সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

দুর্দান্ত গতিতে বাংলাদেশের এগিয়ে চলা

 

১.

ধর্মের ভিত্তিতে উপমহাদেশে দু’টি দেশের জন্ম হলো। ভারত আর পাকিস্তান; এর মাঝে ‘অদ্ভূত’ এই রাষ্ট্রটির আবার দু’টি ভাগ। এক অংশ থেকে আরেক অংশের দূরত্ব ১৩০০ মাইল। কিন্তু দূরত্বটা যে কেবল ভৌগোলিক ছিল, তা নয়। দূরত্ব ছিলো সর্বক্ষেত্রেই। সেটা যেমন প্রশাসনিক, তেমন অর্থনৈতিক এবং রাজনৈতিক।  

১৯৪৭ থেকে ১৯৭১ - এই ২৪ বছর পশ্চিম পাকিস্তানের চাপিয়ে দেয়া বৈষম্যমূলক আচরণের ভারে পূর্ব পাকিস্তানের অর্থনীতির মেরুদ- ভেঙে পড়ে। সামাজিক-প্রশাসনিক তো রয়েছে-ই, তবে পাকিস্তানের দুই অংশের মধ্যে পর্বতসম অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের অভ্যূদয়ের পেছনে বিরাট প্রভাবক হিসেবে কাজ করেছে।

বঞ্চিত হতে হতে মানুষ ঘুরে দাঁড়ায়। অধিকার নিয়ে সজাগ হতে থাকে। এর জন্যে প্রয়োজন সচেতনতার বীজবপনের। আর সেই কাজটি করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষের স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এভাবেই মানুষের মধ্যে সৃষ্টি হয় অধিকার আদায়ের স্পৃহা। জেগে ওঠে বাঙালি। হাতে অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে।

বাংলাদেশের বয়স এখন ৫০। চলতি বছর বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছি আমরা। একাত্তরের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাক হানাদারো আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিপূর্ণ হয়। আত্মপ্রকাশ ঘটে লাল-সবুজের বাংলাদেশের। সেই থেকে যুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশের চেয়ে আজকের বাংলাদেশের ব্যাপক পরিবর্তন ঘটেছে।

বিবিএস ও বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭৩-১৯৭৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিলো মাত্র ২৯৭ মিলিয়ন মার্কিন ডলার। জিডিপির আকার ছিলো ৭ হাজার ৫৭৫ কোটি টাকা। আর মাথাপিছু আয় মাত্র ১২৯ ডলার। দারিদ্র্যের হার ৭০ শতাংশ।

কিন্তু বিজয় অর্জনের পর পঞ্চাশ বছরবয়সী বাংলাদেশের রপ্তানি আয় বহুগুণে বেড়ে মিলিয়ন ডলার থেকে এসেছে বিলিয়ন ডলারের ঘরে। ২০২০ সালের হিসেবে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি বিরাজ স্বত্ত্বেও ২০২১ সালে তা আরও বেড়েছে। জিডিপি আকার ১৯৭৩-১৯৭৪ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে এসে বেড়েছে ৩৬৯ গুণ। পরিমাণে যা প্রায় ২৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। মাথাপিছু আয় বেড়েছে ১৬ গুণের বেশি। অর্থাৎ ২ হাজার ৫৫৪ ডলার। দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ।

 

একসময় সদ্য জন্ম নেয়া ভঙ্গুর অর্থনীতির দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দিলেও এখন বলা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে সেই দেশটি হতে যাচ্ছে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে জায়গা করে নিয়েছে।

বেড়েছে শিক্ষার হার, গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান। অধিকাংশ অবকাঠামো যুদ্ধপরবর্তী বাংলাদেশে নতুন করে নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধেরও ব্যাপক পরিবর্তন সাধন হয়েছে। বাস্তবায়িত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’। বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’। যার সুফল ভোগ করছে দেশর আপামর মানুষ।

২.

মুক্তিযুদ্ধ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের বিষয়টি সামনে রেখে পরিচালিত হয়েছে। তা শুধু পাকিস্তানের নিপীড়নমূলক শাসন থেকে মুক্তি পাওয়াই স্বাধীনতার মূল লক্ষ্য ছিলো না। একটি শোষণবিহীন ন্যায্য সমাজ প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতির পিতা দেশে ফিরে শাসন ক্ষমতাগ্রহণের পরপরই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। সংবিধানে চারটি মূলনীতি-জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্তি হয়। যার মাধ্যমে মুক্তিযুদ্ধের দর্শন স্বীকৃতি পায়। এছাড়া বাঙালি জাতীয়তাবাদের উল্লেখ করায় আমাদের জাতিগত ঐক্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণবিহীন কল্যাণরাষ্ট্র বিনির্মাণই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধানতম উদ্দেশ্য। জাতির পিতা সে লক্ষ্যেই নতুন দেশের যাত্রা শুরু করেছিলেন।

