শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রঙের চর্চা হবে মনোসুখকর

আপনার প্রিয় রং কি? যে রঙের কাপড় পরতে চান। আমার মেয়েদের পিংক । আমার স্ত্রীর প্রিয় রঙ পিঙ্ক আমার নাত্নিও পিঙ্ক। আমার সাদা। ঘর থেকে বেরুবার সময় পিঙ্ক ড্রেস পরে পিংক পার্স পরে বেরুবে এরা। আপনার ? আপনাদের? ছোটবেলায় মা'র সাথে ভালবাসা যখন হল তখন সেই ভালবাসার রঙ সারা জীবন একইরকম। সেই রঙ ভালবাসতে হয়।

কালার সাইকোলজি । বিজ্ঞানীরা বলেছেন, নির্দিষ্ট রঙের পরিচ্ছদ পরিধানে মেজাজ হয় চনমনে। তবে ব্যাপার এত সরল নয়। রঙ কেমন প্রভাব ফেলে একজন ব্যক্তির নিজের উপলব্ধি আর অভিজ্ঞতার উপর। লাল রংকে শক্তির আর আকর্ষণের প্রতীক বলা হলেও সবার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। প্রত্যেকের কালার সাইকোলজি খুব ব্যক্তিগত আর অনন্য । কালার সাইকোলজির সাথে বিবর্তন আর বায়োলজিক্যাল ব্যাপার জড়িত ।

সমাজের অন্যান্য কিছুর মত কালার সাইকোলজির শিকড় বিবর্তনের মধ্যে নিহিত। প্রাণী , মানুষ সবার ক্ষেত্রে লাল বর্ণ মানে হরমোনের উৎসার অর্থাৎ আগ্রাসিমনার, অন্যের উপর প্রভুত্বের প্রভাব। বললেন লাইফ স ট্যাঁন্স হেলথের ক্লিনিকেল ডিরেকটার ড.জেনিফার। গবেষকরা বলছেন খেলোয়াড় টিমের লোকদের পোশাক লাল হলে একটা সুবিধা আছে। বাড়তি আত্মবিশ্বাস যখন প্রয়োজন তখন লাল প্রভাব কাজে দেয়। 

মনোবিজ্ঞানীরা বলেন,মানুষের উপর একটি প্রভাব পড়ে Enclothed cognition.এই তত্বের নিহিতার্থ হল পোশাক পরিচ্ছদ আমাদের আচরন আর অনুভূতি প্রভাবিত করে,বিলেতের পরিবেশ মনোবিজ্ঞানী লি চেম্বারস বলেন রঙ প্রভাব ফী মন মেজাজের উপর।

মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা রঙের প্রভাব এর অভিজ্ঞতার সাথে বেশ জড়িত। সাধারন কিছু রঙ আছে মানুষ সেসব রঙের দিকে ধাবিত হয় ।এমন অনুভূতি শক্তিশালি আর সবল যেমন (রঙ হল লাল ,গাড় পার্পল, কালো) । আর যদি হয় মজার আর হুল্লোড়ের ইচ্ছে তখন রঙ হতে পারে পোশাকের কমলা, হলুদ আর উজ্জ্বল সবুজ। দুখের অনুভবের ক্ষেত্রে ধুসর রঙ।

বিশেষ রঙের প্রতি আমাদের ব্যক্তিগত আগ্রহ নির্ভর করে।অনেকটা সাংস্কৃতিক এবং জীবনের অভিজ্ঞতা র সাথে নিবিড়ভাবে সম্পর্কিত তাই আমরা যে মনে করি লাল মানে শক্তি আর নীল মানে প্রশান্তি তা ব্যক্তিভেদে হতে পারে ভিন্ন। বললেন ক্লিনিকেল মনোবিজ্ঞানী বেথানি কুক।

'ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি,ধরুন কারো বার বার একটি রঙের সঙ্গে দেখা,মোকাবেলা তখন এর প্রভাব পড়ে মনে।যেমন একজন ব্যক্তি বার বার হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে হাসপাতালের পোশাক নিল দেখেছেন, এমন রঙ আনে নেতিবাচক অনুভব, যেমন ভয় বা দুশ্চিন্তা। আবার এমন হয় যার পরিচ্ছদ পিঙ্ক আর হয়েছে তার থেকে ইতিবাচক অভিজ্ঞতা।বার বার তখন সেই রঙ মনে আনে ইতিবাচক অনুভূতি।
কি করে জীবনে ঢোকানো যায় কালার সাইকোলজি?

কালার সাইকোলজির সুন্দর যে জিনিষ তা হল,এর অনুসন্ধান করা যায় আর এটি সতত পরিবর্তনশীল । কোন রঙ আপনাকে উজ্জীবিত করে আর কোনটি করেনা তা জানার সহজ উপায় হল রঙ পর্যবেক্ষণ । দেখবেন কালার ড্রইং , যাবেন চিত্র প্রদর্শনীতে , নিজেকে নিমজ্জিত করুন রঙের ভুবনে , কিনুন পোস্টার কালার,ক্রায়ন রঙের আকিবুকি করুন।এমন রঙের খেলা করুন বাচ্চার সাথে। নিজের কালার গাইড খুঁজে পেলে প্রাত্যহিক জীবন হতে পারে আরও উপভোগ্য ।

শেষ কথা। সত্যি ,নির্দিষ্ট রঙের পরিচ্ছদ মন করে উজ্জিবীত। কোন রং এর উত্তর নাই। তা নির্ভর করে নিজের অভিজ্ঞতা ,উপলব্ধি আর পছন্দের উপর। আপনার ভেতরের মন আপনার অন্তর বলে দেবে কোন রঙ আপনার মনে আনে আনন্দ উল্লাস,হর্ষ । আর তা জেনে আপনার বাইরের আবরন আভরন সেভাবে বেছে নিন। সে রং পিঙ্ক হলে পরে নিন পিঙ্ক শার্ট । যদি হয় সবুজ তাহলে যোগ করুন সবুজ কার্ডিগান , সবুজ এক জোড়া মোজা । আপনার ওয়ার্ডবের রঙের চর্চা হবে মনোসুখকর।

লেখক ও গবেষকঃসাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ।সাবেক পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, ঢাকা

Header Ad
Header Ad

অমর একুশে বইমেলার

ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  

ছবিঃ সংগৃহীত

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে বিশেষ ডাস্টবিন। কারণে বইমেলার গেটে রাখা ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি।

শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই ডাস্টবিনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে শফিকুল আলম লিখেছেন, “একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে ময়লা ফেলার সময়।”

মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। সবাই কমেন্ট করতে থাকেন শেখ হাসিনাকে নিয়ে।

এর আগে শনিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গণে এসেছিলেন প্রেস সচিব শফিকুল আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়।

Header Ad
Header Ad

দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  

ছবিঃ সংগৃহীত

দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের প্রতি জনগণের কল্যাণে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর আব্বাসউদ্দীন খান মডেল কলেজ প্রাঙ্গণে দলের আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময়, বর্তমান সরকারকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগ দেশের আইনি ব্যবস্থা, প্রশাসনসহ বিভিন্ন খাতে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া প্রয়োজন।

এছাড়াও, বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে, দেশকে পুনর্গঠন করতে পারে বিএনপি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষিসহ ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে।

সম্মেলনে উপস্থিত হাজার হাজার জনগণের উদ্দেশে তারেক রহমান তর্কে না জড়িয়ে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

Header Ad
Header Ad

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। খবর বাসসের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই দিন ভোররাতে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন।

দেশে এ ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়। এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  
দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা