রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

হাছান মাহমুদ-ফজলে করিমের বিপুল অর্থপাচার, দুবাই ও আমিরাতে হাজার কোটি টাকার ব্যবসা

ড. হাছান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরী জুনু। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। আর এরপর থেকেই আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিভিন্ন মহলের কর্তা-ব্যক্তিদের নানা অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন তথ্য সামনে আসছে। স্বৈরশাসকের সময়কালে উপর মহলের কয়েকজন রাঘববোয়াল কলকাঠি নাড়তেন সব সেক্টরের। তাদের মধ্যে দোর্দণ্ড প্রতাপশালী দুজন ছিলেন চট্টগ্রামের দুই আওয়ামী নেতা, সাবেক মন্ত্রী-এমপি ড. হাছান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরী জুনু। তারা দু’জনই হাসিনার ‘খাস লোক’ হিসেবে পরিচিত।

তাদের ক্ষমতার দাপট এতোটাই জোরালো ছিল যে চট্টগ্রামের রাউজান এলাকায় এ বি এম ফজলে করিম চৌধুরী এবং রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদের কথায় ও ইশারায় প্রশাসন উঠতো-বসতো। যা হিন্দি মুভির মাফিয়া ডনকেও হার মানায়। হাসিনার পতনকালে ড. হাছান মাহমুদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ইতোপূর্বে হাসিনার দুই টার্মে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অন্যদিকে হাসিনার পতনকালে ও আগে ফজলে করিম চৌধুরী জুনু ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। দলীয়ভাবে ফজলে করিম চৌধুরী জুনু আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি এবং ড. হাসান মাহমুদ দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক, আগে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ফজলে করিম জুনু এবং হাছান মাহমুদ উভয়েই হাসিনা ক্ষমতায় থাকাকালে তাদের চলাফেরা ও দাপট এতোটাই বেশি ছিল যে এলাকায় তাদের বিরুদ্ধে কেউ কোনো মতপ্রকাশ করার সাহস রাখতো না। ছিল না ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কোন মানুষের ঠাঁই। এখানেই শেষ নয়; এই দুই আওয়ামী নেতা ক্ষমতা ও পদ-পদবির চরম অপব্যবহার করে গড়ে তোলেন দুর্নীতির এক সাম্রাজ্য যেখানে তাদের ইচ্ছামতোই হতো সবকিছু। সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশেও পাচার করেছেন বিপুল অঙ্কের অর্থ-সম্পদ। দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন তাদের কালো টাকায় ব্যাবসা-বাণিজ্য।

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার জোরে তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন যথাক্রমে এ বি এম ফজলে করিম চৌধুরী জুনু এবং ড. হাছান মাহমুদ। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল। পুরো সময় জুড়ে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ জনগণকে জিম্মি করে রীতিমতো রামরাজত্ব কায়েম করেন ফজলে করিম চৌধুরী জুনু ও ড. হাছান মাহমুদ। দীর্ঘ ১৬ বছর ধরে ফজলে করিম চৌধুরী জুনু ও ড. হাছান মাহমুদের তাবৎ অবৈধ উপায়ে কাড়ি কাড়ি উপার্জিত অর্থ আরব আমিরাতের আজমাইনে পুঁজি বিনিয়োগ নোয়াপাড়ার প্রবাসী জসিম উদ্দিন (ওরফে সিএনজি জসিম)-এর মাধ্যমে।

জানা গেছে, ফজলে করিম চৌধুরী জুনু দেড় হাজার কোটি টাকা দুবাইসহ আমিরাতের বিভিন্ন শহরে আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতে পুঁজি বিনিয়োগ করেছেন জুনুর পক্ষ থেকে সিএনজি জসিম। এর মধ্যে আজমাইন শহরের সউদি জার্মান হসপিটালের পেছনে চল্লিশ বিঘা জায়গা ক্রয় করেছেন সিএনজি জসিম। বিনিয়োগকৃত অর্থের পুরোটাই রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী জুনুর।

