২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
২০২৫ সালের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের প্রক্রিয়া চলছে, কারণ মানুষ এই আইনের নামও শুনতে চায় না। এছাড়া তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কোনো কথা তিনি কখনো বলেননি।
বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেন, এই চুক্তি ভারত যদি মানে, তবে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। চুক্তি অনুযায়ী সঠিকভাবে প্রক্রিয়া মানলে তারা বাধ্য থাকবে।
ঢালাও মামলার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ সহযোগিতায় গায়েবি মামলা করা হতো, যা তখনকার বিরোধীদলের সদস্যদের বিরুদ্ধে দেওয়া হতো। বর্তমানে যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছিল, তারাই এখন ঢালাও মামলা করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কাজ করছে যাতে নিরাপরাধ কেউ শাস্তি না পায়।
ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে ড. নজরুল বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না। তবে এই বিষয়ে বড় ধরনের জনমত গড়ে উঠলে তখনই তাদের নিষিদ্ধ করা হতে পারে। গণমাধ্যমে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং দেশবাসী তা দেখেছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠিত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি সাকিব আল হাসান সম্পর্কে বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হলেও, যখন দেশে আন্দোলন চলছে এবং মানুষ জীবন হারাচ্ছে, তখন তিনি ব্যক্তিগত আনন্দ উপভোগের পোস্ট দিয়েছেন যা অনভিপ্রেত ছিল।
বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সাথে এয়ারপোর্টে খারাপ আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আগে প্রবাসীদের সাথে খুব খারাপ আচরণ করা হতো। তাদের জন্য ভিআইপি সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন এবং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের জন্য আলাদা লাউঞ্জ তৈরি হবে।