সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ জানুয়ারি) ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।

বৈঠকে অ্যালেক্স সোরোস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড. ইউনূসের প্রশংসা করেন।

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কিভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস বলেন, ‘ডাভোস সফরে গিয়ে আমি যা প্রত্যক্ষ করেছি তা হলো, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সম্পর্কে অনেকেই জানে না। অনেক অপপ্রচার হচ্ছে।’

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ‘বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেন।

 

Header Ad
Header Ad

হারের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে ব্যর্থতার স্বাদ নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ। প্রস্তুতির জন্য পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে মাঠে নামলেও টাইগারদের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত তারা হারের মুখ দেখে।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে, দুবাই অ্যাকাডেমি মাঠে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে, ব্যাটিং অর্ডারে ব্যর্থতা এবং শট নির্বাচনে ভুলের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২০ ওভারের মধ্যে ২০২ রানে অলআউট হয়ে যায়।

শুরু থেকেই টাইগার ব্যাটাররা চাপের মধ্যে ছিলেন। ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, তারা বড় রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত, ২০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান 'এ' দল, ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচটি জিতে নেয়।

ব্যাটিং বিপর্যয়ের পর, ছোট লক্ষ্য ডিফেন্ড করার চেষ্টা করেও বাংলাদেশ বোলাররা ভালো শুরু দিলেও শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি। পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে ৪২ রান করে ২ উইকেট হারায়, এবং তারপরও টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে কাজ চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে।

এর আগে, বাংলাদেশ দলের ওপেনাররা ব্যর্থ হলে, মিডল অর্ডারেও চাপ তৈরি হয়। নাজমুল শান্ত ১২ রান করে ফিরে যান এবং সৌম্য সরকার ৩৫ রান করে আউট হন। মেহেদী মিরাজ সর্বোচ্চ ৪৪ রান করেন, তবে মুশফিকুর রহিম, জাকের আলী এবং রিশাদ হোসেনদের ব্যর্থতার কারণে রান সংগ্রহ করতে পারিনি টাইগাররা।

তবে, তানজিম সাকিব ও নাসুম আহমেদের শেষ মুহূর্তের কিছু ভালো ব্যাটিং ২০০ রান পার করতে সাহায্য করে। পাকিস্তান দলের শাহিনসরা উসামা মীরের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চাপে ফেলেন এবং ৪ উইকেট নেন।

Header Ad
Header Ad

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫২৯ জনকে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টা ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ এই অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেগুলোর মধ্যে আছে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা।

এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Header Ad
Header Ad

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

ফেনীতে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনী যাচ্ছিল। ওই সময়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে তিনজনের অবস্থাই গুরুতর ছিল, তাই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কের ঢাকামুখী লেনে একপাশে যান চলাচল করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হারের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯
ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫
‘জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, অবিলম্বে নির্বাচন দিতে হবে’
নতুন ছাত্রসংগঠন গঠনের পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ
ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে: তারেক রহমান
১৬ মাস পর পেনাল্টি থেকে গোল করে নেইমারের উচ্ছ্বাস
৪ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার
বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়ক
'কী আর বলবো, যেই লাউ সেই কদু': আদালতে ইনু
জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
টাঙ্গাইলে যুবলীগ নেতা ভূইয়া হাবিব গ্রেফতার
বন্ধুত্ব চাইলে দাদাগিরি বন্ধ, তিস্তার পানি ছাড়া বন্ধুত্ব নয়: ভারতকে ফখরুলের হুঁশিয়ারি
রাতের খাবার দেরিতে খেলে হতে পারে যেসব সমস্যা
গবেষণায় এগিয়ে বাকৃবি, কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৮৭ জনের চাকরির সুযোগ
২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা
জুলাই আন্দোলনে একক মাস্টারমাইন্ড ছিল না: শিবির সভাপতি
ঈদুল আজহায় দেখা যাবে শাকিব খানের ‘তাণ্ডব’