মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পরিবেশ উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে

পৃথিবীর সব উন্নত দেশে বর্জ্য ব্যবস্থাপনা অনেক আধুনিক। সেসব দেশের মানুষ তাদের প্রতি দিনের ব্যবহৃত বর্জ্য যেমন— খাবারের অবশিষ্টাংশ, কাগজ বা ব্যবহৃত টিস্যু পেপার, পলিথিন বা প্লাস্টিক ব্যাগ, পঁচা ফল-মূল, মুখের কফ, সিগারেটের অবশিষ্টাংশসহ সবকিছু নির্দিষ্ট বিনে বা বাক্সে ফেলে। সেখান থেকে সেসব বর্জ্য নির্ধারিত লোকজন সংগ্রহ করেন। এরমধ্যে যেসব বর্জ্য পুনর্ব্যবহার (recycling) করা যায় সেসব আলাদা করেন এবং প্রক্রিয়া (process) করে পুনরায় ব্যবহার করেন।

আমাদের মত উন্নয়শীল দেশে সেটা করা এখনো সম্ভবপর হয়নি। তাই বলে এটি কখনো করা সম্ভব নয়— তা কিন্তু নয়। এটি অবশ্যই করা সম্ভব এবং তা করতেই হবে। না করলে আমাদের মৃত্যুর পর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের অভিযুক্ত করবে । আমরা নিশ্চয়ই সে অভিযোগে অপমানিত হতে চাই না ।

অজ্ঞতা ও অসচেতনতার জন্য আমাদের মত দেশের বিশাল জনগোষ্ঠী তাদের বর্জ্য যেখানে সেখানে ফেলে দিয়ে মনে করে এটা কোনো অপকর্ম নয় ..। কিন্তু তারা জানে না যে, তাদের ফেলা এ সব বর্জ্যের মধ্যে অনেকগুলো রোগ বালাই সৃষ্টি করে তাদের নিজের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঘটনা ঘটাচ্ছে। পরিবেশ দূষণের মাধ্যমে আমরা যে নিজেদের জীবন এবং আমাদের সন্তানদের অনাগত জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি তা বুঝাতে হবে আমাদের বিশাল অসচেতন জনগোষ্ঠীকে।

সরকারের এ বিষয়ে বড় দায়িত্ব রয়েছে। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যত প্রশাসনিক সভা হয়ে থাকে সেখানে পরিবেশের ব্যাপারে সব জনপ্রতিনিধিকে সচেতন করতে হবে। প্রয়োজনে মাসিক সমন্বয় সভায় যে সব জনপ্রতিনিধি পরিবেশ নিয়ে প্রশংসনীয় কাজ করে চলেছেন তাদের পুরস্কৃত করতে পারে সরকার। তাহলে অন্যরাও এ বিষয়ে সচেতন হবেন এবং নিজেরাও পরিবেশ উন্নয়নে কাজ করবেন ।

গ্রাম-গঞ্জ কিংবা শহরে যত রাজনৈতিক সভা-সমাবেশ হয় সেসব সভা-সমাবেশের যিনি প্রধান অতিথি কিংবা বক্তা থাকেন তিনি দেশের পরিবেশ উন্নয়ন ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে বক্তব্য রাখার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া দরকার। রাজনৈতিক কর্মকাণ্ডের সবক্ষেত্রে আধুনিক শিক্ষা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা , মানবাধিকার সুরক্ষা, সরকারি অর্থের সঠিক ব্যবহার, নারী নির্যাতন বন্ধ করা ইত্যাদি বিষয়ে সব সময় আলোচনা করতে হবে আমাদের।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অঙ্গন পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে বার বার সচেতন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও তা জানাতে হবে। যে সব শিশু শৈশব থেকে পরিষ্কার-পরিছন্ন থাকতে শেখে তারা সারা জীবন পরিষ্কার রাখে নিজেকে ও চারপাশকে।

আমি দেশের ৭২টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। এদের ৯০% প্রতিষ্ঠানে পড়ানোর সৌভাগ্যও হয়েছে আমার। এসবের মধ্যে নটরডেম কলেজ যেটিতে আমি শিক্ষার্থী ছিলাম ৪৩ বছর আগে সেটির পরিবেশ অসাধারণ। যা কিনা আমার জীবনকে পাল্টে দিয়েছে। এ ছাড়া রাজশাহী কলেজ ক্যাম্পাসের প্রশংসা করতেই হবে। সেটির সম্মানিত অধ্যক্ষ ২০১৭ সালে আমাকে সঙ্গে নিয়ে কলেজটির সব স্থান দেখান। তিনি আমাকে জানালেন যে, এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার পর কয়েকটি বিষয়ে সর্তক করা হয় । তা হলো—

- কলেজের টয়লেটের বেসিন ব্যতীত অন্য কোথায় থুথু ফেলা
যাবে না ।
-দেয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে
-ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ ।
-ফুল বা অন্য গাছের পাতা ছেঁড়া যাবে না ।
-কাগজের টুকরা মাটিতে ফেলা যাবে না ।
-উচ্চ স্বরে কথা বলা যাবে না । এসব আরও কিছু বিষয় ।

রাজশাহী কলেজটির ব্যবস্থাপনা, পরিবেশ ও রেজাল্ট বিবেচনায় সেটি অনেকবার সেরা কলেজের পুরস্কার পেয়েছে।

ক্যাডেট কলেজসহ দেশের অনেক স্কুল কলেজের পরিবেশ পরিছন্ন রয়েছে। তবে বিপুল সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ ভাল দেখিনি। আমি যখনই শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি তখনই তাদের পরিবেশ সচেতন করতে চেষ্টা করি। তাদের সৌন্দর্য বোধ সম্পর্কে অবহিত করি।

আমাদের মনে রাখতে হবে যে, আমরা নিজেরা যত পরিবেশ সুন্দর রাখব, দেশ তত সুন্দর হবে। আসুন আমরা আমাদের চার পাশের সবাইকে এ বিষয়ে সচেতন করি।

লেখক: সাবেক কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাহী পরিচালক, সেন্টার ফর ট্যাক্স এডুকেশন অ্যান্ড রিসার্চ

আরএ/

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি