবে বিশ্ব গণমাধ্যম সোচ্চার থাকায় ব্রাজিলের সেই অপচেষ্টা মিথ্যা প্রমাণিত হয়েছে বারবার।
সর্বশেষ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে ২০২০ সালে আগস্ট মাসে। পরিবেশবাদীসংস্থা ‘গ্রিনপিস’ জানিয়েছে, ওই সময় প্রথম ১০ দিনে ১০ হাজার ১৩৬টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। ২০১৯ সালের তুলনায় এই অগ্নিকাণ্ড ১৭ শতাংশ বেশি ছিল। এ ছাড়াও শুষ্ক মৌসুমে প্রতিদিনই কমবেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমাজন জঙ্গলে, যা অনেক সময় জরিপে আসে না অথবা গণমাধ্যমে প্রচার হয় না। তবে দুষ্কৃতকারীদের দ্বারা যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা আমাজনে ঘটেছে, তার সবগুলোর নেপথ্যের কারণ অস্বীকার করছে ব্রাজিল সরকার। ২০১৯ সালের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রাজিল সরকারের মিথ্যাচারের চিত্রও তুলে ধরেছিল গণমাধ্যমসস্থা বিবিসি।
বিশ্বের অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি বিবিসি বাংলা ২৭ আগস্ট, ২০১৯ সালের এক গবেষণার উদ্ধৃত দিয়েছে, ‘বন উজাড় করা আর দাবানলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করলে ব্রাজিলের উত্তরাঞ্চলের খরা থেকে আগুনের সূত্রপাতের তত্ত্বটিকে আবার ভুল হিসেবে ধরে নিতে হবে।’
গবেষণাটিতে আরও উঠে এসেছে যে, শুষ্ক মৌসুমে এরকম ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়ার সাথে খরার সম্পর্ক থাকার সম্ভাবনা সামান্যই, যেখানে অন্যান্যবারের চেয়ে এবার খরার তীব্রতা কমও। গবেষণায় আরও উদ্ধৃত করা হয়ছে, ‘সবচেয়ে বেশি পরিমাণ আগুনের ঘটনা যে দশটি মিউনিসিপ্যালিটিতে হয়েছে, সেখানেই সবচেয়ে বেশি মাত্রায় বন উজাড় করা হয়েছে। ২০১৯ সালের আগুনের ৩৭% ঘটেছে এই দশটি স্থান থেকে, আর ওই বছরের জুলাই পর্যন্ত মোট উজাড় করা বনের ৪৩% ঘটেছে এ সব এলাকাতে। নতুন করে বৃক্ষহীন হওয়া ও কিছুটা খরায় ভুগতে থাকা এলাকায় দাবানলের ব্যাপকতা আগুনের চরিত্রের একটি বিষয়ের দিকেই ইঙ্গিত করে। সেটা হল কোন এলাকা বৃক্ষহীন করে ফেললে সেটা নতুন ওই এলাকাকে জ্বালিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি করে।’ গবেষকরা তিনটি আলাদা সূত্র থেকে তথ্য নিয়ে এই গবেষণা পরিচালনা করেছেন।
২০১৯ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের বন উজাড় করার তথ্য এবং বছরের শুরু থেকে আগস্টের ১৪ তারিখ পর্যন্ত ঘটে যাওয়া দাবানলগুলোর তথ্য আমলে নেওয়া হয়েছে গবেষণাটিতে।
গবেষণাতে দাবি করা হয়, ‘২০১৯ সালে আমাজনে যে পরিমাণ আগুনের ঘটনা ঘটেছে তা শুধু শুষ্ক মৌসুমের কারণে নয়। অধিকাংশ রাজ্যেই আগুনের ঘটনা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ঘটেছে। আগস্টের ১৪ তারিখ পর্যন্ত আগুনের ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭২৮টি, যা একই সময়ে গত তিন বছরের গড়ের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেশি।’
মূলত যারা বা যে দেশ এ ধরনের নাশকতা ঘটাচ্ছে, তারা জঙ্গলে আগুন লাগানোর ক্ষয়-ক্ষতির বিষয় নিয়ে মোটেও ভাবেননি। ভাবেননি এতে মানবজাতির কতটা সর্বনাশ করছেন তারা সে সবও! কতটা চরম হুমকির মুখে ফেলছে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে সেটাও মাথায় নেননি। মাথায় নেননি বন্যপ্রাণীরা আবাসস্থল হারাচ্ছে, আর বিভিন্ন প্রজাতির সরীসৃপ, পোকামাকড়, অণুজীব পুড়ে ছারখার হচ্ছে, সে সবও মাথায় নেননি।
বিষয়গুলো নিয়ে ভাবলে বোধকরি তারা সজ্ঞানে আগুন লাগিয়ে এমন ধ্বংসাত্মক কাণ্ড ঘটানোর সাহস পেতেন না। অবাককরা তথ্য হচ্ছে, আমাজন বনের গাছপালা থেকেই সমগ্র বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের চাহিদা মিটছে! অথচ উক্ত অঞ্চলের লোকজন তার কদর করছেন না, বরং পুড়িয়ে ছারখার করছেন। কতটা নির্দয় হলে মানুষ এমন জঘন্য কর্মকাণ্ড ঘটাতে পারেন তা আমাদের কাছে বোধগম্য নয়।
প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলতে হচ্ছে, আগুন শুধু প্রাকৃতিক জঙ্গলে লাগানো হচ্ছে না— অনেকে নিজস্ব মালিকানাধীন জঙ্গলে নিজেরাই আগুন লাগিয়ে থাকেন, যা বাংলাদেশেও ঘটছে। বাংলাদেশে সাধারণত তিনটি কারণে আগুন লাগানো হচ্ছে। প্রথমত: নাশকতা। দ্বিতীয়: আর্থিক সাশ্রয় ও সময়ের তাগিদ। তৃতীয়: দুর্গম দুর্ভেদ্যতার কারণ। বিশেষ করে বাংলাদেশের জুম চাষিরা এ কাজ বেশি করছেন। মাঝে মধ্যে দুর্বৃত্তরাও ঝোপ-জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে।
যারা নিজের মালিকানাধীন জঙ্গলে আগুন লাগাচ্ছেন তাদের ধারণা এতে অন্যের ক্ষতির কারণ কোথায়! আসলে যে ওই ব্যক্তি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছেন জীববৈচিত্র্য ধ্বংস করে, তা তিনি অবগত নন বিধায় এ সব ভাবছেন। সেই বিষয়টিও আসলে অনেকের অজানা, তাই আমাদের উচিত এ ব্যাপারে সবাইকে বিশদভাবে জানানো। জানানো উচিত, এটি একটি অনুচিত ও গর্হিত কাজ। বিষয়টি লোকের দ্বারে দ্বারে গিয়ে জানানো সম্ভব নয় বিধায় প্রয়োজন ব্যাপক প্রচার-প্রচারণার। বিশেষ করে বাংলাদেশের জুমচাষিদের আগুন লাগানোর ক্ষতিকর দিক সম্পর্কে স্পষ্ট করে জানাতে হবে, যাতে বন-পাহাড়ে আগুন লাগানো থেকে বিরত থাকেন তারা। তাতে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে, তেমনি রক্ষা পাবে জীববৈচিত্র্যও। সর্বোপরি পরিবেশবাদী সংগঠনগুলোর কাছে আমাদের দাবি এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার। যাতে অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার তথা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ হয়।
লেখক: কথাসাহিত্যিক ও কলামিস্ট
আরএ/