জাতির পিতা মাত্র সাড়ে তিনবছর দেশ গড়ার সুযোগ পান। এই সময়ের মধ্যেই এমন কোনো খাত নেই যে তিনি এর ভিত্তি গড়ে দিয়ে যাননি। এর মাঝেই জাতির জীবনে নেমে আসে ১৫ আগস্টের কালো অধ্যায়। বাঙালির জীবনে নেমে আসে আরেক অমানিশা। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ থেকে বিচ্যুত হয় দেশ। পঁচাত্তরের পর রাজনৈতিক পরিমন্ডলে সহাবস্থানের পরিবেশ বিনষ্ট হয়। বহুধাবিভক্ত রাজনৈতিক পরিমন্ডল অচিরেই সহিংস সংঘাতের উৎসে পরিণত হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতিগত ঐক্যের উপর আসে নানামুখী আক্রমণ। জাতীয় সংগ্রাম ও ইতিহাসকে দলীয় মোড়কে উপস্থাপনেরও চেষ্টা করা হয়।

একই সঙ্গে বাড়তে থাকে সার্বভৌমত্বের উপর চাপ। রাজনৈতিক স্থিতিশীলতা নানামুখী চাপের মুখে থাকার কারণে ব্যাহত হয় সুশাসন। দখলদারি আর স্বৈরাচারের শাসনে চারিদিকে নেমে আসে অরাজকতা। স্বাধীনতাবিরোধী ও পঁচাত্তরের কুশীলবেরা সবসময়ই বাংলাদেশের উন্নয়ন কিংবা এগিয়ে যাওয়া সহজভাবে নিতে পারেনি। যার ফলশ্রুতিতে বারবারই হোঁচট খেয়েছে লক্ষপ্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই গোষ্ঠী বাদে বাংলাদেশে সবসময়ই জাতীয় ঐক্য বিরাজ করেছে।

কেননা জাতীয় ঐক্যের ফলই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম। কিন্তু মুক্তিযুদ্ধ যেরকম ঐক্য ও সহাবস্থানের মাধ্যমে পরিচালিত হয়েছিল স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তেমনটা ছিলো না।

যদিও ৯০-এর দশকে একনায়কতন্ত্রের পতন ঘটে। বাংলাদেশ হাঁটে গণতন্ত্রায়ণের পথে। দীর্ঘ ২১ বছর ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে স্বাধীনতা সংগ্রামের নেতৃত¦দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ।

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষের অধিকার আদায়ে হয়ে ওঠে জনপ্রিয় রাজনৈতিক দলে। গণতান্ত্রিক পরিবেশের পক্ষে জাতীয় ঐক্য গড়ে তোলার পক্ষে কার্যক্রম চালায়। মানুষও তা গ্রহণ করে। দেশে বিরাজ করে রাজনৈতিক স্থিতিশীলতা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিনিয়োগের উৎকৃষ্ট গন্তব্য। বিজয়ের ৫০ বছর পর তা সম্ভব হয়েছে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। যা সম্মুখে থেকে জনগণকে প্রেরণা যোগায়। 

৩.

মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে- সেই জায়গা থেকে এখনও বাংলাদেশ কিছুটা দূরে। বহুদলীয় গণতন্ত্র নির্মাণের জন্য রাজনৈতিক পরিমণ্ডলকে যে পুনর্গঠনের দরকার ছিল তা সেভাবে আমরা লক্ষ্য করি না। ফলে এখনও এই দেশে স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দম্ভভরে ঘুরে বেড়ায়। যার চিহ্ন আমরা প্রায়ই তাদের সহিংস কর্মকা-ে দেখতে পাই। তাদের এই অপচেষ্টা রুখে দিতে বিপুল তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক কর্মসূচি প্রণয়ন করতে হবে। আমাদের উত্তর প্রজন্মের ঐক্য, শ্রদ্ধা ও জ্ঞান সন্দেহাতীতভাবে অপ্রতুল। তাদের এই স্পৃহাকে কাজে লাগাতে হবে। তবেই মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা থেকে আমরা বিচ্যুত হবো না।

মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিলো শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু সেদিকে বাংলাদেশের সন্তোষজনক গতি সঞ্চারিত হয়নি। এত উন্নয়নের মাঝেও আয় বৈষম্য দিনকে দিন বেড়ে চলেছে। উন্নয়নের সুফল   ভোগ করছে মুষ্টিমেয় একটি গোষ্ঠী। খেটে খাওয়া সাধারণ মানুষ আজও গুণগত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও সুশাসন হতে বঞ্চিত।

শিক্ষার হার বাড়লেও গুণগতভাবে তার প্রভাব কম। গতবছরে ইউএনডিপি কর্তৃক প্রকাশিত ‘গ্লোবাল নলেজ ইনডেক্স ২০২০’-এ বাংলাদেশ ১৩৮ টি দেশের মধ্যে ১১২ তে অবস্থান করছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে পিছিয়ে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্যোগ নিয়েছেন। গড়ে তুলেছেন নতুন নতুন শিক্ষা-প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয়। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাপ্রদান ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

এছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে মানসম্মত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে হবে। দূর করতে হবে কৃষিক্ষেত্রে অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম। কেননা দিনকে দিন ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। গণমাধ্যমে বিদেশে অর্থপাচারের খবরও বিস্তর কম নয়।আসছে  ঋণখেলাপি ও ঋণ কেলেঙ্কারির খবর। আমাদের যে অর্থ ও সম্পদ রয়েছে তার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা গেলে আমরা দ্রুত উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিতে পারবো।

৪.

মুক্তিযুদ্ধের চেতনায় তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। আমাদের তাঁর রোডম্যাপ অনুযায়ী কাজ করে যেতে হবে। নিজেদের জায়গা থেকে ভিন্ন সংস্কৃতি ও ভিন্নমতকে স্বীকার করতে হবে। মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিলো জাতীয় ত্যাগেহর ফলেই। যুদ্ধের দিনগুলোর সকল অর্জন যেমন জাতীয় অর্জন ও সকল ত্যাগ জাতীয় ত্যাগ। এই দেশটা আমাদের সবার। শুধু মুসলিম-হিন্দু-খ্রিস্টান ও বৌদ্ধ নয়- এই দেশটা সবার।  সবার নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনের অধিকার রয়েছে। ইসলামের মূল চেতনাও তা-ই। সেই অধিকার প্রতিষ্ঠা ছিলো মুক্তিযুদ্ধের মূল চেতনা।

আর এই কথাটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণেও উল্লেখ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, .... মনে রাখবেন! শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-নন বাঙালি যারা আছে তাঁরা আমাদের ভাই, তাঁদের রক্ষার দায়িত্ব আমাদের ওপর। আমাদের যেন বদনাম না হয়।

বিজয়ের ৫০ বছরেও যেন বঙ্গবন্ধুর সেই ভাষণের এই উদ্ধৃতি প্রাসঙ্গিক। কেননা এ ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে রাতারাতি সশস্ত্র করে তোলে। একটি ভাষণকে অবলম্বন করে স্বাধীনতার জন্য ৩০ লাখ বাঙালি জীবন উৎসর্গ ও কয়েক লাখ মা-বোন সম্ভ্রম বিসর্জন দেন। বিনিময়ে আমরা পাই লাল-সবুজের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য শুভ কামনা- এগিয়ে যাক আমার দেশ।

লেখক: উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়। #

Header Ad
Header Ad

মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভুত্থানে গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে-আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’য় এ কথা বলেন তিনি।
আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে বলে ফের জানিয়েছেন তিনি

এ সময় তিনি আরও বলেন, শুধু মানবিক সহায়তা নয়, নিরাপদ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান।

বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান।

আলজাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

আলজাজিরার উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, এটা কি বলা ঠিক যে, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। কারণ, পুরোনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অনেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে।

জবাবে ড. ইউনূস বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না। বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনও বলছে না।

লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে?

জবাবে ড. ইউনূস বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার চেষ্টা করছি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া যাতে তৈরি হয়।

নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে কিনা– এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন,
এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে–তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তা ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয়, সেটাসহ নানা বিষয় সামনে আসতে পারে।

তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা বলতে পারে যে, এ আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

সাক্ষাৎকারে থাইল্যান্ডের ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রসঙ্গ ওঠে। ড. ইউনূস জানান,
তিনি বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন তিনি। জবাবে মোদি বলেছিলেন, এটা তার জন্য সম্ভব নয়। শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূস বলেন, একসঙ্গে কাজ করার নীতি নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা একসঙ্গেই পারস্পরিক সহযোগিতামূলক পদক্ষেপ নিতে চাই।

Header Ad
Header Ad

ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কমতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

সারাদেশের সকাল ৬ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুরের ডিমলাতে সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Header Ad
Header Ad

সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অংশ হিসেবে আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, চর্চা, ঐক্যে এবং সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। গত ৫৩ বছর মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, পথ উন্মুক্ত করা যায়, যেন সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তারাই অংশ হিসেবে এ আলোচনা।

তিনি আরও বলেন, শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশই যথেষ্ট নয়। সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কাজে কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় আছি।

ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সবাই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সবাই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে স্প্রেডশিট আকারে ৩৯টি দলের কাছে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ৩৫টি দল মতামত জমা দিয়েছে বলে জানান আলী রীয়াজ। রোববার পর্যন্ত কমিশন ১৯টি দলের সঙ্গে সংলাপ করেছে। ২০তম দল হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গে কমিশন সংলাপ করছে বলে জানান আলী রীয়াজ।

২০১৮ সালে বর্তমান গণঅধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, তাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নতুন পর্যায় সূচনা হয়েছিল। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পর্যায়ে একটি অভূতপূর্ব ও অভাবনীয় গণঅভ্যুত্থান হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
হাকিমপুরে গরীবের চাল ছাত্রলীগ নেতার গুদামে
চুরির অভিযোগে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ভারত-পাকিস্তান ইস্যুতে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা
সাব-ইন্সপেক্টর পদে প্রাথমিক সুপারিশ পেল ৫৯৯ জন
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু