প্রমাণ দিতে পারলে ব্যবস্থা
র্যাবের দাবি: হেলিকপ্টার থেকে গুলি নয়, ছোড়া হয়েছে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড
র্যাবের দাবি: হেলিকপ্টার থেকে গুলি নয়, ছোড়া হয়েছে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড, প্রমাণ দিতে পারলে ব্যবস্থা। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সহিংসতায় হেলিকপ্টার থেকে র্যাব কোনো গুলি ছোড়েনি বলে দাবি করেছে সংস্থাটি। তারা বলছে, নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয়েছে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে চ্যালেঞ্জও ঘোষণা করেছে র্যাব।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে র্যাব। যদিও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌসের দাবি, হেলিকপ্টার দিয়ে পুলিশসহ প্রায় ৯৭ জনকে উদ্ধার করা হয়েছে। আর নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে শুধু টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড।
হেলিকপ্টার থেকে কোনো র্যাব সদস্যের গুলি ছোড়ার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এসব বলছে একটি গোষ্ঠি। আমরা তাদের শনাক্তে কাজ করছি।’
এদিকে, ১৯ জুলাই রাজধানীর কাফরুলে নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু সামিরের মৃত্যুর কারণ হিসেবে র্যাবের গুলির বিষয়টির অভিযোগ উঠলেও সংস্থাটির দাবি, শিশু সামির র্যাবের গুলিতে মারা যায়নি।
দেশের এমন জরুরি পরিস্থিতিতে সামাজিক মাধ্যমকে ঢাল বানিয়ে অপপ্রচারে নামা গোষ্ঠির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানায় র্যাব।