বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

দুর্দান্ত গতিতে বাংলাদেশের এগিয়ে চলা

 

১.

ধর্মের ভিত্তিতে উপমহাদেশে দু’টি দেশের জন্ম হলো। ভারত আর পাকিস্তান; এর মাঝে ‘অদ্ভূত’ এই রাষ্ট্রটির আবার দু’টি ভাগ। এক অংশ থেকে আরেক অংশের দূরত্ব ১৩০০ মাইল। কিন্তু দূরত্বটা যে কেবল ভৌগোলিক ছিল, তা নয়। দূরত্ব ছিলো সর্বক্ষেত্রেই। সেটা যেমন প্রশাসনিক, তেমন অর্থনৈতিক এবং রাজনৈতিক।  

১৯৪৭ থেকে ১৯৭১ - এই ২৪ বছর পশ্চিম পাকিস্তানের চাপিয়ে দেয়া বৈষম্যমূলক আচরণের ভারে পূর্ব পাকিস্তানের অর্থনীতির মেরুদ- ভেঙে পড়ে। সামাজিক-প্রশাসনিক তো রয়েছে-ই, তবে পাকিস্তানের দুই অংশের মধ্যে পর্বতসম অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের অভ্যূদয়ের পেছনে বিরাট প্রভাবক হিসেবে কাজ করেছে।

বঞ্চিত হতে হতে মানুষ ঘুরে দাঁড়ায়। অধিকার নিয়ে সজাগ হতে থাকে। এর জন্যে প্রয়োজন সচেতনতার বীজবপনের। আর সেই কাজটি করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষের স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এভাবেই মানুষের মধ্যে সৃষ্টি হয় অধিকার আদায়ের স্পৃহা। জেগে ওঠে বাঙালি। হাতে অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে।

বাংলাদেশের বয়স এখন ৫০। চলতি বছর বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছি আমরা। একাত্তরের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাক হানাদারো আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিপূর্ণ হয়। আত্মপ্রকাশ ঘটে লাল-সবুজের বাংলাদেশের। সেই থেকে যুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশের চেয়ে আজকের বাংলাদেশের ব্যাপক পরিবর্তন ঘটেছে।

বিবিএস ও বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭৩-১৯৭৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিলো মাত্র ২৯৭ মিলিয়ন মার্কিন ডলার। জিডিপির আকার ছিলো ৭ হাজার ৫৭৫ কোটি টাকা। আর মাথাপিছু আয় মাত্র ১২৯ ডলার। দারিদ্র্যের হার ৭০ শতাংশ।

কিন্তু বিজয় অর্জনের পর পঞ্চাশ বছরবয়সী বাংলাদেশের রপ্তানি আয় বহুগুণে বেড়ে মিলিয়ন ডলার থেকে এসেছে বিলিয়ন ডলারের ঘরে। ২০২০ সালের হিসেবে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি বিরাজ স্বত্ত্বেও ২০২১ সালে তা আরও বেড়েছে। জিডিপি আকার ১৯৭৩-১৯৭৪ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে এসে বেড়েছে ৩৬৯ গুণ। পরিমাণে যা প্রায় ২৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। মাথাপিছু আয় বেড়েছে ১৬ গুণের বেশি। অর্থাৎ ২ হাজার ৫৫৪ ডলার। দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ।

 

একসময় সদ্য জন্ম নেয়া ভঙ্গুর অর্থনীতির দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দিলেও এখন বলা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে সেই দেশটি হতে যাচ্ছে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে জায়গা করে নিয়েছে।

বেড়েছে শিক্ষার হার, গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান। অধিকাংশ অবকাঠামো যুদ্ধপরবর্তী বাংলাদেশে নতুন করে নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধেরও ব্যাপক পরিবর্তন সাধন হয়েছে। বাস্তবায়িত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’। বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’। যার সুফল ভোগ করছে দেশর আপামর মানুষ।

২.

