সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ জানুয়ারি) ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।

বৈঠকে অ্যালেক্স সোরোস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড. ইউনূসের প্রশংসা করেন।

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কিভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস বলেন, ‘ডাভোস সফরে গিয়ে আমি যা প্রত্যক্ষ করেছি তা হলো, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সম্পর্কে অনেকেই জানে না। অনেক অপপ্রচার হচ্ছে।’

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ‘বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেন।

 

Header Ad
Header Ad

নতুন ছাত্রসংগঠন গঠনের পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নতুন ছাত্রসংগঠন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে নতুন সংগঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম ও আত্মপ্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে দুই দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে তা নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন সংগঠন কোনো লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অংশ হবে না। এর মূলনীতি হবে- "স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট"।’

এদিকে, আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন ছাত্ররাজনীতি প্রয়োজন। তাই আমরা নতুন ধারার, লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতিকে স্বাগত জানাই।’

তিনি আরও জানান, যারা নতুন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হবেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখবে।

Header Ad
Header Ad

ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে কেবলমাত্র রাজনৈতিক ও ভোটাধিকার নিশ্চিত করলেই চলবে না, বরং জনগণের ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই সভায় ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে তারেক রহমান অনলাইনে যুক্ত হন।

তারেক রহমান বলেন, সাংবাদিকরা জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরে বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। শুধু রাজনৈতিক অধিকার নয়, সাংবাদিকদের অনেক মৌলিক অধিকারও খর্ব করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশের মঙ্গল চান, তাদের উদ্দেশ্য এক। তারা এমন একটি দেশ চান, যেখানে নাগরিকদের অর্থনৈতিক স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে এবং বিদেশি হস্তক্ষেপ বাড়িয়েছে।

রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে বিএনপি অনেক আগে থেকেই সোচ্চার। এসব সংস্কারের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, যেখানে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত থাকবে।

Header Ad
Header Ad

১৬ মাস পর পেনাল্টি থেকে গোল করে নেইমারের উচ্ছ্বাস

ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার। ছবি: সংগৃহীত

ব্রাজিলের পোস্টার বয় নেইমার এখন খেলেন তার স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে। সান্তোসের হয়ে এরই মধ্যে তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি।

তবে রোববার (১৬ ফেব্রুয়ারি) সান্তোসের হয়ে নিজের চতুর্থ ম্যাচে অবশেষে গোলের দেখা পেলেন নেইমার। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর গোল করলেন ব্রাজিলের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আল হিলালের ৩-০ গোলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার। মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর। এত দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়া নেইমার আজ তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে গোল করলেন। ইনজুরির অভিশাপ থেকে মুক্ত নেইমারের গোল তাই একটু বেশিই আবেগের ফুটবল প্রেমিদের কাছে।

চোটের কারণে নেইমার দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। শীতকালীন দলবদলে আল হিলাল থেকে যোগ দিয়েছেন সান্তোসে। ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন এই ফুটবল সুপারস্টার।

অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন এই ফুটবল সুপারস্টার। ছবি: সংগৃহীত

ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন নেইমার। পরে নিজের আদায় করা পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। নেইমারের গোলের পর শেষ পর্যন্ত সান্তোস ম্যাচ জিতেছে ৩-১ গোলে। সান্তোসে ফেরার পর এটি নেইমারের প্রথম জয়।
এ গোলের মাধ্যমে নিজের ক্লাব ক্যারিয়ারের ৩৬১তম গোলটি করলেন নেইমার। আর ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন ছাত্রসংগঠন গঠনের পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ
ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে: তারেক রহমান
১৬ মাস পর পেনাল্টি থেকে গোল করে নেইমারের উচ্ছ্বাস
৪ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার
বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়ক
'কী আর বলবো, যেই লাউ সেই কদু': আদালতে ইনু
জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
টাঙ্গাইলে যুবলীগ নেতা ভূইয়া হাবিব গ্রেফতার
বন্ধুত্ব চাইলে দাদাগিরি বন্ধ, তিস্তার পানি ছাড়া বন্ধুত্ব নয়: ভারতকে ফখরুলের হুঁশিয়ারি
রাতের খাবার দেরিতে খেলে হতে পারে যেসব সমস্যা
গবেষণায় এগিয়ে বাকৃবি, কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৮৭ জনের চাকরির সুযোগ
২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা
জুলাই আন্দোলনে একক মাস্টারমাইন্ড ছিল না: শিবির সভাপতি
ঈদুল আজহায় দেখা যাবে শাকিব খানের ‘তাণ্ডব’
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়-বন্যায় ১০ জনের মৃত্যু
গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবীদের করের আওতায় আনার উদ্যোগ
সৌদি আরব-আমিরাতে প্রবাসীদের জন্য ইলিশ পাঠাবে সরকার
গণআন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবে