কোস্ট গার্ডকে ২৪টি বোট দিয়েছে জাপান
বাংলাদেশ কোস্ট গার্ডকে জাইকার অর্থায়নে সরবরাহকৃত ২০ টি ১০ মিটার রেসকিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংযুক্ত চারটি ২০ মিটার বোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সোমবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
বাংলাদেশের উপকূলীয় জলসীমানা ও সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন হতে এ বাহিনী সমুদ্র সম্পদের সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার এবং ত্রাণসহায়তার কাজ সফলভাবে করে আসছে।
কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে অনুষ্ঠিত উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের ইতো নাওকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এসব বোট বাংলাদেশ কোস্ট গার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। এ ছাড়া তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামাদি বাহিনীতে সংযুক্ত হওয়ার মাধ্যমে উপকূলীয় এলাকায় তেল দূষণ নিয়ন্ত্রনে কোস্ট গার্ড ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা করেন সংশ্লিষ্টরা।
আরইউ/এমএমএ/