শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

মেয়াদ উত্তীর্ণ জেলা পরিষদ এবং প্রশাসক নিয়োগ বিষয়ে পর্যালোচনা

স্থানীয় সরকার, টেকসই উন্নয়ন এবং তৃণমূল রাজনীতি সংশ্লিষ্ট গবেষক হিসেবে ৬১টি জেলা পরিষদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা হিসেবে প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুসরণ করছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, যথাসময়ে নির্বাচন না হওয়ায় জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলায় প্রথমবারের জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা ২০১৭ সালের ১১ জানুয়ারি শপথ নেন। সেই বছরের জানুয়ারিতে জেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে চলতি বছরের জানুয়ারিতে পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। তবে সংসদে পাস হওয়া সদ্য সংশোধিত আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করার কথা।

জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২’ গত ৬ এপ্রিল সংসদে পাস হয়েছে। জেলা পর্যায়ের স্থানীয় সরকার সংস্থার পাঁচ বছরের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করে বিলে বলা হয়েছে, কোনো অজুহাতে পাঁচ বছরের মেয়াদের পর কোনো জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে থাকবেন না। সরকার পরবর্তী কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত স্থানীয় সংস্থা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করবে যা আইনে বলা হয়েছে। জেলা পরিষদ আইন ২০০০ একটি নির্বাচিত কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত জেলা পরিষদে একজন প্রশাসক নিয়োগের অনুমতি দেয়, তবে পরিষদের চেয়ারম্যান বা সদস্যের মেয়াদ শেষ হওয়ার পরে প্রশাসক নিয়োগের কোন বিধান নেই। প্রশাসকের সময়কাল ১৮০ দিনের বেশি হবে না এবং কেউ একবারের বেশি প্রশাসক হতে পারবেন না, বিলে বলা হয়েছে।

আমি ২০২২ সালে সংশোধিত জেলা পরিষদ আইন নিয়ে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বিতর্ক শুনছিলাম। বিলের বিরোধিতা করে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বিলটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছেন যে এটি সংবিধানের ১১ অনুচ্ছেদের পরিপন্থী যা 'সর্বস্তরে প্রশাসনে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করেছে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া একদিনও জেলা পরিষদ রাখা ঠিক হবে না। সংবিধানে বলা আছে, নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো কর আরোপ করা যাবে না। তাহলে ভোট না দিয়ে প্রশাসক থাকবেন কেন, প্রশ্ন করেন জাতীয় পার্টির একজন সংসদ সদস্য। বিএনপির সংসদ সদস্য বলেছে, জেলা পরিষদে আওয়ামী লীগ নেতাদের নিয়োগের জন্য বিলে এই বিধান রাখা হয়েছে। সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অনেক জনপ্রতিনিধির ফাইল মেয়াদ শেষ হওয়ার পর আদালতে যায় এবং আদালতের আদেশ পেয়েও ২০ বছর পদে বহাল থাকে। মন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রবণতা ঠেকাতে সরকার প্রশাসক নিয়োগের পদক্ষেপ নিয়েছে।

সত্যি বলতে, সংসদে এমপি-মন্ত্রীর বিতর্ক আমাকে এ বিষয়ে আমার পর্যবেক্ষণ লিখতে অনুপ্রাণিত করেছে। প্রসঙ্গক্রমে, আমি সংবিধানের ৫৯(১) অনুচ্ছেদ সম্পর্কে কথা বলি যেখানে উল্লেখ করা হয়েছে ‘প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক ইউনিটে স্থানীয় সরকার আইন অনুসারে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংস্থার কাছে ন্যস্ত করা হবে’। নিশ্চয়ই জেলা পরিষদে প্রশাসক রাখা একটি অন্তর্বর্তী ব্যবস্থা। এটি একটি অনির্দিষ্ট সময়ের জন্য চলতে পারে না যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 'জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২' অনুযায়ী, সরকার পরবর্তী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত স্থানীয় সংস্থার কার্যাবলী সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। পরবর্তী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক দায়িত্বে থাকবেন। যাইহোক, প্রশাসকের মেয়াদ ১৮০ দিনের বেশি হবে না এবং কেউ একবারের বেশি প্রশাসক হতে পারবে না।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে ৬১টি জেলা পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও নির্বাচন কমিশন এখন নির্বাচন করতে প্রস্তুত নয়। ইসি সূত্রে জানা গেছে, বাকি ২০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষ হলেই ভোটার তালিকা চূড়ান্ত করে জেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে কমিশন। আইন অনুযায়ী, সিটি করপোরেশন থেকে ইউপি পর্যন্ত সব স্থানীয় সরকার সংস্থার নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদের ভোটার। ফলে ইউপি নির্বাচন সম্পন্ন না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হবে না। যেহেতু একজন প্রশাসক ১৮০ দিনের বেশি জেলা পরিষদের দায়িত্ব পালন করতে পারবেন না, কাজেই নির্বাচন কমিশন কে এখন থেকে অন্তত পরবর্তী চার মাসের মধ্যে বাকি ২০০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার জন্য সক্রিয় হতে হবে বলে আমি মনে করি। সরকারকে নিশ্চিত করতে হবে যে, সব জেলা পরিষদ নির্বাচন এই বছর সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

আমি মনে করি, জেলার উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করতে জেলা পরিষদের প্রশাসকদের আরও ক্ষমতা দেওয়া উচিত। একই সঙ্গে স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় করার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে, ঢাকাপ্রকাশ-এ গত মাসে প্রকাশিত আমার একটি লেখায় আমি জেলা পরিষদের কার্যকারিতার ওপর জোর দিয়েছিলাম। মানুষের মতামত শোনা এবং তাদের অংশগ্রহণের অধিকারকে সম্মান করার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়। স্থানীয় সরকার সংস্থাগুলোকে শক্তিশালী না করলে এবং তাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে না দিলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করা যাবে না। দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন অপরিহার্য। ফলস্বরূপ, স্থানীয় সরকারে সামগ্রিক সংস্কার আনা এখন একটি গুরুত্বপূর্ণ দাবি।

নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে প্রশাসককে তা নিশ্চিত করতে হবে, জনসেবার পরিমাণগত ও গুণগত উন্নতির পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনও বিড়ম্বনা ছাড়াই সেসব সেবা-সুবিধা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ভালো কর্মদক্ষতা দেখানো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে মানদণ্ড হিসেবে চিহ্নিত করা যেতে পারে। স্থানীয় সরকার অবশ্যই তার নাগরিকের প্রতি দায়বদ্ধ। তাদেরকে সততার সাথে জনস্বার্থ সুরক্ষার নিশ্চয়তা দেওয়া উচিত। আবারও আমি জোর দিয়ে বলতে চাই, গণমানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকার করা ছাড়া নতুন সংশোধিত আইন বা নতুন কোনো বিধান জনগণের ভাগ্য পরিবর্তনে কাজে আসবে না ।

লেখক: সহযোগী অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ভিজিটিং স্কলার (অক্সফোর্ড ও কেমব্রিজ)।

 

ই-মেইল: t.islam@juniv.edu

Header Ad
Header Ad

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

কাশ্মির সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার (১৫ মে) রাতে কামরার একটি অপারেশনাল বিমানঘাঁটি পরিদর্শনের সময় এই তথ্য নিশ্চিত করেন।

শেহবাজ শরিফ জানান, চলতি মাসের ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময় কাশ্মিরের পামপুর এলাকায় ভারতের একটি মিরাজ ২০০০ ফাইটার জেট গুলি করে নামিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। এই নিয়ে পাকিস্তানের দাবি অনুযায়ী ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ ঘাঁটিতে পৌঁছে সামনের সারির পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই অভিযানে তাদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

সফরকালে দেওয়া বক্তব্যে শেহবাজ বলেন, “ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে আমাদের সশস্ত্র বাহিনী কৌশলগত দূরদর্শিতা ও সংযম প্রদর্শন করেছে। একইসঙ্গে দ্রুত ও কার্যকর জবাব দিয়ে শত্রুপক্ষের সামরিক কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনও পিছপা হবে না।”

