সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান । ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য এবং লোডশেডিং প্রতিরোধে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদে আসরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা আশা করছি, রমজান মাসে কোনো লোডশেডিং হবে না।"

উপদেষ্টা আরো বলেন, "আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়বে, ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে।"

তিনি ব্যাখ্যা করেন, শীতকালে বিদ্যুতের চাহিদা ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট থাকে, কিন্তু গরম ও সেচের কারণে এই চাহিদা ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছে। এর মধ্যে দুই হাজার মেগাওয়াট ব্যবহৃত হয় সেচ কাজে, যা বন্ধ করা যাবে না, কারণ এতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে।

আরো বলেন, "গরমে এসি এবং অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। এজন্য আমরা মুসল্লিদের কাছে অনুরোধ জানিয়েছি যেন এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, যা আরামদায়ক হবে এবং ইবাদত করতে সুবিধা হবে।"

বিদ্যুৎ অপচয় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "শপিংমল, জুয়েলারি শপ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত আলোকসজ্জা না করতে অনুরোধ করছি।"

বিদ্যুৎ চুরি সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "বিদ্যুৎ চুরির পাশাপাশি গ্যাস চুরিও হচ্ছে, এজন্য আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। বিদ্যুৎ চুরির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"

এছাড়া, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "এটি আমাদের সবার দায়িত্ব, যাতে বিদ্যুৎ সংকট না হয় এবং রমজানে আমরা সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারি।"

Header Ad
Header Ad

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

একটি পলাতক দল দেশ ছেড়ে গেলেও তারা এখনও দেশটিকে অস্থিতিশীল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৩ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমার কোনো চিন্তাভাবনা ছিল না হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো। আর সেই দেশ এমন যেখানে সব তছনছ হয়ে গেছে। কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না। আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা এবং মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।”

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর দেশে অনেক পরিবর্তন এসেছে। অর্থনীতিকে সহজ করা হয়েছে এবং দেশ-বিদেশের আস্থা অর্জন সম্ভব হয়েছে। তার ভাষায়, “এটা পরিষ্কার— সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা আছে। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছি, কিছু ভালো করতে পারিনি— এটাও সত্য।”

ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে তিনি বলেন, “নতুন দলকে সরকার কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি সরকারের অংশ ছিলেন, কিন্তু যারা রাজনীতিতে যেতে চেয়েছেন, তারা ইস্তফা দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করছেন।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি আগেও বলেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এবং এখনও ভালো আছে। ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ, পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি যে, আমরা তা থেকে বিচ্যুত হতে পারবো না।”

তিনি আরও বলেন, “মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যা অপপ্রচারের ফলাফল। এই অপপ্রচারের কারণে কিছু মেঘ দেখা দিয়েছে, তবে আমরা এই ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছি।” তিনি জানান, ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী যা ঠিক হবে, আমরা তাই করবো। তবে আমরা সবাই ভাই ভাই, আমাদের একসঙ্গে এই দেশকে এগিয়ে নিতে হবে। যারা অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত, আর সেটাই করা হবে।”

Header Ad
Header Ad

যাদের হাতে উঠল এবারের অস্কার  

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে বসেছে ৯৭তম অস্কারের আসর। বিনোদন দুনিয়ায় বিশ্বের সব থেকে বড় মঞ্চ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। অস্কারে সেরার সেরাদের বেছে নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে এ অস্কার ঘোষণা।

জানা গেছে, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক সিনেমা স্থান পেয়েছে অস্কারের তালিকায়। জেনে নিন কাদের হাতে উঠল এবারের অস্কার?

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান তিনি। অন্যদিকে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জোয়ি সালডানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান অভিনেত্রী। এ সময় নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি জোয়ি। এ ছাড়া বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা সিনেমায় কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় অর্জন করেন তিনি। এ ছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটির 'এল মাল' গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল ও জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

Header Ad
Header Ad

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হচ্ছে।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডি থেকে এক স্ট্যাটাসে আবরার ফাহাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ার এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‌‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে সন্দেহে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। তার নির্মম হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস
যাদের হাতে উঠল এবারের অস্কার  
মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  
সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮  
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে শুনানি আজ  
ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা
বিশ্বের সাথে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার অনুরোধ তারেক রহমানের
ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে বলল ‘মোবাইল নেওয়ার দরকার নাই’
প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