মুক্তিযুদ্ধ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের বিষয়টি সামনে রেখে পরিচালিত হয়েছে। তা শুধু পাকিস্তানের নিপীড়নমূলক শাসন থেকে মুক্তি পাওয়াই স্বাধীনতার মূল লক্ষ্য ছিলো না। একটি শোষণবিহীন ন্যায্য সমাজ প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতির পিতা দেশে ফিরে শাসন ক্ষমতাগ্রহণের পরপরই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। সংবিধানে চারটি মূলনীতি-জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্তি হয়। যার মাধ্যমে মুক্তিযুদ্ধের দর্শন স্বীকৃতি পায়। এছাড়া বাঙালি জাতীয়তাবাদের উল্লেখ করায় আমাদের জাতিগত ঐক্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণবিহীন কল্যাণরাষ্ট্র বিনির্মাণই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধানতম উদ্দেশ্য। জাতির পিতা সে লক্ষ্যেই নতুন দেশের যাত্রা শুরু করেছিলেন।

জাতির পিতা মাত্র সাড়ে তিনবছর দেশ গড়ার সুযোগ পান। এই সময়ের মধ্যেই এমন কোনো খাত নেই যে তিনি এর ভিত্তি গড়ে দিয়ে যাননি। এর মাঝেই জাতির জীবনে নেমে আসে ১৫ আগস্টের কালো অধ্যায়। বাঙালির জীবনে নেমে আসে আরেক অমানিশা। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ থেকে বিচ্যুত হয় দেশ। পঁচাত্তরের পর রাজনৈতিক পরিমন্ডলে সহাবস্থানের পরিবেশ বিনষ্ট হয়। বহুধাবিভক্ত রাজনৈতিক পরিমন্ডল অচিরেই সহিংস সংঘাতের উৎসে পরিণত হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতিগত ঐক্যের উপর আসে নানামুখী আক্রমণ। জাতীয় সংগ্রাম ও ইতিহাসকে দলীয় মোড়কে উপস্থাপনেরও চেষ্টা করা হয়।

একই সঙ্গে বাড়তে থাকে সার্বভৌমত্বের উপর চাপ। রাজনৈতিক স্থিতিশীলতা নানামুখী চাপের মুখে থাকার কারণে ব্যাহত হয় সুশাসন। দখলদারি আর স্বৈরাচারের শাসনে চারিদিকে নেমে আসে অরাজকতা। স্বাধীনতাবিরোধী ও পঁচাত্তরের কুশীলবেরা সবসময়ই বাংলাদেশের উন্নয়ন কিংবা এগিয়ে যাওয়া সহজভাবে নিতে পারেনি। যার ফলশ্রুতিতে বারবারই হোঁচট খেয়েছে লক্ষপ্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই গোষ্ঠী বাদে বাংলাদেশে সবসময়ই জাতীয় ঐক্য বিরাজ করেছে।

কেননা জাতীয় ঐক্যের ফলই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম। কিন্তু মুক্তিযুদ্ধ যেরকম ঐক্য ও সহাবস্থানের মাধ্যমে পরিচালিত হয়েছিল স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তেমনটা ছিলো না।

যদিও ৯০-এর দশকে একনায়কতন্ত্রের পতন ঘটে। বাংলাদেশ হাঁটে গণতন্ত্রায়ণের পথে। দীর্ঘ ২১ বছর ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে স্বাধীনতা সংগ্রামের নেতৃত¦দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ।

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষের অধিকার আদায়ে হয়ে ওঠে জনপ্রিয় রাজনৈতিক দলে। গণতান্ত্রিক পরিবেশের পক্ষে জাতীয় ঐক্য গড়ে তোলার পক্ষে কার্যক্রম চালায়। মানুষও তা গ্রহণ করে। দেশে বিরাজ করে রাজনৈতিক স্থিতিশীলতা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিনিয়োগের উৎকৃষ্ট গন্তব্য। বিজয়ের ৫০ বছর পর তা সম্ভব হয়েছে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। যা সম্মুখে থেকে জনগণকে প্রেরণা যোগায়। 

৩.

মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে- সেই জায়গা থেকে এখনও বাংলাদেশ কিছুটা দূরে। বহুদলীয় গণতন্ত্র নির্মাণের জন্য রাজনৈতিক পরিমণ্ডলকে যে পুনর্গঠনের দরকার ছিল তা সেভাবে আমরা লক্ষ্য করি না। ফলে এখনও এই দেশে স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দম্ভভরে ঘুরে বেড়ায়। যার চিহ্ন আমরা প্রায়ই তাদের সহিংস কর্মকা-ে দেখতে পাই। তাদের এই অপচেষ্টা রুখে দিতে বিপুল তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক কর্মসূচি প্রণয়ন করতে হবে। আমাদের উত্তর প্রজন্মের ঐক্য, শ্রদ্ধা ও জ্ঞান সন্দেহাতীতভাবে অপ্রতুল। তাদের এই স্পৃহাকে কাজে লাগাতে হবে। তবেই মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা থেকে আমরা বিচ্যুত হবো না।

মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিলো শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু সেদিকে বাংলাদেশের সন্তোষজনক গতি সঞ্চারিত হয়নি। এত উন্নয়নের মাঝেও আয় বৈষম্য দিনকে দিন বেড়ে চলেছে। উন্নয়নের সুফল   ভোগ করছে মুষ্টিমেয় একটি গোষ্ঠী। খেটে খাওয়া সাধারণ মানুষ আজও গুণগত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও সুশাসন হতে বঞ্চিত।

শিক্ষার হার বাড়লেও গুণগতভাবে তার প্রভাব কম। গতবছরে ইউএনডিপি কর্তৃক প্রকাশিত ‘গ্লোবাল নলেজ ইনডেক্স ২০২০’-এ বাংলাদেশ ১৩৮ টি দেশের মধ্যে ১১২ তে অবস্থান করছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে পিছিয়ে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্যোগ নিয়েছেন। গড়ে তুলেছেন নতুন নতুন শিক্ষা-প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয়। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাপ্রদান ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

এছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে মানসম্মত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে হবে। দূর করতে হবে কৃষিক্ষেত্রে অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম। কেননা দিনকে দিন ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। গণমাধ্যমে বিদেশে অর্থপাচারের খবরও বিস্তর কম নয়।আসছে  ঋণখেলাপি ও ঋণ কেলেঙ্কারির খবর। আমাদের যে অর্থ ও সম্পদ রয়েছে তার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা গেলে আমরা দ্রুত উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিতে পারবো।

৪.

মুক্তিযুদ্ধের চেতনায় তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। আমাদের তাঁর রোডম্যাপ অনুযায়ী কাজ করে যেতে হবে। নিজেদের জায়গা থেকে ভিন্ন সংস্কৃতি ও ভিন্নমতকে স্বীকার করতে হবে। মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিলো জাতীয় ত্যাগেহর ফলেই। যুদ্ধের দিনগুলোর সকল অর্জন যেমন জাতীয় অর্জন ও সকল ত্যাগ জাতীয় ত্যাগ। এই দেশটা আমাদের সবার। শুধু মুসলিম-হিন্দু-খ্রিস্টান ও বৌদ্ধ নয়- এই দেশটা সবার।  সবার নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনের অধিকার রয়েছে। ইসলামের মূল চেতনাও তা-ই। সেই অধিকার প্রতিষ্ঠা ছিলো মুক্তিযুদ্ধের মূল চেতনা।

আর এই কথাটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণেও উল্লেখ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, .... মনে রাখবেন! শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-নন বাঙালি যারা আছে তাঁরা আমাদের ভাই, তাঁদের রক্ষার দায়িত্ব আমাদের ওপর। আমাদের যেন বদনাম না হয়।

বিজয়ের ৫০ বছরেও যেন বঙ্গবন্ধুর সেই ভাষণের এই উদ্ধৃতি প্রাসঙ্গিক। কেননা এ ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে রাতারাতি সশস্ত্র করে তোলে। একটি ভাষণকে অবলম্বন করে স্বাধীনতার জন্য ৩০ লাখ বাঙালি জীবন উৎসর্গ ও কয়েক লাখ মা-বোন সম্ভ্রম বিসর্জন দেন। বিনিময়ে আমরা পাই লাল-সবুজের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য শুভ কামনা- এগিয়ে যাক আমার দেশ।

লেখক: উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়। #

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত