আইনমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন কোটা আন্দোলনকারীরা
আইনমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন কোটা আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলছেন, একইসঙ্গে গুলি, রক্ত ও আলোচনা চলতে পারে না।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছি, কী করণীয় তা নিয়ে। সিদ্ধান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে আজ সারাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং হতাহতের সংবাদ পাওয়া গেছে।