বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে তারা সমস্যায় আছেন। তারা স্থানীয় নির্বাচন চান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এটা চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে। সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী পলাতক। তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তাঁদের বাধা দেওয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

Header Ad
Header Ad

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন জুনের পরে যাবে না—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, “আমরা বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—নির্বাচন জুনের পরে নয়। যেই কথা বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার, যা তিনি বারবার প্রকাশ করেছেন।”

তিনি জানান, বৈঠকে বিএনপি ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং শিগগিরই তারা এই কমিশনের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতাই প্রস্তাবিত সংস্কারগুলোর সঙ্গে একমত বলে জানান তিনি।

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে দেরি নয়; বরং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করাই উদ্দেশ্য। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচন করব।”

আইন উপদেষ্টা আরও বলেন, “বিএনপি প্রশ্ন তুলেছিল, সংস্কার হয়ে গেলে দেরির প্রয়োজন কী? আমরা বলেছি, আইনগত ও নীতিগত অনেক বিষয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন। ডিজিটাল সুরক্ষা আইনের মতো অনেক আইন আমরা বহুবার খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জনগণের একটা আকাঙ্ক্ষা আছে—বিচার হোক। হাজারো মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারও জরুরি। এসব দিক বিবেচনায় নিয়েই জুন সময়সীমার কথা বলা হয়েছে।”

Header Ad
Header Ad

বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান কারাগারে নববর্ষ উদযাপন প্রসঙ্গে বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আদালতে হাজিরের সময় শাজাহান খানকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো অবস্থায় দেখা যায়। তিনি ছিলেন হাসিখুশি এবং আত্মবিশ্বাসী। সাংবাদিকরা যখন জানতে চান কারাগারে তার নববর্ষ কেমন কেটেছে, তখন তিনি হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…”

শুনানির সময় তিনি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে আদালতের বক্তব্য শুনেন এবং মাঝে মাঝে সহআসামিদের সঙ্গে কথাবার্তাও বলেন। আদালতের অনুমতি নিয়ে একপর্যায়ে পানি পান করেন তিনি। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করছেন।

Header Ad
Header Ad

একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল নিবন্ধন, তল্লাশি ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানি, ঘুষ চাওয়া ও অনিয়মের অভিযোগে এই পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব অফিসে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