রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ব্যাপক সহযোগিতা করছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশকে দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করলো মালোয়েশিয়া।
মালয়েশিয়া বাংলাদেশকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যাপক সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রদত্ত উপহারের পাঁচ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকার কোভিড টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নিকট এই টিকা হস্তান্তর করেন। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ মালয়েশিয়া কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে পাঁচ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা দিয়েছে বাংলাদেশকে। এজন্য আমরা মালয়েশিয়ার জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বর্তমানে দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা টিকা পাচ্ছি। আমরা খুব শিগগিরই সিনোফার্মের সাথে টিকার যৌথ উৎপাদনে যাবো।
কোভিডের মধ্যেও মালয়েশিয়া প্রবাসী বাংলাশিদের ফেরত পাঠায়নি সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/এএস