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দুবাই সিটিতে ব্যবসা করছেন ফটিকছড়ির প্রবাসী রফিক আহমেদ। তিনি জানান, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থ পাচার করে আবাসনখাতে বিনিয়োগ করেছেন ফজলে করিম চৌধুরী ও ড. হাছান মাহমুদ। রাউজানের সিএনজি জসিম এই দুই আওয়ামী লীগ নেতার পক্ষ হয়ে অবৈধ অর্থ আরব আমিরাতের আজমাইনে বিনিয়োগ করেছেন। এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন পাচারকৃত বিপুল অঙ্কের অবৈধ অর্থের বিনিময়ে সৃজিত বিশাল মাপের ব্যবসা।

এছাড়া মধ্যপ্রাচ্যের ওমানে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ওমান-বাংলাদেশ এসোাসিয়েশনের কয়েকজন নেতা ফজলে করিম চৌধুরী জুনুর অর্থ বিনিয়োগ সম্পর্কে তথ্য দিয়েছেন। তারা জানান, ড. হাছান মাহমুদ ও ফজলে করিম চৌধুরী বিদেশে অর্থ পাচার করে বিনিয়োগের জন্য কয়েকজন প্রবাসী ব্যবসায়ীর সাহায্য নিয়েছেন। তারা প্রবাসে এক সময় শ্রমিকের কাজ করলেও এখন সবাই অবৈধ অর্থ বিনিয়োগ করে আলাদীনের চেরাগ পেয়ে গেছেন। খোঁজ নিয়ে আরো জানা যায়, অবৈধ অর্থ বিদেশে সরিয়ে নিতে সাহায্য করার প্রতিদান হিসেবে সিএনজি জসিমের ছেলে জোবায়েরকে সিআইপি (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন) তালিকায় অন্তর্ভুক্ত করতে তদবির করেন ড. হাছান মাহমুদ।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের বড় অংশই নিয়ন্ত্রণ করে আসছিলেন ফজলে করিম জুনু ও হাছান মাহমুদ। হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদ চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম অঞ্চলে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এমন তথ্য গোয়েন্দা শাখায় রয়েছে। ফজলে করিম চৌধুরীর হয়ে সোনা চোরাচালানের বিষয়টি দেখভাল করতেন তার ব্যক্তিগত সহকারী সুমন। সোনা চোরাচালানের রুট নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক জিএস, নগর আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু ও পটিয়ার সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুনকে ব্যবহার করেছেন ড. হাছান মাহমুদ। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফজলে করিম জুনু। ফজলে করিমের প্রত্যক্ষ মদদে রেলওয়ে পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়। হাতিয়ে নেন কোটি কোটি টাকা।

রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানায়, গত ১৬ বছরে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের সব দরপত্র এবং ইজারা নিয়ন্ত্রণ করতেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও আইয়ুব আলী। এই সিন্ডিকেটকে মূলত আশ্রয়-প্রশ্রয় দিয়ে টাকা ভাগাভাগি করতেন ফজলে করিম চৌধুরী জুনু।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে থেকেই ফজলে করিম রেলের সংসদীয় কমিটিত সভাপতি হন। এই দীর্ঘ সময় রেলের কিছু কর্মকর্তার সহায়তায় তিনি নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। প্রতি রেলের পাওয়ার কারে ব্যবহারের জন্য যে সকল স্পেয়ার পার্টস লাগে তাক ডয়েজ স্পেয়ার পার্টস বলে। ফজলে বাংলাদেশে ডয়েজের ডিলার হন। রেলের যে কোন টেন্ডার তা উম্মুক্ত বা ইজিপি যাই হোক না কেন, সব টাতেই তার কাছ থেকে মালামাল নিতে হত। পিপিআর-২০০৮ লংঘন করে অনেক কর্মকর্তা ফজলে করিমের আস্থাভাজন হওয়ার জন্য তার ক কথামত টেন্ডারে শর্ত জুড়ে দিত।
কিছু দলবাজ আওয়ামী আশীর্বাদ পুষ্ট কর্মকর্তা টেন্ডারে এভাবে শর্ত দিত যে, দরপত্রে অংশগ্রহণকারী দরদাতাকে অবশ্যই বাংলাদেশে ডয়েজের স্থানীয় প্রতিনিধির নিকট হতে প্রদত্ত Authorization Letter Submit করতে হবে। যেহেতু কোন দরদাতাকে তারা Authorization letter দেয় না, ফলে একক দরদাতা হিসেবে ফজলে করিমের ফার্ম FAV অথবা NGGL প্রতিটি মালের দাম ৫/৬ গুন বেশি দরে কোট করত। অথচ একই মালের দাম ইন্ডিয়া বা চায়নায় এর চেয়ে অনেক কম। গত ১৫ বছরে ফজলে করিম এভাবে রেলের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এবং রেলের কিছু সুবিধাভোগী কর্মকর্তা তাদের সহযোগী হয়ে কাজ করে তারাও এই দুর্নীতির অংশীদার হন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ২০০৮ সালের পর চট্টগ্রামের রাজনীতিতে শীর্ষ প্রতাপশালী হিসেবে আবির্ভূত হন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন জলবায়ু তহবিলের অর্থ লোপাট করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন ২০১৫ সালে। ইটভাটার পরিবেশ ছাড়পত্র, শিপ বিল্ডিং ও শিপ ব্রেকিং শিল্পের ছাড়পত্রের নামে শতকোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি। ২০০৮ থেকে ২০১৩ সালে আওয়ামী সরকারের প্রথম মেয়াদে সীতাকুণ্ডের অধিকাংশ শিপব্রেকিং ইয়ার্ড নামে বেনামে দখলে নেন হাছান মাহমুদ ও তার সহযোগীরা। সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান (পরবর্তীতে এমপি) মামুনের দখলবাজির গডফাদার হিসেবে কাজ করেছেন ড. হাছান মাহমুদ।

স্ত্রীর নামে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলে জলবায়ু তহবিলের অর্থ আত্মসাৎ করেন ড. হাছান মাহমুদ। মন্ত্রী থাকাকালীন সময়ে ‘সোনার বাংলা’ নামে এনজিও খুলে তার চেয়ারম্যান হিসেবে নিজে ও ব্যবস্থাপনা পরিচালক নিজের স্ত্রীর নাম দেন। সেই প্রতিষ্ঠান কাজে লাগিয়ে জলবায়ু তহবিলের ২৪ কোটি টাকা আত্মসাৎ করেন ড. হাছান মাহমুদ। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে সেই প্রতিবেদনও ক্ষমতার জোরে সরিয়ে নেয়া হয়।

হাসিনা সরকারের প্রথম মেয়াদে পরিবেশ ফান্ডে (জলবায়ু) বাংলাদেশ ব্যাপক বিদেশি বাজেট বরাদ্দ পায়। ৯টি এনজিও’র মাধ্যমে এসব টাকা বিতরণ করা হয়েছিলো, যার প্রত্যেকটির চেয়ারম্যান ছিলেন ড. হাছান মাহমুদ নিজেই। জলবায়ু তহবিল, শিপ ব্রেকিং ইয়ার্ডসহ বিভিন্ন ক্ষেত্রে আত্মসাৎকৃত বিপুল বিদেশে অর্থ পাচার করেই ড. হাছান মাহমুদ বিদেশেই ব্যবসা চালাচ্ছেন। একইভাবে ফজলে করিম চৌধুরী জুনু রেলওয়ের দরপত্র, ইজারাসহ বিভিন্ন খাতে লুটপাটের বিপুল অঙ্কের টাকা পাচার করে মধ্যপ্রাচ্যে ব্যবসার বিশাল এক জগৎ গড়ে তুলেছেন।

Header Ad
Header Ad

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ৩৫২ রানের বিশাল লক্ষ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া যখন মাঠে নামে, তখন তাদের সামনে ছিল এক কঠিন সংগ্রাম। তবে, চোট-ঝুঁকির মধ্যেও অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি যেন এক নতুন রূপে দেখা দিলো। শুরুতে ইংল্যান্ডের বল হাতে জোফরা আর্চার এবং মার্ক উডের আক্রমণে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি কিছুটা দুর্বল হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তারা শক্ত অবস্থানে ফিরে আসে।