তিনি আরও বলেন, “সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিটি সামরিক শাখা যেভাবে সজাগতা ও সাহসিকতা দেখিয়েছে, তাতে পুরো জাতি গর্বিত। জাতীয় নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় আমাদের প্রতিটি সৈনিক সদা প্রস্তুত রয়েছে।”

এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই তালিকায় রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০। এবার সেই তালিকায় যুক্ত হলো মিরাজ ২০০০ ফাইটার জেট।

ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কেবল জানিয়েছে, “ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ”—এ বক্তব্যে তারা পরোক্ষভাবে সংঘাতের স্বীকৃতি দিলেও যুদ্ধবিমান হারানোর বিষয়টি প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এমন দাবি এবং ভারতের নিরবতা দক্ষিণ এশিয়ায় কৌশলগত উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।

Header Ad
Header Ad

ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

ছবি: সংগৃহীত

লা লিগার মঞ্চে ফের চ্যাম্পিয়নের মুকুট উঠল বার্সেলোনার মাথায়। আর সেই সাফল্যের নায়ক, কে আর-ই বা হতে পারেন—লামিন ইয়ামাল। তরুণ এই উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্সে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তুলল কাতালানরা।

ম্যাচের ৫৩ মিনিটে ইয়ামাল দারুণ এক বাঁকানো শটে জালের দেখা পান। এরপর যোগ করা সময়ের (৯৫ মিনিট) এক আক্রমণে তার পাস থেকেই ফেরমিন লোপেজ ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষের মাঠে এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়ায় ৮৬, যা দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট বেশি। হাতে আছে মাত্র দুই ম্যাচ—ফলে শিরোপা এখন নিশ্চিতভাবেই বার্সেলোনার।

বার্সার জন্য এ ছিল ঘরোয়া ট্রেবল নিশ্চিত করার ম্যাচ। জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ, মে মাসের শুরুতে কোপা দেল রে—এবার লা লিগা। তবে ইউরোপ সেরার মঞ্চে চ্যাম্পিয়নস লিগ জয় অধরাই রয়ে গেল ফ্লিকের তরুণ বাহিনীর।

প্রতিপক্ষ এস্পানিয়লের মাঠে ঠিক এক বছর আগেও লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সা। তখন ক্ষুব্ধ এস্পানিয়ল সমর্থকরা মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এবারও কিছুটা উত্তেজনা দেখা গেল—ম্যাচ শেষে পানি ছুড়ে দেওয়া হলো বার্সা খেলোয়াড়দের দিকে, তবে তারা দ্রুত মাঠ ছাড়েন।

প্রথমার্ধে যদিও বার্সা বলের দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং এস্পানিয়লই বিপদজনক হয়ে উঠেছিল পাল্টা আক্রমণে, যেখানে তাদের একটি শট রুখে দেন গোলরক্ষক শেজনি।

শেষদিকে ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে, যখন ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন এস্পানিয়লের লিয়ান্দ্রো কাবরেরা। দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা, কিন্তু তাতেও তারা লড়াই থামায়নি। তবে লোপেজের গোলেই তাদের প্রত্যাশার অবসান ঘটে।

এই শিরোপা গত ছয় বছরে বার্সার দ্বিতীয় লা লিগা জয়। এবারের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ক্লাবের তরুণ খেলোয়াড়েরা। বিশেষ করে ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল, যিনি মৌসুমজুড়েই বার্সার আক্রমণের প্রাণভোমরা হয়ে খেলেছেন। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকোর মতো বড় দলের বিপক্ষে গোল করার পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন তিনি।

Header Ad
Header Ad

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। নিহতদের মধ্যে একজন ট্রাকচালক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় এবং বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং ১২ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!
রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
মাহফুজ জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড : রাশেদ খাঁন
তদবির বাণিজ্য: এনসিপির সাবেক নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব
বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার
মুফতি স্বামীর বিরুদ্ধে হ্যাপির মামলা, ৯ বিয়ে ও নির্যাতনের অভিযোগ
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী
মেট্রোরেলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ
৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো ডিএসসিসি
চুরির টাকায় ফ্রিজ-আলমারি কিনে ধরা খেল কেয়ারটেকার