জশ ইংলিস এই ম্যাচে ঝড় তোলেন এবং ইতিহাস গড়েন। তার ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ম্যাচে জয়ের বন্দরে পৌঁছায়, যদিও ইংল্যান্ডের সামনে ছিল এক বিশাল সংগ্রাম।

প্রথমে ট্র্যাভিস হেড (৬) এবং স্টিভ স্মিথ (৫) দ্রুত আউট হয়ে গেলেও, ম্যাথু শর্ট এবং মার্নাস লাবুশেন এর জুটি অস্ট্রেলিয়াকে সামলে রাখে। দুজন মিলে ৯৫ রান যোগ করে, যেখানে লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করেন এবং শর্ট ৬৬ বলে ৬৩ রান করেন।

১৩৬ রানে চার উইকেট পড়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়লেও, অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিসের দারুণ পার্টনারশিপ তাদেরকে আবার পথ দেখায়। ৩৮তম ওভারে রশিদের বলে ক্যারি আর্চারের হাত ফসকে জীবন পেয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ক্যারি আউট হলে ইংলিস একাই কাঁধে তুলে নেন দলের জয়ের আশা।

৪৫তম ওভারের তৃতীয় বলে আর্চারকে ছক্কা মেরে প্রথম সেঞ্চুরি করেন ইংলিস, এবং পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত বাউন্ডারি হাঁকিয়ে রানের সংখ্যা বাড়িয়ে দেন। ৪৭.৩ ওভারে ইংলিস ম্যাচের শেষ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। ৮৬ বলে ৮ চার ও ৬ ছয়ে ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি, যার ফলে অস্ট্রেলিয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়িয়ে জয়ী হয়।

অস্ট্রেলিয়া ম্যাচে ফিল্ডিং শুরু করেছিল এবং ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটসম্যান—ফিল সল্ট (১০) ও জেমি স্মিথ (১৫)—কে আউট করে তারা দারুণ শুরু করে। তবে বেন ডাকেট এবং জো রুট দলের ভিত শক্ত করে ফেলে, যেখানে ডাকেট ৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেন। রুট ৬৮ রান করে আউট হন।

ডাকেটের অনবদ্য সেঞ্চুরির পর ইংল্যান্ডের রান বেড়ে গিয়ে ৩৫২ রানের কাছাকাছি পৌঁছায়। ১৩৪ বলে ১৫০ রান করে ডাকেট শেষ পর্যন্ত আউট হলেও, তার ইনিংসটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচের সর্বোচ্চ রান।

শেষ দিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রান করে ইংল্যান্ডের স্কোরে বড় কিছু যোগ করেন, এবং দল ৩৫৪ রানে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে ডারশুইস সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এই প্রক্রিয়ায় কখনো কখনো খোদ মুক্তিযোদ্ধা কমান্ডাররাই জড়িত ছিলেন।

এ অবস্থায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান বাঁচাতে সরকার যাচাই-বাছাই শুরু করেছে জানিয়ে তিনি বলেন, সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে।

অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্বগাঁথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। এ সময় ওসমানী স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা দাবি তুলে ধরেন।

Header Ad
Header Ad

দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, বিরামপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের জোয়াল কামড়া গ্রামের মৃত হামিদের ছেলে লিটন (৪০),আমিনুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তবারক হোসেন (৩৩), মৃত মজিদ মন্ডলের ছেলে আশরাফুল (৩২), আব্দুল আজিজের ছেলে জাহিদুল (২৪), মৃত আব্দুল সামাদের ছেলে ফারুক হোসেন (৪২), মজনুর ছেলে মিজানুর রহমান (৪৬), শামসুল হকের ছেলে রাজু (২৪)।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের ১টি টহলদল বিরামপুর পৌরশহরের জোয়াল কামড়া গ্রামে জুয়ার বোর্ডে অভিযান চালান। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেন। এঘটনায় ১৮৬৭সালের আইনের ৩/৪ ধারায় থানায় মামলা হয়েছে। মামলা নং-১৭, তাং ২২/০২/২০২৫ইং।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক
দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার
চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, আবারও মহামারির শঙ্কা
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া